Nokia 8110 4G বনাম JioPhone বনাম JioPhone 2: ফিচারফোন বিভাগে সেরা কে?

|

কোম্পানির ৪১ তম বার্ষিক সাধারন সভায় কোম্পানির নতুন ফিচারফোন JioPhone 2 লঞ্চ করেছে রিলায়েন্স জিও। ইতিমধ্যেই চুটিয়ে বিক্রি হচ্ছে সেই ফোন। এছাড়াও গত বছর একই লঞ্চ হয়েছিল জিওর প্রথম ফিচারফোন JioPhone। এতদিন ভারতে ফিচারফোন বিভাগে এই দুটি ফোন চুটিয়ে বিক্রি হলেও এই দুটি ফোনের সাথে প্রতিযোগিতায় সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Nokia 8110 4G। এই তিনটি ফোনেই KaiOS অপারেতিং সিস্টেম চলবে। ফলে এই ফোনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিবের মতো সব সোশ্যাল মিডিয়া অ্যাপ চলবে। এছাড়াও থাকছে গুগল ম্যাপ্স নেভিগেশান আর গুগল অ্যাসিস্ট্যান্ট।

 
Nokia 8110 4G বনাম JioPhone বনাম JioPhone 2: ফিচারফোন বিভাগে সেরা কে?

Nokia 8110 4G বনাম JioPhone বনাম JioPhone 2 এর দাম

Nokia 8110 4G ফোনের দাম ৫,৯৯৯ টাকা। JioPhone এর দাম ১৫৯৯ টাকা হলেও নতুন JioPhone 2 এর দাম ২৯৯৯ টাকা।

 

Nokia 8110 4G বনাম JioPhone বনাম JioPhone 2 এর ডিজাইন

কলার মতো রঙ ও আকারের টেক দুনিয়ায় জন্য 'বানানা ফোন’ নামেই জনপ্রিয় Nokia 8110 4G। এই ফোনে রয়েছে পুরোনো ফিচার ফোনের মতো স্লাইডিং মেকানিজম। স্লাইড করে তবে কি প্যাড ব্যবহারব করা যায়। JioPhone 2 তে রয়েছে পুরনো ব্যাকবেরি ফোনের ডিজাইন। এই ফোনে থাকছে একটি QWERTY কিপ্যাড। অন্যদিকে সাধারন বার ফোনের ডিজাইনে তৈরী JioPhone। এই ফোনে রয়েছে একটি T9 স্টাইল কি-বোর্ড।

Nokia 8110 4G বনাম JioPhone বনাম JioPhone 2 এর হার্ডওয়্যার

Nokia 8110 4Gতে রয়েছে 4G LTE কানেক্টিভিটি। এর সাথেই থাকছে কার্ভড ডিজাইন আর স্লাইডিংকি-বোর্ড। Nokia 8110 4G ফোনে থাকছে একটি ২.৪৫ ইঞ্চি QVGA ডিসপ্লে। KaiOS অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 205 প্রসেসার, 512MB RAM আর 4GB স্টোরেজ।

Nokia 8110 4G ফোনের পিছনে একটি 2MP ক্যামেরা থাকছে। সাথে থাকছে রিয়ার LED ফ্ল্যাশ। ফোনের সামনে কোন ক্যামেরা থাকবে না। বানানা ফোনের ভিতরে থাকবে একটি 1500 mAh ব্যাটারি।

JioPhone এ ২.৪ ইঞ্চি ডিসপ্লেটি ভার্টিকালি ব্যবহার করা হয়েছে অন্যদিকে JioPhone 2 তে একই ডিসপ্লে ব্যাবহার হলেও এই ডিসপ্লে হরিযন্টালি ব্যবহার করা হয়েছে।

দুটি ফোনেই রয়েছে 512MB RAM, 4GB স্টোরেজ অ 2MP ক্যামেরা। এচফহাড়াও দুটি ফোনেই ব্যাবহার হয়েছে 2000 mAh ব্যাটারি।

Nokia 8110 4G বনাম JioPhone বনাম JioPhone 2 এর সফটওয়্যার

তিনটি ফোনেই KaiOS অপারেটিং সিস্টেম চলবে। Facebook, Whatsapp, Youtube এর মতো সব জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ চলবে এই তিনটি ফোনে। এছাড়াও Google Maps ব্যবহার করে নেভিগেশান ও Google Assistant ব্যবহার করা যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia 8110 or the company's 'banana' phone has been launched to fight in feature phone market

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X