Oneplus 5 আর কয়েকটি ডুয়াল ক্যামেরা স্মার্টফোন

একসাথে দেখে নেওয়া যাক Oneplus 5 ও বাকি ডুয়াল ক্যামেরা স্মার্টফোন গুলি।

|

গত সপ্তাহেই বাজারে এসেছে Oneplus এর নতুন ডুয়াল ক্যামেরা স্মার্টফোন Oneplus 5। 8GB RAM ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা আর 6GB RAM ভ্যারিয়ান্টের দাম ৩২,৯৯৯ টাকা।

Oneplus 5 আর কয়েকটি ডুয়াল ক্যামেরা স্মার্টফোন

OnePlus 5 এর প্রধান আকর্ষন 8GB RAM, 20MP ও 16MP সেন্সর সহ ডুয়াল লেন্স রিয়ার ক্যামেরা, যেটা দিয়ে আপনি তুলতে পারবেন ব্যাকগ্রাউন্ড ব্লার ও বখে যুক্ত পোট্রেট, দারুণ ব্যাটারি লাইফ। ফ্ল্যাগশিপ ফোনের ফিচার হলেও ফোনের দাম কিন্তু ফ্লয়াগশিপ এর মতো নয়। তাই OnePlus 5 নিশ্চয়ই মিডরেঞ্জ ও ফ্ল্যাগশিপ দুই সেগমেন্টেই টক্কর দেবে বলে আশা করা যায়।

OnePlus 5 এর অন্যতম সেরা ফিচার আবশ্যই ফোনের ক্যামেরা। ৪০,০০০ টাকার কম দামের ফোনে দারুণ সেন্সারের সাথে ডুয়াল ক্যামেরা অবশ্যই ফোনের অন্যতম প্রধান সেলিং পয়েন্ট।

দেখে বিভিন্ন দামের কয়েকটি স্মার্টফোন যেগুলিকে বাজারে টক্কর দিতে চলেছে OnePlus এর এই নতুন স্মার্টফোন।

LG G6

LG G6

দাম ৩৯,৯৯০ টাকা

স্পেসিফিকেশান

• ৫.৭ ইঞ্চি (1440 × 2880 pixels) QHD+ LCD ডিসপ্লে সাথে 18:9 aspect ratio, 564 PPI

কোয়াডকোর Snapdragon 821 প্রসেসার সাথে Adreno 530 GPU

• 4GB LPDDR4 RAM

• 32GB / 64GB (UFS 2.0) ইন্টারনাল মেমোরি

• microSD কার্ডের সাহায্যে 2TB পর্যন্ত এক্সপান্ডেবেল মেমোরি

• Android 7.0 (Nougat) সাথে LG UX 6.0, Google Assistant

• 13MP ডুয়াল রিয়ার ক্যামেরা

• 5MP ফ্রন্ট ক্যামেরা

• ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

• ওয়াটার ও ডাস্ট রেসিসট্যান্ট (IP68)

• 4G LTE 3300mAh ব্যাটারি সাথে Qualcomm Quick Charge 3.0

 

Apple iPhone 7 Plus

Apple iPhone 7 Plus

দাম ৫৬,৯৯৯ টাকা

স্পেসিফিকেশান

• ৫.৫ ইঞ্চি Retina HD Display সাথে 3D Touch

• কোয়াড-কোর Apple A10 Fusion Processor

• 2GB RAM সাথে 32/128/256GB ROM

• ফোর্স টাচ টেকনোলজি

• ডুয়াল 12MP ISight ক্যামেরা সাথে OIS

• 7MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা

• Touch ID

• Bluetooth 4.2

• LTE Support

• ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট 2,900 mAh ব্যাটারি

 

LG V20

LG V20

দাম ৩২,৪০০ টাকা

স্পেসিফিকেশান

• ৫.৭ ইঞ্চি (2560×1440 pixels) Quad HD IPS Quantum ডিসপ্লে, 513 ppi

• ২.১ ইঞ্চি (160 x 1040 pixels) IPS Quantum ডিসপ্লে, 513ppi

• কোয়াড-কোর Snapdragon 820 প্রসেসার সাথে Adreno 530 GPU

• 4GB LPDDR4 RAM

• 64GB (UFS 2.0) ইন্টারনাল মেমোরি

• microSD কার্ডের সাহায্যে 2TB পর্যন্ত এক্সপান্ডেবেল মেমোরি


• Android 7.0 (Nougat)

• ডুয়াল সিম (nano+nano)

• 16MP রিয়ার ক্যামেরা

• 8MP সেকেন্ডারি রিয়ার ক্যামেরা

• 5MP ফ্রন্ট ক্যামেরা

• ESS SABRE ES9218 Quad DAC, B&O audio, High AOP Mic

• 4G LTE 3200mAh রিমুভেবেল ব্যাটারি সাথে Quick Charge 3.0

 

Micromax Canvas Dual 5

Micromax Canvas Dual 5

দাম ২৪,৯৯৯ টাকা

স্পেসিফিকেশান

• ৫.৫ ইঞ্চি (1920 x 1080 pixels) Full HD AMOLED ডিসপ্লে সাথে 100% NTSC color gamut অক্টা-কোর Snapdragon 652 প্রসেসার সাথে Adreno 510 GPU

• 4GB LPDDR3 RAM

• 128GB ইন্টারনাল স্টোরেজ

• microSD কার্ডের সাহায্যে এক্সপান্ডেবেল মেমোরি

• Android 6.0 (Marshmallow)

• হাইব্রিড ডুয়াল সিম (nano + nano / micro)

• 13MP (মোনোক্রোম) + 13MP (RGB) রিয়ার ক্যামেরা

• 13MP ফ্রন্ট ক্যামেরা

• 4G VoLTE

• 3200mAh ব্যাটারি সাথে Quick Charge 3.0

 

Honor 8

Honor 8

দাম ১৭,৪৯০ টাকা

স্পেসিফিকেশান

• ৫.২ ইঞ্চি (1920 x 1080 pixels) Full HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে সাথে 96% NTSC color gamut

• অক্টা-কোর Kirin 950 with 16nm প্রসেসার সাথে Mali T880-MP4 GPU

• 3GB RAM সাথে 32GB storage

• 4GB RAM সাথে 32GB / 64GB storage

• microSD কার্ডের সাহায্যে 2TB পর্যন্ত এক্সপান্ডেবেল মেমোরি

• Android 6.0 (Marshmallow)

• হাইব্রিড ডুয়াল সিম (nano + nano/microSD)

• 12MP ডুয়াল রিয়ার ক্যামেরা সাথে ডুয়াল টোন LED ফ্ল্যাশ

• 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা f/2.4 aperture

• 4G LTE 3000mAh (টিপিকাল) / 2900mAh (মিনিমাম) ব্যাটারি সাথে ফাস্ট চার্জিং

 

 Huawi P9

Huawi P9

দাম ২৮,০০০ টাকা

স্পেসিফিকেশান

• ৫.২ ইঞ্চি FHD টাচ স্ক্রিন ডিসপ্লে

• 2.5GHz Kirin 955 কোয়াড-কোর প্রসেসার

• 3/4GB RAM সাথে 32/64GB ROM

• ডুয়াল সিম

• 12MP রিয়ার ক্যামেরা সাথে LED ফ্ল্যাশ

• 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা

• 4G

• Wi-Fi

• Bluetooth 4.1

• USB Tupe-C

• ফিঙ্গারপ্রিন্ট সেন্সর /IR 3000 MAh ব্যাটারি

 

Best Mobiles in India

English summary
OnePlus 5 is a threat to the other dual-lens rear camera phones.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X