Poco F1 আর Asus ZenFone 5Z এর থেকে কতটা ভালো OnePlus 6T?

|

সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus 6T। এই ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট। ২০১৮ সালে প্রায় সব ফ্ল্যাগশিপ ফোনেই এই চিপসেট ব্যবহার হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ভাবে কম দামে Poco F1 আর Asus Zenfone 5Z ফোনেও এই চিপসেট পাওয়া যায়। তবে OnePlus 6T ফোনে রয়েছে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ডিসপ্লের উপরে ছোট টিয়ার ড্রপ নচ এর মতো আকর্ষনীয় ফিচার। OnePlus 6T ফোনের দাম শুরু হচ্ছে ৩৭,৯৯৯ টাকা থেকে। একই চিপসেটে Poco F1 এর দাম শুরু হচ্ছে মাত্র ২০,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে ভারতে Asus ZenFone 5Z ফোন পাওয়া যাচ্ছে ২৪,৯৯৯ টাকা থেকে। নতুন OnePlus 6T স্মার্টফোন Poco F1 বা Asus ZenFone 5Z এর থেকে কতোটা ভালো? নাকী এই ফোন শুধুই মার্কেটিং গিমিক? এক নজরে দেখে নেওয়া যাক।

Poco F1 আর Asus ZenFone 5Z এর থেকে কতটা ভালো OnePlus 6T?

 

OnePlus 6T বনাম Poco F1 বনাম Asus ZenFone 5Z এর দাম

6GB RAM আর 128GB স্টোরেজে OnePlus 6T ফোনের দাম ৩৭,৯৯৯ টাকা 8GB আর 128GB স্টোরেজে OnePlus 6T ফোনের দাম ৪১,৯৯৯ টাকা। আর সর্বোচ্চ 8GB RAM আর 256GB স্টোরেজে মিডনাইট ব্ল্যাক OnePlus 6T ফোনের দাম ৪৫,৯৯৯ টাকা।

ভারতে 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর দাম ২০,৯৯৯ টাকা। 6GB RAM/128GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর দাম ২৩,৯৯৯ টাকা। আর হাই এন্ড 8GB RAM/256GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর দাম ২৮,৯৯৯ টাকা।

Asus Zenfone 5Z এর 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। আর টপ এন্ড 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা। এছাড়াও মাঝে একটি 6GB RAM আর 128GB স্টোরেজের Zenfone 5Z লঞ্চ করেছে Asus। এই ভেরিয়েন্টটির দাম ২৭,৯৯৯ টাকা।

OnePlus 6T বনাম Poco F1 বনাম Asus ZenFone 5Z ডিসপ্লে

OnePlus 6T তে রয়েছে একটি ৬.৪১ ইঞ্চি FHD+, Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। ডিসপ্লের উপরে থাকছে একটি ছোট নচ। এছাড়াও সুরক্ষার জন্য থাকছে লেটেস্ট জেনারেশানের গোরিলা গ্লাস। Poco F1 ফোনে একটি ৬.১ ইঞ্চি FHD+ ডিসপ্লে ব্যবহার হয়েছে। ফোনটি প্লাস্টিক পলিকার্বোনেট দিয়ে বানানো হয়েছে। Asus Zenfone 5Z এ রয়েছে একটি ৬.২ ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে একটি কালো নচ রয়েছে। এর সাথেই ডিসপ্লের উপরে Corning Gorilla Glass এর সুরক্ষা থাকবে।

 

OnePlus 6T বনাম Poco F1 বনাম Asus ZenFone 5Z এর হার্ডওয়্যার

OnePlus 6T এর ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। OnePlus 6T ফোনের ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। এই ফোন থেকে 3.5 মিমি হেডফোন জ্যাক বাদ গেলেও ফোনের সাথেই একটি USB Type-C থেকে 3.5 মিমি জ্যাক কনভার্টার ডঙ্গল দিচ্ছে OnePlus। OnePlus 6T এর ভিতরে রয়েছে একটি 3,700 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য OnePlus 6T তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802ac (ডুয়াল ব্যান্ড, 2.4GHz and 5GHz), Bluetooth v5.0, NFC, GPS/ A-GPS আর একটি USB Type-C (v2.0) পোর্ট।

Poco F1 ফোনের ভিতরে একটি Snapdragon 845 চিপসেট থাকবে। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB/128GB/256GB স্টোরেজ। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। ফোনের সাথে একটি 5V/2A চার্জার দেওয়া হবে।

Asus Zenfone 5Z এর ভিতরে আছে লেটেস্ট Qualcomm Snapdragon 845 চিপসেট। এর সাথেই আছে Adreno 630 GPU, 6GB/8GB RAM আর 64GB/ 128GB/ 256GB ইন্টারনাল স্টোরেজ। এর সাথেই microSD কার্ডের মাধ্যমে ফোনের মেমোরি 2TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। কানেক্টিভিটির জন্য Zenfone 5Z এ থাকছে 4G LTE, Wi-Fi (2.4GHz / 5GHz), Bluetooth 5.0, Wi-Fi Direct, NFC, USB Type-C ও একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। Asus Zenfone 5Z এর ভিতরে থাকবে একটি 3300 mAh ব্যাটারি।

OnePlus 6T বনাম Poco F1 বনাম Asus ZenFone 5Z ক্যামেরা

ছবি তোলার জন্য OnePlus 6T তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারিউ সেন্সার আর একটি ২০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। এই ক্যামেরায় থাকছে বিশেষ ইমেজ স্টেবিলাইজেশান টেকনোলজি। সেলফি তোলার জন্য থাকছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। OnePlus 6T ফোনের তিনটি ক্যামেরাতেই থাকছে Sony সেন্সার।

Poco F1 এ একটি ডুয়াল ক্যামেরা থাকবে। এই ফোনের ডুয়াল ক্যামেরায় একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার ও একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Poco F1 এর সামনে থাকবে একটি ২০ মেগাপিক্সেল ক্যামেরা।

Zenfone 5Z এ থাকবে একটি ডুইয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সার থাকবে। এর সাথেই Asus Zenfone 5Z এর রিয়ার কামেরায় একটি ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার ব্যবহার করা হয়েছে। Zenfone 5Z এর রিয়ার ক্যামেরায় PDAF লেন্স, অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান, রিয়েল টাইম পোট্রেট ও 4K ভিডিও রেকর্ডিং এর সুবিধা থাকবে। Asus Zenfone 5Z এর সামনে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।

OnePlus 6T বনাম Poco F1 বনাম Asus ZenFone 5Z সফটওয়্যার

স্টোরেজ। OnePlus 6T ফোনে চলবে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব OxygenOS স্কিন। আপাতত কোম্পানির MIUI 9.6 সহ Poco F1লঞ্চ হলেও কোম্পানি জানিয়েছে শিঘ্রই এই ফোনে লেটেস্ট MIUI 10 আপডেট পৌঁছে যাবে। একাধিক রিপোর্টে জানা গিয়েছে Poco F1 ফোনে পৌঁছাতে শুরু করেছে MIUI 10 আপডেট। Asus ZenFone 5Z তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম।

Read more about:
English summary
OnePlus 6T vs Xiaomi Poco F1 vs Asus ZenFone 5z: A detailed comparison of OnePlus's new flagship with the mid-range Poco F1 and ZenFone 5z.

Bengali Gizbot আপনাকে নটিফিকেশন পাঠাতে চায়

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more