রিয়েলমি ১ রিভিউঃ দামের প্রতি কতটা সুবিচার করলো বাজেট স্মার্টফোনটি

|

সম্প্রতি ওপ্পো লঞ্চ করেছে তাদের নতুন সাবব্র্যান্ড রিয়েলমি। আর এই রিয়েলমি সাবব্র্যান্ডের প্রথম ফোন কিছুদিন আগেই লঞ্চ হয়েছে ভারতের বাজারে। বাজেট ফোন লঞ্চ করে রেডমি আসুসের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করছে এই চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি। আগামী ২৫ মে থেকে শুরু হবে নতুন এই ফোনের বিক্রি। শুধুমাত্র অ্যামাজনেই পাওয়া যাবে রিয়েলমি ১। আসুন কাছ থেকে দেখা নেওয়া যাক এই বাজেট স্মার্টফোনটি।

 

ডিজাইন

ডিজাইন

রিয়েলমি ১ এর ডিজাইন অনেকটাই কোম্পানির ওপ্পো এফ ৭ এর থেকে অনুপ্রানিত। রিয়েলমি ১ এর রিয়ার প্যানেলটি বেশ আকর্ষনীয়। প্লাস্টিকের তৈরী হলেও ডায়মন্ড কাটিং ডিজাইন দূর থেকে চোখ টানতে বাধ্য। এছাড়াও সোলার রেড রঙের ফোনটি নিঃসন্দেহে মন কাড়বে গ্রাহকদের।

ডিসপ্লে

ডিসপ্লে

এই ফোনের ৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে ঘরের মধ্যে ভালো কাজ করলেও ডিসপ্লের কালার ভাইব্রেন্সি অন্য ফোনের থেকে কম মনে হয়েছে। যদিও খুব ভালো কাজ করেছে এই ফোনের টাচ রেসপন্স। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮৫%। ফলে ভিডিও দেখা, মাল্টিটাস্কিং ও গেমিং এর সময় এই বিরাট স্ক্রিনের মজা নিতে পারবেন গ্রাহকরা।

ক্যামেরা
 

ক্যামেরা

রিয়েলমি ১ এ রয়েছে ১৩ মেগাপিক্সেল f/2.2 অ্যাপারচার রিয়ার ক্যামেরা। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল f/2.2 অ্যাপারচার ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের MediaTek's Helio P60 প্রসেসারে রয়েছে ডিপ লার্নিং ফেসিয়াল ডিটেকশান। এছাড়াও বিভিন্ন জিনিস সনাক্ত করে নিজে থেকে মোড বদল করে দারুন ছবি তুলতে পারে এই ক্যামেরা। এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে আপনার সেলফিকে আরও সুন্দর করে দেওয়ার ক্ষমতা রাখে এই ক্যামেরা। ২৯৬ টি ফেসিয়াল পয়েন্ট সিলেক্ট করে এই এনহাঞ্চমেন্ট করে রিয়েলমি ১। এছাড়াও ফ্রন্ট ক্যামেরাতে গ্রুফ সেলফিতেও এই বিউটিফিকেশান করা সম্ভব।

১৩ মেগাপিক্সেল রিইয়ার ক্যামেরাতেও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট। এআই এর মাধ্যমে কিসের ছবি তোলা হচ্ছে তা ডিটেক্ট করে সেই মতো ক্যামেরার মোড বদল কারে দারুন ছবি তুলতে পারে এই ফোনের ক্যামেরা। আর এই সবকিছুই হয় রিয়েল টাইমে। এর মাধ্যমে আর ন্যাচারাল দেখতে লাগে রিয়েলমি ১ এ তোলা ছবিগুলিকে।

যদিও এতো ফিচার থাকলেও আমাদের টেস্টে এই ক্যামেরা রেডমি নোট ৫ বা রেডমি নোট ৫ প্রো অথবা আসুস জেনফোন ম্যাক্স প্রো এম১ এর মতো ফোনগুলির মতো ছবি তুলতে সক্ষম নয়।

হার্ডওয়ার ও সফটোয়ার

হার্ডওয়ার ও সফটোয়ার

ওপ্পো রিয়েলমি ১ এ রুয়েছে ১২ ন্যানোমিটার এআই সিপিইউ MediaTek Helio P60। এই সিপিইউটি এনার্জি বাঁচিয়েও এই সেগমেন্টের অন্যান্য সিপিইউ এর থেকে ৫০% বেশি শক্তিশালী। এই প্রসেসারের সাথেই রয়েছে 3GB/4GB/6GB RAM। 6GB RAM ভেরিয়েন্টের সাথে রয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ভেরিয়েন্টটি রেডমি, অনর বা আসুসের মতো ব্র্যান্ডের মতো ফোনগুলির সাথে টক্কর দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই ফোনে ওপ্পোর অন্যন্য ফোনের সাথে সফটওয়ারে কোন তফাৎ নেই। এই ফোনে প্রিলোডেড থাকবে লেটেস্ট অ্যাণড্রয়েড ওরিও ৮.১। আর এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব স্কিন কালারওএস ৫.০।

দাম কম রাখার জন্য এই ফোন থেকে বাদ দিতে হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। কিন্তু এই ফোনে রয়েছে ফেস আনলক ফিচার। কোম্পানি জানিয়েছে আপনার মুখে ২৯৬ টি পয়েন্ট ম্যাচ করে তবেই আনলক হবে এই ফোন ফলে সিকিউরিটির সাথে কোনভাবেই আপোষ করা হয়নি এই ফোনের সাথে। এছাড়াও মাত্র ০.১ সেকেন্ডে আনলক হয়ে যাবে ফেস আনলকের মাধ্যমে। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের অভাব এই ফোনকে নিঃসন্দেহে গ্রাহকদের কাছে আকর্ষন কমিয়ে দেবে।

এই বছরেই কম দামে সার্ফেস ট্যাব বাজারে আনবে মাইক্রোসফট: রিপোর্টএই বছরেই কম দামে সার্ফেস ট্যাব বাজারে আনবে মাইক্রোসফট: রিপোর্ট

ব্যাটারি ও কানেক্টিভিটি

ব্যাটারি ও কানেক্টিভিটি

ওপ্পো রিয়েলমি ১ এ রয়েছে 3410 mAh ব্যাটারি। যদিও এই দামে রেডমি নোট ৫ প্রো বা আসুস জেনফোন ম্যাক্স প্রো এম ১ এ রয়েছে অনেক বেশি ব্যাটারি। এছাড়াও এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ব্যাটারি ম্যানেজ হয়।

কোথায় পাওয়া যাবে? কত দাম?

কোথায় পাওয়া যাবে? কত দাম?

তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন রিয়েলমি ১। 3GB RAM+32GB ভেরিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা। 4GB+64GB ভেরিয়েন্ট কিনতে পাওয়া যাবে ১০,৯৯০ টাকা। আর 6GB+128GB ভেরিয়েন্ট কিনতে খরচ করতে হবে ১৩,৯৯৯ টাকা। প্রথম ও শেষ ভেরিয়েন্টটি বিক্রি শুরু হবে আগামী ২৫ মে। দুটি ভেরিয়েন্টই ডায়মন্ড ব্ল্যাক ও সোলার রেড ভেরিয়েন্টে কিনতে পাওয়া যাবে। অন্যদিকে 4GB+64GB স্টোরেজ ভেরিয়েন্টের রিয়েলমি ১ পাওয়া যাবে মুনলাইট সিলভার ও ডায়মন্ড ব্ল্যাক কালার ভেরিয়েন্টে। ভারতে শুধুমাত্র অ্যামাজন ইকমার্স ওয়াবসাইটে পাওয়া যাবে নতুন এই বাজেট ফোন।

Best Mobiles in India

Read more about:
English summary
Realme has unveiled the first budget smartphone Realme 1.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X