Redmi 6 Pro না Redmi Note 5 Pro? কোনটা ভালো?

|

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Redmi 6 সিরিজের ফোনগুলি। এই সিরিজে Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro ফোনফুলি লঞ্চ করেছে শাওমি। ভারতে 3GB RAM/ 32 GB স্টোরেজ আর 4GB RAM/ 64 GB স্টোরেজ ভেরয়েন্টে লঞ্চ হয়েছে Redmi 6 Pro।

Redmi 6 Pro না Redmi Note 5 Pro? কোনটা ভালো?

Redmi 6 Pro তে রয়েছে Snapdragon 625 চিপসেট। Redmi Note 5 ফোনেও একই চিপসেট রয়েছে। Redmi 6 Pro আর Redmi Note 5 Pro ফোনে থাকবে একই রিয়ার ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকবে 4GB পর্যন্ত RAM আর 4000 mAh ব্যাটারি। নতুন Redmi 6 Pro বাজেট কিং Redmi Note 5 Pro এর সাথে প্রতিযোগিতায় কতটা টেক্কা দেবে? দেখে নেওয়া যাক।

দাম

ভারতে 3GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6 এর দাম ১০,৯৯৯ টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজ Redmi 6 কিনতে খরছ হবে ১২,৯৯৯ টাকা। অন্যদিকে 4GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম ১৪,৯৯৯ টাকা আর 6GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম ১৬,৯৯৯ টাকা।

ডিসপ্লে

Redmi 6 Pro তে রয়েছে একটি ৫.৮৪ ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। আগেই জানানো হয়েছে ডিসপ্লের উপরে থাকছে একটি কালো নচ। যদিও Redmi Note 5 Pro ফোনের উপরে কোন নচ থাকছে না। সিম Redmi Note 5 Pro তে রয়েছে ৫.৯৯ ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9।

হার্ডওয়্যার

Xiaomi Redmi 6 Pro এর ভিতরে থাকবে একটি Qualcomm Snapdragon 625 চিপসেট। এর সাথেই থাকবে একটি Adreno 506 GPU। Redmi 6 Pro তে থাকছে 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। অন্যদিকে Redmi Note 5 Pro এ থাকবে তুলনামূলক ভালো চিপসেট। এই ফোনের ভিতরে রয়েছে একটি Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ। দুটি ফোনের ভিতরেই থাকবে 4,000 mAh ব্যাটারি।

ক্যামেরা

Redmi 6 Pro এর পিছনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার ১২ মেগাপিক্সেল। এর সাথেই এই ক্যামেরায় থাকছে ৫ মাগেপিক্সেল সেকেন্ডারি সেন্সার আর একটি LED ফ্ল্যাশ। Redmi 6 Pro এ থাকবে একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই ফোনের AI ফেস আনলক ফিচার কাজ করবে।

রিয়ার ক্যামেরায় সমান হলেও Redmi Note 5 Pro ফোনে রয়েছে ভালো সেলফি ক্যামেরা। Redmi Note 5 Pro তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে একটি ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Best Mobiles in India

Read more about:
English summary
Can Redmi 6 Pro challenge Redmi Note 5 Pro in the budget segment?

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X