রেডমি নোট ৯ প্রো-র বিকল্প! কুড়ি হাজারের কমে এই ফোনগুলিতে পাবেন ৮জিবি র‍্যাম

By Gizbot Bureau
|

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ও রেডমি নোট ৯ প্রো। ১২,৯৯৯ টাকা থেকে রেডমি নোট ৯ প্রো-র দাম শুরু হচ্ছে। বেস ভেরইয়েন্টে ৬জিবি র‍্যাম থাকছে। যদিও ৮জিবি স্টোরেজে এই ফোন কিনতে ১৮,৯৯৯ টাকা খরচ হবে।

ফোনে

এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। যদিও কুড়ি হাজারের কমে আরও অনেক ফোনে ৮জিবি র‍্যাম পাবেন। দেখে নিন সেই স্মার্টফোনগুলি।

ওপ্পো এফ১৫ ৮জিবি র‍্যাম

ওপ্পো এফ১৫ ৮জিবি র‍্যাম

দাম ১৯,৪৮৯ টাকা

  • ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে
  • মিডিয়াটেক হেলিও প৭০ চিপসেট
  • ৮জিবি র‍্যাম, ১২৮জিবি স্টোরেজ
  • ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা
  • ৪,০০০ এমএএইচ ব্যাটারি
  • ভিভো এস১ প্রো

    ভিভো এস১ প্রো

    দাম - ১৮,৩৮৫ টাকা

    • ৬.৩৮ ইঞ্চি ডিসপ্লে
    • স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট
    • ৮জিবি র‍্যাম
    • ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা
    • ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
    • ডুয়াল ৪জি
    • ৪,৫০০ এমএএইচ ব্যাটারি
    • রিয়েলমি এক্স২

      রিয়েলমি এক্স২

      দাম - ১৯,৪৯৯ টাকা

      • ৬.৪ ইঞ্চি ডিসপ্লে
      • স্ন্যাপড্রাগন ৭৩০জি চিপসেট
      • ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
      • ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
      • ডুয়াল ৪জি
      • ৪,০০০ এমএএইচ ব্যাটারি
      • রিয়েলমি ৫ প্রো

        রিয়েলমি ৫ প্রো

        দাম - ১৫,৯৯৯ টাকা

        • ৬.৩ইঞ্চি ডিসপ্লে
        • স্ন্যাপড্রাগন ৭১২ চিপসেট
        • ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা
        • ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
        • ডুয়াল ৪জি
        • ৪,০৩৫ এমএএইচ ব্যাটারি
        • ভিভো জেড১এক্স

          ভিভো জেড১এক্স

          দাম - ১৯,৯৯৯ টাকা

          • ৬.৩৮ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে
          • স্ন্যাপড্রাগন ৭১২ চিপসেট
          • ৬ জিবি র‍্যাম
          • ১২৮ জিবি স্টোরেজ
          • ডুয়াল সিম
          • ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা
          • ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
          • ৪,৫০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
          • রিয়েলমি ৬

            রিয়েলমি ৬

            দাম - টাকা

            • ৬.৬ ইঞ্চি ডিসপ্লে
            • স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট
            • ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
            • ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
            • ডুয়াল ৪জি
            • ৪,৩০০ এমএএইচ ব্যাটারি

Best Mobiles in India

Read more about:
English summary
There are a few other 8GB RAM smartphones under Rs. 20,000 in the Indian market. Brands like Oppo, Vivo, Realme, Vivo, and a few others have rolled out 8GB RAM smartphones that are a perfect competition for the Xiaomi Redmi Note 9 Pro Max.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X