শাওমিকে টেক্কা দিয়ে জনপ্রিয়তম ফোনের তকমা ছিনিয়ে নিল স্যামসাং

By Gizbot Bureau
|

চলতি বছরে বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি এস২০ সিরিজের তিনটি নতুন ফোন। যদিও জনপ্রিয়তায় কোম্পানির ফ্ল্যাগশিপ সিরিজকে টেক্কা দিয়েছে তুলনামূলক কম দামের একটা ফোন। সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে বিশ্বব্যাপী সব থেকে বেশি বিক্রি হয়েছে গ্যালাক্সি এ৫১।

 
শাওমিকে টেক্কা দিয়ে জনপ্রিয়তম ফোনের তকমা ছিনিয়ে নিল স্যামসাং

রেডমি ৮, স্যামসাং গ্যালাক্সি এস২০ প্লাস, গ্যালাক্সি এ১০এস, গ্যালাক্সি এ২০এস এর মতো ফোনগুলিকে পিছনে ফেলে সব থেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তকমা ছিনিয়ে নিয়েছে এই ফোনটি।

বিশ্বব্যাপী বিক্রি হওয়া সব স্মার্টফোনের ২.৩ শতাংশ বাজার দখল করেছে গ্যালাক্সি এ৫১। ১.৮ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে এই তালিকায় দুই নম্বরে রয়েছে শাওমির বাজেট স্মার্টফোন রেডমি ৮। তিন নম্বরে রয়েছে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সিরিজের গ্যালাক্সি এস২০ প্লাস। এই ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে, কোয়াড কোর এক্সিনস ৯৬১১ চিপসেট ও ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ২০২০ সালের জানুয়ারিতে ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল।

 
শাওমিকে টেক্কা দিয়ে জনপ্রিয়তম ফোনের তকমা ছিনিয়ে নিল স্যামসাং

এই ফোনে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ওয়ান ইউআই ২.০ স্কিন চলবে। থাকছে ৬.৫ ইঞ্চি সুপার অ্যামোলেড হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে এক্সিনস ৯৬১১ চিপসেট। ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

এই ফোনের থাকছে একটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। সাথে থাকছে ২৫ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট। দেশের সব অনলাইন ও অফলাইন রিটেল স্টোর থেকেই কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি এ৫১।

Best Mobiles in India

English summary
The Samsung Galaxy A51has easily surpassed various other smartphone models and brands to become the world’s bestselling Android smartphone in Q1 of 2020. It has beat Redmi 8, Redmi Note 8, the Samsung Galaxy S20 Plus, Galaxy A10s, and the Galaxy A20s. While there are a couple of premium features on these other phones,

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X