ফোনের ব্যাটারি ব্যাক আপ বাড়ানোর সহজ কিছু টোটকা

|

রোজই নিত্যনতুন ফোন লঞ্চ হচ্ছে ভারতের বাজারে। ফোন কেনার আগে দেখে খুঁটিয়ে দেখে নেওয়া হচ্ছে সব কনফিগারেশশান। আর এই হাজারো ফোনের মধ্যে অনেক দেখাশুনো করে কষ্ট করে জমানো টাকা দিয়ে একটা ফোন কেনার কিছুনের মধ্যেই কমে যাচ্ছে ফোনের ব্যাটারি ব্যাক আপ। আর তখনই রাগে গালমন্দ শুরু হয়ে যায় ফোনটি যে কোম্পানি বানিয়েছে তাদের প্রতি।

ফোনের ব্যাটারি ব্যাক আপ বাড়ানোর সহজ কিছু টোটকা

কিন্তু অনেক ক্ষেত্রেই ফোনের ব্যাটারি ব্যাক আপ কমে যাওয়ার পিছনে দায়ী আমরাই। এই কয়েকটি সাধারণ পদক্ষেপ গ্রহন করলেই আবার বেড়ে যাবে ফোনের ব্যাটারি ব্যাক আপ।

ডিসপ্লে

যে কোন ফোনে সবথেকে বেশি ব্যাটারি ব্যাবহার করে ফোনের ডিসপ্লে। তাই ফোনের ডিসপ্লের ব্রাইটনেস ফোনের ব্যাটারি ব্যাক আপ এর অন্যতম প্রধান ফ্যাক্টার। তাই ফোনের ডিসপ্লের ব্রাইটনেস যতটা কম রাখবেন ততই বেড়ে যাবে ফোনের ব্যাক আপ। আর কম ডিসপ্লের ব্রাইটনেস আপনার চোখের স্বাস্থ্যের পক্ষেও উপকারী। সাধারণত অন্ধকারে ১০% - ২০% আর দিনের আলোতে ৪০% - ৫০% ডিসপ্লে ব্রাইটনেস আপনার ফোনের ব্যাটারি ও আপনার চোখ দুইয়ের স্বাস্থ্যের জন্যই আদর্শ। তবে মাথায় রাখবেন অটোমেটিক ডিওপ্লে ব্রাইটনেস অপশান অন রাখলেও নষ্ট হয় অনেক ব্যাটারি। তাই চেষ্টা করবেন এই অপশানটি অফ করে রাখতে।

লোকেশান

দ্বিতীয় যে কারণে ফোনের ব্যাটারি জলদি খতম হত তা হল লোকেশানের জন্য জিপিএস এর ব্যাহহার। আপনি যদি সবসময় লোকেশান অন রাখতে চান তবে ব্যাবহার করতে পারেন ব্যাটারি সেভিং মোড। এই মোডে ব্যাবহার হয় না জিপিএস।

রিসেন্ট অ্যাপ

বেশিক্ষন ফোন ব্যাবহারের সময় নিয়মিত ক্লিয়ার করুন আপনার রিসেন্ট অ্যাপগুলি। পিছনে চলতে থাকা এই অ্যাপগুলি অযথা আপনার অজান্তেই আপনার ফোনের ব্যাটারি নষ্ট করে চলে।

অপ্রয়োজনীয় অ্যাপ

যে অ্যাপগুলি ফোনের ব্যাটারি সবথেকে বেশি নষ্ট করে তাদের মধ্যে অন্যতম ফেসবুক অ্যাপ। সম্প্রতি বিশাল আকার ধারন করেছে ফেসবুক অ্যাপটি। আর এই অ্যাপ সারাক্ষণ আপনার অজান্তেই নষ্ট করে চলেছে ফোনের র‍্যাম ও ডাটা। এতে যেমন ফোন স্লো হয়ে যায় তেমনি নষ্ট হয় ফোনের ব্যাটারি। মোবাইল থেকে ফেসবুক করতে ভিজিট করুন m,facebook.com। এই সাইটে গিয়ে আপনার ফোন থেকে একই ভাবে ফেসবুক ব্রাউজ করতে পারবেন। এছাড়াও ফোনের ব্যাটারি ব্যাক আপ বাড়াতে আনইন্সটল করুন আপনার ফোনে থাকা ক্লিনিং অ্যা, ব্যাটারি সেভিং অ্যাপগুলি। কাজের কাজ না করে ব্যাকগ্রাউনন্ডে সবসময় চলে আপনার ফোনের ব্যাটারি নষ্ট করতে ওস্তাদ এই অ্যাপগুলি।

নেটওয়ার্ক সেটিংস

চেষ্টা করুন Wifi দিয়ে ইন্টারনেট ব্যাবহার করতে। 4G এর থেকে Wifi তে ফোনের ব্যাটারি অনেকটাই কম নষ্ট হয়। এছাড়াও দীর্ঘ সময় Wifi তে থাকলে আগেই ফোন থেকে 2G নেটওয়ার্ক সিলেক্ট করে নিন। এতে অনেকটাই ব্যাটারি বাঁচিয়ে নিতে পারবেন।

লঞ্চ হল নতুন Oppo Realme 1: 6GB RAM আর 3410 mAh ব্যাটারিলঞ্চ হল নতুন Oppo Realme 1: 6GB RAM আর 3410 mAh ব্যাটারি

Best Mobiles in India

Read more about:
English summary
How to increase battery backup of your smartphone? Try these few simple steps to increase battery backup significantly.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X