একুশ হাজারের নীচে এই স্মার্টফোনগুলিতে পাবেন 6GB RAM

By GizBot Bureau
|

রোজই বাজারে আসছে নতুন স্মার্টফোন। প্রত্যেক কোম্পানি কম দামে বেশি ফিচার দেওয়ার দাবি করছে। নতুন স্মার্টফোনগুলিতে আরও বড় ডিসপ্লের সাথেই যোগ হয়েছে ডুয়াল ক্যামেরা লেটেস্ট প্রসেসার আর আগের থেকে বেশি RAM।

একুশ হাজারের নীচে এই স্মার্টফোনগুলিতে পাবেন 6GB RAM

এতদিন মিডরেঞ্জ স্মার্টফোন 6GB RAM শুধুই গ্রাহকের স্বপ্ন হয়ে ছিল। 6GB RAM এর ফোন কেনার জন্য অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করতে হত। কিন্তু দিন বদলেছে। এখন তার অর্ধেক দামে 6GB স্মার্টফোন বাজারে পাওয়া যায়। মিডরেঞ্জ সেগমেন্টে একুশ হাজারে 6GB RAM স্মার্টগুলি দেখে নেওয়া যাক।

Poco F1

Poco F1

দাম - ২০,৯৯৯ টাকা

Poco F1 ফোনে একটি ৬.১ ইঞ্চি FHD+ ডিসপ্লে ব্যবহার হয়েছে। ফোনটি প্লাস্টিক পলিকার্বোনেট দিয়ে বানানো হয়েছে। তবে হাই এন্ড 8GB RAM ভেরিয়েন্টে কেভলার ব্যাক ব্যবহার হয়েছে। যা অন্য মেটিলিয়ালের থেকে একটু বেশি মজবুত। Poco F1 ফোনে লিকুইড কুলিং ব্যবহার হয়েছে। কোম্পানি জানিয়েছে PUBG এর মতো গেম খেলার জন্য আদর্শ Poco F1।

Poco F1 ফোনের ভিতরে একটি Snapdragon 845 চিপসেট থাকবে। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB/128GB/256GB স্টোরেজ। ছবি তোলার জন্য Poco F1 এ একটি ডুয়াল ক্যামেরা থাকবে। এই ফোনের ডুয়াল ক্যামেরায় একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার ও একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Poco F1 এর সামনে থাকবে একটি ২০ মেগাপিক্সেল ক্যামেরা।

আপাতত কোম্পানির MIUI 9.6 সহ Poco F1লঞ্চ হলেও কোম্পানি জানিয়েছে শিঘ্রই এই ফোনে লেটেস্ট MIUI 10 আপডেট পৌঁছে যাবে। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। ফোনের সাথে একটি 5V/2A চার্জার দেওয়া হবে। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকেই কেনা যাবে Poco F1।

Asus Zenfone Max Pro 1

Asus Zenfone Max Pro 1

দাম - ১৪,৯৯৯ টাকা

Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি ৫..৯৯ ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট। Redmi Note 5 Pro তে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও থাকছে স্টক অ্যানড্রয়েড ৮.১ অরিও। Asus Zenfone Max Pro 1 এর ভিতরে থাকবে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।

Asus Zenfone Max Pro 1 এর সব ভেরিয়েন্টেই microSD কার্ড স্লট রয়েছে। এই কার্ড ব্যবহার করা ফোনের মেমোরি 2TB পরযন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এছাড়াও ache ডুয়াল সি, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 আর GPS। ফোনের পিছনে থাকছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়াও ফোনের সামনে একটি সেলফি ক্যমেরা থাকবে। Asus Zenfone Max Pro 1 এ আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে কেনা যাবে Asus Zenfone Max Pro 1।

Redmi Note 5 Pro

Redmi Note 5 Pro

দাম - ১৭,৯৯৯ টাকা

ডুয়াল সিম Redmi Note 5 Pro তে রয়েছে 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।

Redmi Note 5 Pro তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে 12MP প্রাইমারি সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে একটি 20MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Redmi Note 5 Pro তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth, GPS/ A-GPS, 3.5মিমি হেডফোন জ্যাক আর Micro-USB পোর্ট। Redmi Note 5 Pro এর ভিতরে রয়েছে একটি বিশাল 4000 mAh ব্যাটারি। Redmi Note 5 Pro এর ওজন 181 গ্রাম। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে কেনা যাবে Redmi Note 5 Pro।

Realme 1

Realme 1

দাম - ১৩,৯৯০ টাকা

Realme 1 রয়েছে ৬ ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ৪০৩ পিপিয়াই এর এই ডিসপ্লে তে দারুন শার্পনেস পাওয়া যাবে।

Realme 1 এ রয়েছে ১২ ন্যানোমিটার এআই সিপিইউ MediaTek Helio P60। এই প্রসেসারের সাথেই রয়েছে 3GB/4GB/6GB RAM। 6GB RAM ভেরিয়েন্টের সাথে রয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনের ব্যাটারি 3410 mAh।

Realme 1 এ রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় পাওয়া যাবে ডিএসেলার এর মতো বোকে এফেক্ট। এছাড়াও Realme 1 এ রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও নতুন এই ফোনে রয়েছে ফেস আনলকের মতো আধুন সব স্মার্টফোনের ফিচার। শুধুমাত্র অ্যামাজন থেকেই কেনা যাবে Realme 1।

Best Mobiles in India

Read more about:
English summary
Poco F1 has 6GB RAM in base variant.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X