৫৯,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে সোনি এক্সপিরিয়া এক্স জেড প্রিমিয়াম : সাথে আরও ১০ টি সেরা স্মার্টফোনের হদিশজ

সোনি বাজারে আনলো তাদের ফ্ল‍্যাগশিপ এক্সপিরিয়া এক্স জেড প্রিমিয়াম। ফোনটির দাম ৫৯,৯৯০ টাকা। দেখে নেওয়া যাক এই দামে আর কি ফোন বাজারে পাওয়া যাচ্ছে এবং তাদের ফিচার।

|

বাজারে এলো সোনির ফ্ল‍্যাগশিপ এক্সপিরিয়া এক্স জেড প্রিমিয়াম। দাম ৫৯,৯৯০ টাকা। ফোনটির ইউ এস পি হল ৪কে এইচডিআর ডিসপ্লে, দুরন্ত ডাউনলোড স্পীড, অসাধারণ লুপ ডিজাইন আর কয়েকটি ইন্টিলিজেন্ট ফিচারের সাথে হাই পারফরনমেন্স ক্যামেরা। বাজারে ফোনটি পাওয়া যাচ্ছে ৫৯,৯৯০ টাকায়। সোনি সেন্টার ছাড়াও ফোনটি পাওয়া যাবে অ্যামাজন আর কিছু রিটেল স্টোরে।

 
৫৯,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে সোনি এক্সপিরিয়া এক্স জেড প্রিমিয়াম

এছাড়াও ফোনটি যারা প্রি-অর্ডার তাদের জন্য দারুন খবর। ফোনটির সাথে তাদেরকে সোনি দিচ্ছে ৮,৯৯০ টাকা দামের একটি সোনি এস আর এস-এক্স বি ২০ এক্কেবারে ফ্রীতে। দারুন ফিচার আর স্পেসিফিকেশন হওয়া সত্ত্বেও ফোনটি কেনার আগে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক এই দামে বাজারের অন্য ফোনগুলিকে।

নীচে থাকলো বাজারের অন্য হাইএন্ড স্মার্টফোনগুলির স্পেসিফিকেশন।

এলজি জি৬

এলজি জি৬

দাম ৩৯,৯৯৯ টাকা

স্পেসিফিকেশন

  • ৫.৬ ইঞ্চি (১৪৪০ x ২৮৮০ পিক্সেল) কিউ এইচডি + এল সি ডি ডিসপ্লে, ডিসপ্লে রেশিও ১৮:৯, ৫৬৪ পিপিআই।
  • কোয়াড-কোর স্ন‍্যাপড্রাগন ৮২১ প্রসেসর, সাথে এদ্রিনো ৫৩০ জিপিউ।
  • ৪ জিবি এলপিডিডিআর ৪ র‍্যাম।
  • ৬৪ জিবি (ইউ এফ এস ২.০) ইন্টারনাল মেমোরি।
  • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি।
  • অ্যানড্রয়েড ৭.০ (নোগাট)।
  • ১৩ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা।
  • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
  • ওয়াটার ও ডাস্ট প্রুফ (আই পি ৬৮)।
  • ৪জি এলটিই।
  • ৩৩০০ এমএইচ ব্যাটারি সাথে কোয়ালকম কুইক চার্জ ৩.০।
  •  

    স‍্যামসাং গ্যালাক্সি এস ৮ প্লাস

    স‍্যামসাং গ্যালাক্সি এস ৮ প্লাস

    দাম ৬৪,৯০০ টাকা

    স্পেসিফিকেশন

    • ৬.২ ইঞ্চি কিউ এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে।
    • অক্টাকোর এক্সিনস ৯/স্ন‍্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর।
    • ৪/৬ জিবি র‍্যাম, ৬৪/১২৮ জিবি রম।
    • ডুয়াল পিক্সেল ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
    • ৮ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
    • আইরিশ স্ক্যানার।
    • ফিঙ্গারপ্রিন্ট।
    • ৩৫০০ এমএইচ ব্যাটারি।
    •  

      এলজি ভি২০
       

      এলজি ভি২০

      দাম ৩৩,৮০০ টাকা

      স্পেসিফিকেশন

      • ৫.৭ ইঞ্চি (২৫৬০ x ১৪৪০ পিক্সেল) কিউ এইচডি আইপিএস কোয়ান্টাম ডিসপ্লে, ৫১৩ পিপিআই।
      • ২.১ ইঞ্চি (১৬০ x ১৪৪০ পিক্সেল) কিউ আইপিএস কোয়ান্টাম ডিসপ্লে, ৫১৩ পিপিআই।
      • কোয়াড-কোর স্ন‍্যাপড্রাগন ৮২০ প্রসেসর, সাথে এদ্রিনো ৫৩০ জিপিউ।
      • ৪ জিবি এলপিডিডিআর ৪ র‍্যাম।
      • ৬৪ জিবি (ইউ এফ এস ২.০) ইন্টারনাল মেমোরি।
      • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি।
      • অ্যানড্রয়েড ৭.০ (নোগাট)।
      • ডুয়াল সিম।
      • ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
      • ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি রিয়ার ক্যামেরা।
      • ৮ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
      • ৪জি এলটিই।
      • ৩২০০ এমএইচ ব্যাটারি সাথে কোয়ালকম কুইক চার্জ ৩.০।
      •  

        আসুস যেনফোন ৩ ডিলাস্ক

        আসুস যেনফোন ৩ ডিলাস্ক

        দাম ৪৯,৯৯৯ টাকা

        স্পেসিফিকেশন

        • ৫.৭ ইঞ্চি (১৯২০x ১০৮০ পিক্সেল) ফুল এইচডি সুপার এমোলেড ডিসপ্লে।
        • কোয়াড-কোর স্ন‍্যাপড্রাগন ৮২০ প্রসেসর, সাথে এদ্রিনো ৫৩০ জিপিউ।
        • ৬ জিবি র‍্যাম।
        • ৬৪/১২৮/২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
        • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যানডেবেল মেমোরি।
        • যেন এউ আই ৩.০ এর সাথে অ্যানড্রয়েড ৬.০ (মার্শমেলো)।
        • ২৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
        • ৮ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
        • ৪জি এলটিই, সাথে ভিওএলটিই।
        • ৩২০০ এমএইচ ব্যাটারি।
        •  

          স‍্যামসাং গ্যালাক্সি সি ৯ প্রো

          স‍্যামসাং গ্যালাক্সি সি ৯ প্রো

          দাম ৩১,৯৯০ টাকা

          স্পেসিফিকেশন

          • ৫.৭ ইঞ্চি (১৯২০x ১০৮০ পিক্সেল) ফুল এইচডি সুপার এমোলেড ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে।
          • অক্টাকোর স্ন‍্যাপড্রাগন ৬৫৩ প্রসেসর, সাথে এদ্রিনো ৫১০ জিপিউ।
          • ৬ জিবি র‍্যাম।
          • ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।
          • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি।
          • অ্যানড্রয়েড ৬.০.১ (মার্শমেলো)।
          • ডুয়াল সিম।
          • ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
          • ১৬ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
          • ৪জি এলটিই।
          • ফাস্ট চারজিং এর সাথে ৪০০০ এমএএইচ ব্যাটারী।
          •  

            এইচটিসি এউ আলট্রা

            এইচটিসি এউ আলট্রা

            দাম ৪৭,৭২৯ টাকা

            স্পেসিফিকেশন

            • ৫.৭ ইঞ্চি (১৪৪০x ২৫৬০ পিক্সেল) কিউ এইচডি সুপার এলসিডি ৫ ডিসপ্লে, সাথে গোরিলা গ্লাস ৫ প্রোটেকসান।
            • ২.০ ইঞ্চি (১৬০x ১৪৪০ পিক্সেল) ৫২০ পিপিআই সুপার এলসিডি ৫ ডিসপ্লে।
            • কোয়াড-কোর স্ন‍্যাপড্রাগন ৮২১ ৬৪ বিট প্রসেসর, সাথে এদ্রিনো ৫৩০ জিপিউ।
            • ৪ জিবি র‍্যাম।
            • ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।
            • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি।
            • অ্যানড্রয়েড ৭.০ (নোগাট), সাথে সেন্স ইউআই।
            • হাইব্রিড ডুয়াল সিম (ন্যানো+ন্যানো/ মাইক্রো এসডি)
            • ১২ মেগাপিক্সেল (আল্ট্রাপিক্সেল ২) রিয়ার ক্যামেরা, সাথে ডুয়াল এলইডি ফ্ল্যাশ।
            • ১৬ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
            • ৪জি এলটিই।
            • ৩০০০ এমএইচ ব্যাটারি সাথে কোয়ালকম কুইক চার্জ ৩.০।
            •  

              স‍্যামসাং গ্যালাক্সি এস ৮

              স‍্যামসাং গ্যালাক্সি এস ৮

              দাম ৫৭,৯০০ টাকা

              স্পেসিফিকেশন

              • ৫.৮ ইঞ্চি কিউ এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে।
              • অক্টাকোর এক্স৮নস ৯/স্ন‍্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর।
              • ৪/৬ জিবি র‍্যাম, ৬৪/১২৮ জিবি রম।
              • ওয়াই ফাই।
              • এনএফসি।
              • ডুয়াল পিক্সেল ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
              • ৮ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
              • আইরিশ স্ক্যানার।
              • ফিঙ্গারপ্রিন্ট।
              • ৩৫০০ এমএইচ ব্যাটারি।
              •  

                 অ্যাপেল আইফোন ৭

                অ্যাপেল আইফোন ৭

                দাম ৪৪,৭৪৯ টাকা

                স্পেসিফিকেশন

                • ৪.৭ ইঞ্চি (১৩৩৪ x ৭৫০ পিক্সেল) আইপিএস ৩২৬ পিপিআই ডিসপ্লে, ১৪০০ঃ১ কনট্রাস্ট রেসিও, থ্রিডি টাচ।
                • কোয়াড-কোর এ১০ ফিউসান ৬৪ বিট প্রসেসার, সাথে ৬ কোর জিপিএউ, এম ১০ মোশান কো- প্রসেসার।
                • ২ জিবি র‍্যাম।
                • ৩২/১২৮/২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
                • আই অএস ১০।
                • ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
                • ৭ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
                • টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টিরিও স্পীকার।
                • ৪জি এলটিই, সাথে ভিওএলটিই।
                • ১৯৬০ এমএএইচ ব্যাটারি।
                •  

                  সোনি এক্সপিরিয়া এক্স জেড এস

                  সোনি এক্সপিরিয়া এক্স জেড এস

                  দাম ৪৪,৭৪৯ টাকা

                  স্পেসিফিকেশন

                  • ৫.২ ইঞ্চি (১৯২০ x ১০৮০ পিক্সেল) ট্রাইলুমিনাস ডিসপ্লে।
                  • কোয়াড-কোর স্ন‍্যাপড্রাগন ৮২০ ৬৪ বিট প্রসেসর, সাথে এদ্রিনো ৫৩০ জিপিউ।
                  • ৪ জিবি র‍্যাম।
                  • ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।
                  • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি।
                  • অ্যানড্রয়েড ৭.০ (নোগাট)।
                  • ডুয়াল সিম।
                  • ওয়াটার রেসিসন্টান্ট (আইপি ৬৫/ আইপি ৬৮)
                  • ১৯ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
                  • ১৩ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
                  • ডিএসইই এইচ এস্ক, এলডিএসি, ডিজিটাল নয়েজ ক্যানসেলিং।
                  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
                  • ৪জি এলটিই।
                  • ২৯০০ এমএইচ ব্যাটারি সাথে কুনভোর অ্যাডাপটিভ চারজিং টেকনোলজি।
                  •  

                    গুগুল পিক্সেল এস্কএল

                    গুগুল পিক্সেল এস্কএল

                    দাম ৫৪,০০০ টাকা

                    স্পেসিফিকেশন

                    • ৫.৫ ইঞ্চি কিউ এইচডি এমোলেড ডিসপ্লে।
                    • ২.১৫ গিগাহার্জ স্ন‍্যাপড্রাগন ৮২১ কোয়াড-কোর প্রসেসর।
                    • ৪ জিবি র‍্যাম।
                    • ৩২/১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
                    • ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, সাথে এলইডি ফ্ল্যাশ।
                    • ৮ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
                    • সিঙ্গেল ন্যানো সিম।
                    • ইউএসবি টাইপ সি।
                    • ৪জি এলটিই, সাথে ভিওএলটিই, এনএফসি, ব্লুটুথ।
                    • ৩৪৫০ এমএইচ ব্যাটারি।
                    •  

Best Mobiles in India

Read more about:
English summary
Moreover, those who pre-ordered the smartphone would be getting a Sony SRS-XB20 Wireless Bluetooth Speaker worth Rs. 8,990 for free. The Xperia XZ Premium boasts some impressive features and specifications, but you should be aware of the other high-end phones in the market as well.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X