সম্প্রতি ভারতে দামী হয়েছে এই ভিভো স্মার্টফোনগুলি

By Gizbot Bureau
|

১ এপ্রিল থেকে স্মার্টফোনে জিএসটি ১২ শতাংশ থেকে বেড়ে ১৮ শতাংশ হয়েছে। এই কারণে স্মার্টফোনের দাম বাড়িয়েছে প্রায় স্মার্টফোন কোম্পানি। একই পথে হেঁটে বিভিন্ন স্মার্টফোনের নতুন দাম ঘোষণা করেছে ভিভো। সরকারের পণ্য পরিষেবা কর বৃদ্ধির কারণে ভারতে এই ভিভো স্মার্টফোনগুলির দাম বেড়েছে।

ভিভো ভি১৭

ভিভো ভি১৭

২,০০০ টাকা দাম বেড়ে ২৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে ভিভো ভি১৭। ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। এই ফোনে রয়েছে একটি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ভিভো এস১

ভিভো এস১

ভিভো এস১-এ রয়েছে মিডিয়াটেক হিলিও পি৬৫ চিপসেট। সঙ্গে রয়েছে ৪গব র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ। ২,০০০ টাকা দাম বেড়ে ১৭,৯৯০ টাকায় এই ফোন পাওয়া যাচ্ছে।

ভিভো এস১ প্রো
 

ভিভো এস১ প্রো

ভিভো এস১ প্রোতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট। সঙ্গে রয়েছে ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ। এই ফোনের দামও ২,০০০ টাকা বেড়েছে। ২০,৯৯০ টাকা দামে পাওয়া যাচ্ছে এই ফোন।

ভিভো ওয়াই১৯

ভিভো ওয়াই১৯

৪গব র‍্যাম + ১২৮জিবি স্টোরেজে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই১৯। ১,০০০ টাকা বেড়ে ১৪,৯৯০ টাকা দামে পাওয়া যাচ্ছে এই ফোন।

ভিভো ওয়াই৯১আই ২জিবি র‍্যাম

ভিভো ওয়াই৯১আই ২জিবি র‍্যাম

২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজের এই ফোনের দাম ১,০০০ টাকা বেড়ে হয়েছে ৭,৯৯০ টাকা। এই ফোনে ডুয়াল ক্যামেরা ও ওয়াটার ড্রপ স্টাইল নচ রয়েছে।

ভিভো ওয়াই১৫

ভিভো ওয়াই১৫

এই ফোনে রয়েছে মিডিয়াটেক হিলিও পি২২ চিপসেট। ৪জিবি র‍্যাম ও ৬৪গব স্টোরেজের এই ফোন কিনতে আগের থেকে ১,০০০ টাকা বেশি খরচ হবে। ভিভো ওয়াই১৫ কিনতে ১২,৯৯০ টাকা খরচ হবে।

Best Mobiles in India

English summary
Vivo has also increased the GST price of its smartphones. Here are the latest official prices of the Vivo smartphone.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X