Just In
ভবিষ্যতে ভারতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোনগুলি
করোনাভাইরাসের কারণে চলতি বছরের শুরুতেই বাতিল হয়েছিল মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্ট। এর পরেই একে একে বিভিন্ন কোম্পানির অনলাইন ইভেন্টে স্মার্টফোন লঞ্চ শুরু করেছিল। লকডাউনের কারণে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি থমকে গেলেও একের পর এক নতুন স্মার্টফোন বাজারে আসছে। এর মধ্যে কিছু ডিভাইস ভারতে লঞ্চ হতে পারে।

বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই লঞ্চ হলেও এখনও ভারতে আসেনি এই ফোনগুলি। শাওমি, রিয়েলমি ও অনর সহ একাধিক চিনা স্মার্টফোন কোম্পানির নতুন ফোন বাজারে এসেছে। যা শীঘ্রই ভারতে আসবে। দেখে নিন এই স্মার্টফোনগুলি।

অনর এক্স১০
৬.৫৩ ইঞ্চি ডিসপ্লে সহ এই ৫জি ফোন লঞ্চ করেছিল অনর। এই ফোনে রয়েছে অক্টা-কোর প্রসেসর, ৪,২০০ এমএএইচ ব্যাটারি ও পপ-আপ সেলফি ক্যামেরা।

ওপ্পো ফাইন্ড এক্স২
৬.৭ ইঞ্চি কিউএইচডিপ্লাস ডিসপ্লে সহ এই ফোন লঞ্চ হয়েছিল। এই ফোনে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির কালারওএস স্কিন চলবে। থাকছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ১২জিবি র্যাম ও ৪,২০০ এমএএইচ ব্যাটারি।

ওপ্পো ফাইন্ড এক্স২ প্রো
ওপ্পো ফাইন্ড এক্স২ প্রো তে ফাইন্ড এক্স২'র প্রায় সব ফিচার থাকছে। সঙ্গে রয়েছে ৪,২৬০ এমএএইচ ব্যাটারি৬৫ ওয়াট ফাস্ট চার্জিং।

রিয়েলমি এক্স৩
রিয়েলমি এক্স৩ প্রোতে থাকতে পারে ৬.৫৭ ইঞ্চি ডিসপ্লে, কোয়াড ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ডুয়াল হোল-পাঞ্চ সেলফি ক্যামেরা ও ৪,১০০ এমএএইচ ব্যাটারি।

রিয়েলমি এক্স৩ সুপারজুম
এই ফোনে রিয়েলমি এক্স৩'র থেকে ভালো ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় ৬০এক্স জুম থাকতে পারে। যদিও এখনও বাজারে আসেনি রিয়েলমি এক্স৩ ও রিয়েলমি এক্স৩ সুপার জুম।

নোকিয়া ৫.৩
মিডরেঞ্জ সেগমেন্টের এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। থাকছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট ৪,০০০ এমএএইচ ব্যাটারি ও একাধিক দুর্দান্ত ফিচার।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190