Just In
- 21 hrs ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 1 day ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 3 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 3 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
১১ হাজারে সেরা পাঁচটি ফেস আনলক ফিচারের স্মার্টফোন
কয়েক বছর আগেও স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ছিল কল্পবিজ্ঞানের গল্প। কিন্তু গত কয়েক বছরে প্রায় সব স্মার্টফোনেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ হয়েছে। গত বছর iPhone X এর হাত ধরে ফেস আনলক টেকনোলজি স্মার্টফোনের দুনিয়ায় প্রবেশ করেছে। এর পর থেকেই স্মার্টফোন কোম্পানিগুলি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পরিবর্তে ফেস আনলক ফিচার যোগ করেছে। iPhone X এর মতো হাই এন্ড ডিভাইসে ফেস আনলকের জন্য ডেডিকেটেড সেন্সার থাকলেও কম দামের ফোনগুলিতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফোনের ফেস আনলক ফিচার কাজ করছে।
সম্প্রতি প্রায় সব বাজেট ফোনেই এই ফেস আনলক ফিচার দেখা গিয়েছে। এই সব ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফেস আনলক ফিচার কাজ করে। এমনকি কয়েকটি পুরনো ফোনে সফওয়্যার আপডেটের মাধ্যমে ফেস আনলক ফিচার যোগ হয়েছে। কিছু বাজেট ফোনে দাম কম রাখার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বাদ দেওয়া হয়েছে। আসুন দেখে নি সম্প্রতি লঞ্চ হওয়া পাঁচটি বাজেট স্মার্টফোন যেগুলিতে ফেস আনলক ফিচার রয়েছে।

Realme 1
দাম - ১০,৯৯০ টাকা থেকে শুরু
Realme 1 এর পিছনে রয়েছে ফাইবার বডি। যার ফিনিশ খানিকটা হিরের মতো দেখতে। নতুন এই ফোনের সামনে রয়েছে ৬ ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ৪০৩ পিপিয়াই এর এই ডিসপ্লে তে দারুন শার্পনেস পাওয়া যাবে।
ফোনের ভিতরে রয়েছে MediaTek MT6771 প্রসেসার। আগেই জানানো হয়েছে 3GB RAM ও 32GB স্টোরেজ, 4GB RAM আর 64GB স্টোরেজ, 6GB RAM আর 128GB স্টোরেজ তিনটি স্টোরেজ ও RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন এই ফোনটি। Realme 1 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১, এর উপরেই চলবে কোম্পানি নিজস্ব কালারওএস ৫.০। ফোনের ব্যাটারি 3410 mAh।
Realme 1এ রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় পাওয়া যাবে ডিএসেলার এর মতো বোকে এফেক্ট। এছাড়াও Realme 1 এ রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও নতুন এই ফোনে রয়েছে ফেস আনলকের মতো আধুনিক সব স্মার্টফোনের ফিচার। যদিও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না নতুন Realme 1 এ।

Asus Zenfone Max Pro 1
দাম - ১০,৯৯৯ টাকা থেকে শুরু
Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি ৫..৯৯ ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট। Redmi Note 5 Pro তে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও থাকছে স্টক অ্যানড্রয়েড ৮.১ অরিও। Asus Zenfone Max Pro 1 এর ভিতরে থাকবে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।
Asus Zenfone Max Pro 1 এর সব ভেরিয়েন্টেই microSD কার্ড স্লট রয়েছে। এই কার্ড ব্যবহার করা ফোনের মেমোরি 2TB পরযন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এছাড়াও ache ডুয়াল সি, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 আর GPS। ফোনের পিছনে থাকছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়াও ফোনের সামনে একটি সেলফি ক্যমেরা থাকবে। Asus Zenfone Max Pro 1 এ আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Redmi Y2
দাম - ৯,৯৯৯ টাকা থেকে শুরু
Redmi Y2 এ আছে ৫.৯৯ ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এর সাথেই এই ফোনে আছে জনপ্রিয় Snapdragon 625 চিপসেট। সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কারর্ডের মাধ্যমে যা 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
Redmi Y2 তে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল। সাথে রয়েছে ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। আর রয়েছে সেলফি তোলার জন্য একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট ও ফেস আনলক ফিচার থাকবে এই ফ্রন্ট ক্যামেরায়। এছাড়াও 4G VoLTE, Wi-Fi, Bluetooth 4.2, GPS, ট্রিপল SIM সিম স্লট আছে এই ফোনে। ফোনের ব্যাটারি 3080 mAh। ফোনে রয়েছে অ্যানড্রয়েড ওরিও ৮.১। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব স্কিন MIUI ৯.৫।

Honor 7A
দাম - ৮,৯৯৯ টাকা
Honor 7A তে রয়েছে ৫.৭ ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে। ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এছাড়াও Honor 7A এর ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসার 3GB RAM আর 32GB ইন্টারনাল স্টোরেজ। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে ফোনের মেমোরি।
Honor 7A তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় আছে একটি ১৩ মেগাপিক্সেল ও একটি ২ মেগাপিক্সেল সেন্সার। এছাড়াও এই বাজেট ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়েই ফোনের ফেস আনলক ফিচার কাজ করে।
Honor 7A তে প্রিলোডেড থাকবে অয়ানড্রয়েড ওরিও। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.0 স্কিন। এছাড়াও এই ফোনে রয়েছে টার্বো চার্জড স্পিকার, 3000 mAh ব্যাটারি আর ডুয়াল ব্লুটুথ সাপোর্ট।

Honor 7C
দাম - ৯,৯৯৯ টাকা থেকে শুরু
Honor 7C তে রয়েছে রয়েছে ৫.৯৯ ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে। ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। Honor 7C তে রয়েছে একটু বেশি পাওয়ারফুল স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসার। সাথে রয়েছে 3GB/4GB RAM আর 32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনেও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে মেমোরি।
Honor 7C তেও রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় আছে একটি ১৩ মেগাপিক্সেল ও একটি ২ মেগাপিক্সেল সেন্সার। Honor 7C তে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সাথে রয়েছে সেলফি ফ্ল্যাশ। এছাড়াও আর রয়েছে রয়েছে ফেস আনলক ফিচার। এছাড়াও এই ফোনে রয়েছে 3000 mAh ব্যাটারি।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190