এই মুহুর্তের সেরা ৫টি ট্রেন্ডিং স্মার্টফোন

|

এখন প্রায় প্রতিদিনই লঞ্চ হচ্ছে নতুন স্মার্টফোন। কোন ফোনের ক্যামেরা ভালো তো কোন ফোনের ব্যাটারি। আর নতুন ফোন কেনার আগে এতো নতুন ফোন দেখে ঘাবড়ে যাচ্ছেন আপনি। এতো ফোনের মধ্যেই কোন ফোনটি আপনার জন্য আদর্শ তা বুঝতে চুল ছিড়তে হচ্ছে আপনাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে দেখে নিন সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া এই মুহুর্তে বাজারে ট্রেন্ডিং ৫টি স্মার্টফোন।

OnePlus 6

OnePlus 6

দামঃ ৩৪,৯৯৯ টাকা

লেটেস্ট ওয়ানপ্লাস ৬ এ রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি ১৬ মেগাপিক্সেল ও সেকেন্ডারী ২০ মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে ৪৮০ ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র ০.৪ সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন।

ওয়ানপ্লাস ৬ এ রয়েছে 3300 mAh ব্যাটারি। এর সাথেই রয়েছে কোম্পানির জনপ্রিয় ড্যাশ চার্জিং টেকনোলজি। কোম্পানির দাবি মাত্র ৩০ মিনিটের চার্জে এই ফোন সারাদিন চলতে সক্ষম।

Honor 10
 

Honor 10

দামঃ ৩২,৯৯৯ টাকা

Honor 10 এ রয়েছে ৫.৮৪ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। এই ডিসপ্লেতে রয়েছে মিনিমাম বেজেল আর টপ নচ।

Honor 10 এর ভিতরে রয়েছে অক্টাকোর HiSilicon Kirin 970 চিপসেট। এই চিপসেটে রয়েছে চারটি 2.36GHz Cortex-A73 আর চারটি 1.8GHz Cortex-A53 কোর। এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রসেসিং এর জন্য রয়েছে একটি ডেডিকেটেড নিউরাল প্রসেসিং উইনিট।

এর সাথেই নতুন এই ফ্ল্যাগশিপে রয়েছে 6GB RAM আর 128GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও অন্য একটি ভেরিয়েন্টে রয়েছে 6GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Honor 10 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরার প্রাইমারী সেন্সারটি ১৬ মেগাপিক্সেল আর সেকেন্ডারি সেন্সারটি ২৪ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সার। এই ক্যামেরা লো লাইটে ভালো ছবি তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও Honor 10 এর সামনে রয়েছে ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এছাড়াও নতুন এই ফোনে থাকছে USB Type-C, ৩.৫মিমি হেডফোন জ্যাক। আর এই ফোনে প্রিলোডেড থাকবে লেটেস্ট অ্যানড্রয়েড ৮.১ ওরিও। ফোনের ব্যাটারি 3,400 mAh।

Nokia 6.1

Nokia 6.1

দামঃ ১৮,৯৯৯ টাকা

নোকিয়া ৬.১ এ রয়েছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসার, 4GB RAM আর 64GB ইন্টারনার স্টোরেজ। যদিও মাইক্রোএডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে এই ফোনের মেমোরি। নোকিয়া ৬.১ এ প্রি-লোডেড থাকবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১।

নোকিয়া ৬ (২০১৮) এ রয়েছে ১৬ মেগাপিক্সেল ডুয়াল রিয়ের ক্যামেরা। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর সাথেই রয়েছে VoLTE, Wifi ও অন্যান্য সব কানেক্টিভিটির সুবিধা।

Huawei P20 Lite

Huawei P20 Lite

দামঃ ১৯,৯৯৯ টাকা

Huawei P20 Lite এ রয়েছে প্রি-লোডেড অ্যান্ড্রয়েড ওরিও ৮.০। P20 Lite এ রয়েছে ৫.৮৪ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। এই ফোনের ভিতরে রয়েছে HiSilicon Kirin 659 চিপসেট। সাথে রয়েছে 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ।

P20 Lite এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। প্রাইমারী সেন্সার 16MP আর 2MP সেকেন্ডারি ক্যামেরা রয়েছে এই ডুয়াল রিয়ার ক্যামেরায়। এছাড়াও রয়েছে 24MP সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরায় রয়েছে অ্যাপেলের অ্যানিমজির মতো এআর ইমোজি ফিচার। এছাড়াও এই ফোনে রয়েছে ৩ডি ফেস রিকগনিশান ফিচার। P20 Lite এ রয়েছে 3000mAh ব্যাটারি।

Realme 1

Realme 1

দামঃ ৮,৯৯৯ টাকা

রিয়েলমি ১ এর পিছনে রয়েছে ফাইবার বডি। যার ফিনিশ খানিকটা হিরের মতো দেখতে। নতুন এই ফোনের সামনে রয়েছে ৬ ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ৪০৩ পিপিয়াই এর এই ডিসপ্লে তে দারুন শার্পনেস পাওয়া যাবে।

ফোনের ভিতরে রয়েছে MediaTek MT6771 প্রসেসার। আগেই জানানো হয়েছে তিনটি স্টোরেজ ও র‍্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন এই ফোনটি। রিয়েলমি ১ এ প্রিলোডেড থাকবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১। এছাড়া উপরেই চলবে কোম্পানি নিজস্ব কালারওএস ৫.০। ফোনের ব্যাটারি 3410 mAh।

রিয়েলমি ১ এ রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় পাওয়া যাবে ডিএসেলার এর মতো বোকে এফেক্ট। এছাড়াও রিয়েলমি ১ এ রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও নতুন এই ফোনে রয়েছে ফেস আনলকের মতো আধুন সব স্মার্টফোনের ফিচার। যদিও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না নতুন রিয়েলমি ১ এ।

Best Mobiles in India

Read more about:
English summary
To make your shopping decision easy, we have boiled down a list of smartphones that are trending right now.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X