OnePlus 6 থেকে Redmi Y2, Amazon-এ সেরা পাঁচটি স্মার্টফোন

By GizBot Bureau
|

অ্যামাজন ও ফ্লিপকার্টে অনলাইনে স্মার্টফোন বিক্রির জনপ্রিয়তা অন্য মাত্রায় পৌঁছেছে। এই দুই ই-কমার্স ওয়েবসাইটেই সারা বছরই ডিস্কাউন্ট অফার চলতে থাকে। এছাড়াও আজকাল বেশিরভাগ স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা তাদের স্মার্টফোন নির্দিষ্ট কোন একটি ইকমার্স ওয়েবসাইটে লঞ্চ করে। এর ফলে সেই ফোন কেনার ইচ্ছা থাকলে অ্যামাজন বা ফ্লিপকার্ট ছাড়া গতি থাকে না। আসুন দেখে নি অ্যামাজনে বিক্রি হওয়া সেরা পাঁচটি স্মার্টফোন।

Redmi Y2

Redmi Y2

দাম শুরু ৯,৯৯৯ টাকা থেকে

Redmi Y2 এ আছে ৫.৯৯ ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এর সাথেই এই ফোনে আছে জনপ্রিয় Snapdragon 625 চিপসেট। সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কারর্ডের মাধ্যমে যা 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

Redmi Y2 তে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল। সাথে রয়েছে ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। আর রয়েছে সেলফি তোলার জন্য একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে এই ক্যামেরায়। এছাড়াও 4G VoLTE, Wi-Fi, Bluetooth 4.2, GPS, ট্রিপল SIM সিম স্লট আছে এই ফোনে। ফোনের ব্যাটারি 3080 mAh। ফোনে রয়েছে অ্যানড্রয়েড ওরিও ৮.১। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব স্কিন MIUI ৯.৫।

OnePlus 6
 

OnePlus 6

দাম শুরু ৩৪,৯৯৯ টাকা থেকে

ডুয়াল সিম ওয়ানপ্লাস ৬ এ প্রিলোডেড থাকবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১। ওয়ানপ্লাস ৬ এ রয়েছে ৬.২৮ ইঞ্চি FHD+ full Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ওয়ানপ্লাস ৬ এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার সাথে 6GB/8GB RAM আর Adreno 630 GPU।

লেটেস্ট ওয়ানপ্লাস ৬ এ রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি ১৬ মেগাপিক্সেল ও সেকেন্ডারী ২০ মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে ৪৮০ ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র ০.৪ সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন।

ওয়ানপ্লাস ৬ এ রয়েছে 3300 mAh ব্যাটারি। এর সাথেই রয়েছে কোম্পানির জনপ্রিয় ড্যাশ চার্জিং টেকনোলজি। কোম্পানির দাবি মাত্র ৩০ মিনিটের চার্জে এই ফোন সারাদিন চলতে সক্ষম।

RealMe 1

RealMe 1

দাম শুরু ১০,৯৯০ টাকা থেকে

RealMe 1 এর পিছনে রয়েছে ফাইবার বডি। যার ফিনিশ খানিকটা হিরের মতো দেখতে। নতুন এই ফোনের সামনে রয়েছে ৬ ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ৪০৩ পিপিআই এর এই ডিসপ্লে তে দারুন শার্পনেস পাওয়া যাবে।

ফোনের ভিতরে রয়েছে MediaTek MT6771 প্রসেসার। আগেই জানানো হয়েছে তিনটি স্টোরেজ ও RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন এই ফোনটি। RealMe 1 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১। এছাড়া উপরেই চলবে কোম্পানি নিজস্ব কালারওএস ৫.০। ফোনের ব্যাটারি 3410 mAh।

RealMe 1 এ রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় পাওয়া যাবে ডিএসেলার এর মতো বোকে এফেক্ট। এছাড়াও RealMe 1 এ রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও নতুন এই ফোনে রয়েছে ফেস আনলকের মতো আধুন সব স্মার্টফোনের ফিচার। যদিও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না নতুন রিয়েলমি ১ এ।

Redmi 5

Redmi 5

দাম শুরু ৮,৯৯৯ টাকা থেকে

Redmi 5 এ রয়েছে ৫.৭০ ইঞ্চি HD+ ডিসপ্লে। Redmi 5 এর ভিতরে থাকছে একটি 1.8GHz অক্টাকোর প্রসেসার। এর সাথেই থাকবে 3GB RAM আর 32GB স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে এই ফোনের মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে। এর সাথেই Redmi 5 এ থাকছে একটি 12MP রিয়ার ক্যামেরা ও একটি 5MP ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Redmi 5 এ থাকবে Wi-Fi, GPS, Bluetooth, USB OTG, FM, 3G ও 4G। এর সাথেই Redmi 5 এর ভিতরে থাকবে একটি 3300 mAh ব্যাটারি।

 

Moto G6

Moto G6

দাম শুরু ১৩,৯৯৯ টাকা থেকে

Moto G6 এ রয়েছে 5.7 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে রয়েছে 1.8GHz অক্টাকোর Snapdragon 450 চিপসেট, Adreno 506 GPU, 32GB / 64GB ইন্টারনাল স্টোরেজ আর 3GB / 4GB RAM। Moto G6 এ চলবে স্টক Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম। Moto G6 এ থাকবে ডুয়াল সিম সাপোর্ট। Moto G6 এর পিছনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় রয়েছে একটি 12MP প্রাইমারী সেন্সার আর 5MP সেকেন্ডারী সেন্সার আর ফোনের পিছনে থাকবে একটি ডুয়াল টোন ফ্ল্যাশ। আর ফোনের সামনে থাকবে একটি 165MP ফ্রন্ট ক্যামেরা আর একটি LED ফ্ল্যাশ।

মাইক্রো এস ডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত বাড়িয়ে নাওয়া যাবে এই ফোনের স্টোরেজ। কানেক্টিভিটির জন্য নতুন Moto G6 এ থাকবে 4G LTE, WI-Fi, USB Type-C, NFC, 3.5মিমি হেডফোন জ্যাক আর Bluetooth 4.2। এছাড়াও ফোনের ভিতরে আছে একটি 3000mAh ব্যাটারি। এই ফোনে থাকবে টার্বো চার্জিং এর সুবিধা। ইন্ডিগো আর সিলভার কালার অপশানে পাওয়া যাবে নতুন Moto G6।

Best Mobiles in India

English summary
Top five selling smartphones you can consider purchasing from Amazon India

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X