Just In
এক নজরে বিশ্বের সেরা দশটি স্মার্টফোন কোম্পানি
ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। এর পরেই রয়েছে স্যামসাং ও অন্যান্য চিনা কোম্পানিগুলি। যদিও ভারতের স্মার্টফোন বাজারে অনেকটাই পিছিয়ে রয়েছে অ্যাপেল। তবে বিশ্বব্যাপী এই চেহারাটা আলাদা। কখনও ভেবে দেখেছেন বিশ্বের সেরা স্মার্টফোন ব্র্যান্ড কোনগুলি? বিশ্বের সেরা দশটি স্মার্টফোন ব্র্যান্ডে নজর রাখা যাক।

১। স্যামসাং
গোটা বিশ্বের স্মার্টফোন বাজারে এক নম্বর স্থানে রয়েছে স্যামসাং। বিশ্বের স্মার্টফোন বাজারের ২১.৩ শতাংশ দখল করে রয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
২। হুয়াওয়েই
মোট স্মার্টফোন বিক্রির নিরিখে বিশ্বে দুই নম্বরে রয়েছে চিনের স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়েই। বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারের ১৫.৮ শতাংশ দখল করে রয়েছে বিতর্কিত চিনা কোম্পানিটি।
৩। অ্যাপেল
সম্প্রতি গোটা বিশ্বে অ্যাপেল আইফোনের জনপ্রিয়তা ক্মতে শুরু করেছে। তাই স্মার্টফোন বাজারে তিন নম্বরে নেমে এসেছে ক্যালিফোর্নিয়ার কোম্পানিটি। এই মুহুর্তে বিশ্বব্যাপী বিক্রি হওয়া মোট স্মার্টফোনের ১০.৩ শতাংশ অ্যাপেল আইফোন।
৪। শাওমি
ভারতে এক নম্বরে থাকলেও বিশ্বের স্মার্টফোন বাজারে চার নম্বরে রয়েছে শাওমি। বিশ্বের স্মার্টফোন বাজারের ৯ শতাংশ সখল করে রয়েছে বেজিং এর কোম্পানিটি।
৫। ওপ্পো
পাঁচ নম্বরে রয়েছে ওপ্পো। কোম্পানির বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে শেয়ার ৮.১ শতাংশ।
৬। ভিভো
বিশ্ব বাজারের ৭.৫ শতাংশ দখল করে বিশ্বের ছয় নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ভিভো।
৭। লিনোভো (সাথে মোটোরোলা)
৬ শতাংশ মার্কেট শেয়ার সহ বিশ্বের সপ্তম বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড লিনোভো (সাথে মোটোরোলা)।
৮। এলজি
২.২ শতাংশ মার্কেট শেয়ার সহ বিশ্বের অষ্টম বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড এলজি।
৯। এইচএমডি
এই মুহুর্তে নয় নম্বরে রয়েছে নোকিয়ার প্যারেন্ট কোম্পানি এইচএমডি।
১০। রিয়েলমি
গত বছর লঞ্চ হলেও ভারত ও চিনের স্মার্টফোন বাজারে দুর্দান্ত সাফল্যের ফলে ইতিমধ্যেই প্রথম দশে উঠে এসেছে চিনের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470