হদিশ রইলো ভারতের সেরা কিছু স্মার্টফোনের

এক নজরে ভারতের সেরা কিছু স্মার্টফোন।

|

সম্প্রতি ভারতের বাজারে এসেছে অনেক নতুন স্মার্টফোন। Xiaomi, Motorola, Samsung এর মতো ব্র্যান্ড যেমন প্রতি মাসের বাজারে আনছে তাদের নতুন স্মার্টফোন তেমনি বহুদিন পরে আবার Nokia 3,5 আর 6 এর হাত ধরে স্মার্টফোনের বাজারে ফিরেছে Nokia।

হদিশ রইলো ভারতের সেরা কিছু স্মার্টফোনের

এতো নিত্যনতুন ফোনের বাজারে কি করে বুঝবেন কোন ফোনটি কেমন? পকেটে টাকা নিয়ে ফোন কিনতে গিয়ে গুলিয়ে যাচ্ছে সবকিছু? iPhone 7 কিনবেন না Samsung Galaxy S8, অথবা Oneplus 5? সব কনফিউশান দূর করতে নিচে দেখে নিন বাজারের সেরা কিছু স্মার্ট্টফোনের স্পেসিফিকেশান।

Nokia 6

Nokia 6

দাম ১৪,৯৯৯ টাকা

স্পেসিফিকেশন

  • ৫.৫ ইঞ্চি (১৯২০x ১০৮০ পিক্সেল) Full HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে, সাথে 450nits ব্রাইটনেস ।
  • অক্টাকোর Snapdrogon 430 প্রসেসর, সাথে Adreno 505 জিপিউ।
  • 3/4GB RAM, 32/64GB ইন্টারনাল স্টোরেজ।
  • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 128GB পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি।
  • অ্যানড্রয়েড 7.1.1 (নোগাট)।
  • ডুয়াল সিম ।
  • ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
  • ৮ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
  • 4G LTE।
  • 3000mAh ব্যাটারী।
  •  

    Samsung Galaxy J7 Pro

    Samsung Galaxy J7 Pro

    দাম ২০,৯০০ টাকা

    স্পেসিফিকেশন

    • ৫.৫ ইঞ্চি (১৯২০x ১০৮০ পিক্সেল) Full HD 2.5D সুপার অ্যা মোলেড ডিসপ্লে ।
    • 1.6ghZ Exynos 7870 অক্টাকোর প্রসেসার।
    • 3GB RAM, 64GB ইন্টারনাল স্টোরেজ।
    • ডুয়াল সিম ।
    • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
    • ১৩ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
    • 4G LTE/WiFi।
    • Samsung Pay।
    • 3600mAh ব্যাটারী।
    •  

      Xiaomi Redmi Note 4

      Xiaomi Redmi Note 4

      দাম ১০,৯৯৯ টাকা

      স্পেসিফিকেশন

      • ৫.৫ ইঞ্চি (১৯২০x ১০৮০ পিক্সেল) Full HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে।
      • অক্টাকোর Snapdragon 625 প্রসেসর, সাথে Adreno 5.6 জিপিউ।
      • 2/3GB RAM, 32GB ইন্টারনাল স্টোরেজ।
      • 4GB RAM, 64GB ইন্টারনাল স্টোরেজ।
      • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 128GB পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি।
      • অ্যানড্রয়েড 6.0.1 (মার্শমেলো), MIUI 8।
      • হাইব্রিড ডুয়াল সিম (মাইক্রো + ন্যানো / মাইক্রো এসডি )।
      • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
      • ৫ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
      • 4G VoLTE।
      • 4100mAh ব্যাটারী।
      •  

        Nokia 5

        Nokia 5

        দাম ১২,৮৯৯ টাকা

        স্পেসিফিকেশন

        • ৫.২ ইঞ্চি HD IPS ডিসপ্লে।
        • অক্টাকোর Snapdragon 430 প্রসেসর।
        • 2GB RAM, 16GB ইন্টারনাল স্টোরেজ।
        • ডুয়াল সিম ।
        • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
        • ৮ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
        • 4G VoLTE/WiFi।
        • Dolby DiGital।
        • 3000mAh ব্যাটারী।
        •  

           Nokia 3

          Nokia 3

          দাম ৯,৪৯৯ টাকা

          স্পেসিফিকেশন

          • ৫ ইঞ্চি (১০৮০X৭২০ পিক্সেল) HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে, সাথে 450nits ব্রাইটনেস ।
          • কোয়াডকোর 1.3GHz MediaTek MT6737 প্রসেসর, সাথে Mali t720 MP1 জিপিউ।
          • 2GB RAM, 16GB ইন্টারনাল স্টোরেজ।
          • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 128GB পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি।
          • অ্যানড্রয়েড 7.0 (নোগাট)।
          • ডুয়াল সিম ।
          • ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
          • ৮ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
          • 4G VoLTE।
          • 2650mAh ব্যাটারী।
          •  

            Xiaomi Redmi 4A

            Xiaomi Redmi 4A

            দাম ৫,৯৯৯ টাকা

            স্পেসিফিকেশন

            • ৫ ইঞ্চি (১০৮০X৭২০ পিক্সেল) Full HD IPS ডিসপ্লে।
            • 1.4GHz কোয়াডকোর Snapdragon 425 প্রসেসার, সাথে Adreno 308 জিপিইউ।
            • 2GB RAM, 16GB ইন্টারনাল স্টোরেজ।
            • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 128GB পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি।
            • অ্যানড্রয়েড 6.0 (মার্শমেলো), সাথে MIUI8।
            • ডুয়াল সিম ।
            • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
            • ৫ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
            • 4G VoLTE।
            • 3030mAh ব্যাটারী।
            •  

              Samsung Galaxy S8

              Samsung Galaxy S8

              দাম ৫৭,৯০০ টাকা

              স্পেসিফিকেশন

              • ৫.৮ ইঞ্চি QHD+ Super AMOLED ডিসপ্লে।
              • Snapdragon 835 প্রসেসার।
              • 4/6GB RAM, 64/128GB ইন্টারনাল স্টোরেজ।
              • ডুয়াল সিম ।
              • ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
              • ৮ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
              • 4G VoLTE।
              • 3000mAh ব্যাটারী।
              •  

                Apple iPhone 7

                Apple iPhone 7

                দাম ৪২,৯৯৯ টাকা

                স্পেসিফিকেশন

                • ৫.৫ ইঞ্চি Retina HD ডিসপ্লে, সাথে 3D টাচ।
                • কোয়াডকোর Apple A10 ফিউশান প্রসেসার।।
                • 2GB RAM, 32/64/128GB ইন্টারনাল স্টোরেজ।
                • Force Touch ডিসপ্লে।
                • ডুয়াল ১২ মেগাপিক্সেল iSight রিয়ার ক্যামেরা।
                • ৭ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা।
                • Touch ID।
                • Bluetooth 4.2।
                • 4G VoLTE।
                •  

Best Mobiles in India

English summary
Recently we have seen a lot of smartphones getting launched in India. Other than brands like Xiaomi, Moto and Samsung, Nokia has also made a comeback with Nokia 3, 5 and 6.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X