শীঘ্রই ভারতে আসছে এই স্মার্টফোনগুলি

By Gizbot Bureau
|

নতুন বছরের শুরু হতেই নতুন স্মার্টফোন লঞ্চের জন্য কোমর বেঁধে নেমেছে সব জনপ্রিয় কোম্পানি। বাজেট, মিডরেঞ্জ ও প্রিমিয়াম, সব সেগমেন্টেই নতুন স্মার্টফোন লঞ্চ হবে। ৪ ফেব্রুয়ারি পোকো এক্স২ -এর হাত ধরে এই যাত্রা শুরু হবে। এর পর একে একে সব কোম্পানি তাদের নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ করবে। এক নজরে সেই স্মার্টফোনগুলির সম্ভাব্য স্পেসিফিকেশন দেখে নিন।

পোকো এক্স২

পোকো এক্স২

  • ৬.৭ ইঞ্চি ডিসপ্লে
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ চিপসেট
  • অ্যানড্রয়েড ১০
  • ১২৮জিবি স্টোরেজ
  • ৪,৫০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
  • অ্যাসুস ৭যেড

    অ্যাসুস ৭যেড

    • ৬.৫ ইঞ্চি ডিসপ্লে
    • স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট
    • ৮ জিবি র‍্যাম
    • ২৫৬ জিবি স্টোরেজ
    • ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
    • ৬,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
    • ওয়ানপ্লাস ৮ লাইট

      ওয়ানপ্লাস ৮ লাইট

      • ৬.৪ ইঞ্চি
      • ৪৮ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
      • ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
      • ৪,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
      • রিয়েলমি এক্স৩ প্রো

        রিয়েলমি এক্স৩ প্রো

        • ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে
        • ১২০ হার্জ ডিসপ্লে
        • স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট
        • ১০৮ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ক্যামেরা
        • ৬৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
        • ২৫৬ জিবি স্টোরেজ
        • ৫,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
        • রেডমি কে ৩০

          রেডমি কে ৩০

          • ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে
          • অ্যানড্রয়েড ১০
          • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ চিপসেট
          • ৮ জিবি র‍্যাম
          • ২৫৬ জিবি স্টোরেজ
          • ৬৪ মেগাপিক্সেল +৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা
          • ২০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
          • ৪,৫০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
          • আইফোন এসই ২

            আইফোন এসই ২

            • ৪.৭ ইঞ্চি ডিসপ্লে
            • এ১৩ বায়োনিক চিপ
            • ৩ জিবি র‍্যাম
            • ৬৪গব স্টোরেজ
            • স্পেস গ্রে, লাল, ও সিলভার রঙ
            • ২০ মেগাপিক্সেল + ২০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
            • ৩,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি

Best Mobiles in India

English summary
The list of devices that we have shared is the most talked smartphones of 2020. As we are inching closer to the launch dates of these phones, we are getting to know the detailed specs of them.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X