২০২০ সালে এই ফোনগুলি লঞ্চ করবে মোটোরোলা

By Gizbot Bureau
|

২০১৯ একের পর এক স্মার্টফোন লঞ্চ করে ঘুড়ে দাঁডিয়েছিল মোটোরোলা। চলতি বছরেই লঞ্চ হয়েছে কোম্পানির প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন। ফ্লিপকার্ট, আমাজন ও অন্যান্য অনলাইন স্টোর থেকে ২০১৯ সালে মোটরোলার বিভিন্ন স্মার্টফোন মুড়ি মুড়কির মতো বিক্রি হয়েছে। ২০২০ সালে এই ফোনগুলি লঞ্চ করতে পারে কোম্পানিটি।

মোটোরোলা পি৪০

মোটোরোলা পি৪০

  • ৬.২ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট
  • ৬জিবি র‍্যাম, ১২৮জিবি স্টোরেজ
  • ৪৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল ক্যামেরা
  • ৪১৩২ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
  • মোটোরোলা ই৭

    মোটোরোলা ই৭

    • ৬.৩ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
    • অক্টা কোর প্রসেসর
    • অ্যানড্রয়েড পাই
    • ১৩ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ক্যামেরা
    • ৩৩০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
    • মোটোরোলা জেড৪ প্লে

      মোটোরোলা জেড৪ প্লে

      • ৬.২২ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে
      • অ্যানড্রয়েড পাই
      • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট
      • ৬জিবি র‍্যাম, ১২৮জিবি স্টোরেজ
      • ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা
      • ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
      • ৩৬০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
      • মোটোরোলা ওয়ান প্রো

        মোটোরোলা ওয়ান প্রো

        • ৬.২ ইঞ্চি ডিসপ্লে
        • স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট
        • ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা
        • ৩৫০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
        • মোটোরোলা পি৪০ প্লে

          মোটোরোলা পি৪০ প্লে

          • ৫.৬ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
          • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট
          • ৬জিবি র‍্যাম, ১২৮জিবি স্টোরেজ
          • ১৩ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ক্যামেরা
          • ৩৫০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
          • মোটোরোলা পি৪০ পাওয়ার

            মোটোরোলা পি৪০ পাওয়ার

            • ৬.২ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
            • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট
            • ৬জিবি র‍্যাম, ১২৮জিবি স্টোরেজ
            • ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ক্যামেরা
            • ৪০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
            • মোটোরোলা মোটো এক্স৫

              মোটোরোলা মোটো এক্স৫

              • ৫.৯ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
              • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট
              • ৪জিবি র‍্যাম, ৬৪জিবি স্টোরেজ
              • ১২ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
              • ১৬ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
              • ৩৩০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
              • মোটোরোলা মোটো জি৯ প্লাস অথবা জি১০

                মোটোরোলা মোটো জি৯ প্লাস অথবা জি১০

                • ৬ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
                • ১৬ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
                • ৪১ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
                • ৫০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি
                • মোটোরোলা সি২ প্লাস

                  মোটোরোলা সি২ প্লাস

                  • ৫.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
                  • ৩ জিবি র‍্যাম
                  • ৪০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি

Best Mobiles in India

English summary
The list that we have shared comes with upcoming Motorola smartphones that could launch sometime in 2020.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X