আগামি বছর বাজারে আসতে চলেছে 8GB RAM এর স্মার্টফোন

এবার স্মার্টফোনেও পাওয়া যাবে 8GB RAM।

|

স্মার্টফোন ইন্ডাস্ট্রির ইতিহাসে ২০১৭ একটি স্বরনীয় বছর। এই বছর যেমন অনেক নতুন ফোন এসেছে তেমনি স্মার্টফোন কোম্পানিগুলি আরো ভাল হার্ডওয়ার তৈরীতে ব্যাস্ত। তাই ২০১৮ সাল স্মার্টফোন ইতিহাসে আরও একটি গুরুত্বপুর্ণ বছর হতে চলেছে।

২০১৮ তেই আসতে চলেছে 8GB RAM এর স্মার্টফোন

২০১৬ সালে সাড়া জাগিয়ে প্রথম বাজারে আসে 6GB RAM এর স্মার্টফোন। যদিও আজ অনেক ফোনেই দেখা যায় এই ধরনের হার্ডওয়ার। তাই RAM এর শক্তি আরো বাড়াতে ব্যাস্ত তাবড় ফোন কোম্পানিগুলি।

যদিও এখনই Oneplus ও Asus এর কিছু ফোন পাওয়া যায় যাতে 8GB RAM রয়েছে। আশা করা যার আগামি বছর অন্য কোম্পানির ফোনেও পাওয়া যাবে এই ফিচার। নতুন টেকনলজির আবিস্কারের সাথে সাথে বাজারে আসবে নিত্যনতুন স্মার্টফোন। আসুন দেখে নেওয়া যাক ২০১৮ সালে বাজারে আসতে চলা তেমনি কিছু নতুন স্মার্টফোন যেগুলিতে 8GB RAM থাকার সম্ভাবনা রয়েছে।

OnePlus 6

OnePlus 6

কি স্পেশিফিকেশান হতে পারে?

  • ৫.৯ ইঞ্চি IPS Display
  • ডুয়াল ফ্রন্ট শার্ক গ্রিল ডিজাইন স্পিকার
  • 20.7 MP রিয়ার ক্যামেরা
  • 8MP ফ্রন্ট ক্যামেরা
  • 64GB স্টোরেজ
  • 6/8/10 GB RAM
  • হেপ্টিক পাওয়ার ও ভলিউম বাটন
  • 3500 mAh ব্যাটারি
  •  

    Xiaomi Mi 7

    Xiaomi Mi 7

    কি স্পেশিফিকেশান হতে পারে?

    • ৫.৩ ইঞ্চি IPS LCD 2160 X 4096 পিক্সেল ডিসপ্লে
    • Android,7.0 Nougat
    • কোয়াড কোর প্রসেসার
    • 6/8/10GB RAM
    • Qualcomm Snapdragon 820 প্রসেসার
    • 21MP রিয়ার ক্যামেরা
    • 8MP সেলফি ক্যামেরা
    • 3500 mAh ব্যাটারি
    •  

      Samsung Galaxy S9

      Samsung Galaxy S9

      কি স্পেশিফিকেশান হতে পারে?

      • ৫.৭ ইঞ্চি Super AMOLED (Corning Gorilla Glass 5) 2160 x 3840 পিস্কেল ডিসপ্লে
      • Android,7.0 Nougat
      • অক্টাকোর প্রসেসার
      • 6/8/10 GB RAM
      • 64/128 GB স্টোরেজ
      • 16MP রিয়ার ক্যামেরা
      • 8MP ফ্রন্ট ক্যামেরা
      • 4200 mAh ব্যাটারি
      •  

        LG G7

        LG G7

        কি স্পেশিফিকেশান হতে পারে?

        • ৫.৭ ইঞ্চি AMOLED 1440 x 2880 পিক্সেল ডিসপ্লে
        • Android 7.1.1
        • 6/8/10GB RAM
        • অক্টাকোর প্রসেসার
        • Snapdragon প্রসেসার
        • 64/128GB স্টোরেজ
        • 13MP রিয়ার ক্যামেরা
        • 8MP ফ্রন্ট ক্যামেরা
        • 4000 mAh ব্যাটারি
        •  

          LeEco Le Max 3

          LeEco Le Max 3

          কি স্পেশিফিকেশান হতে পারে?

          • ৫.৭ ইঞ্চি IPS LCD 1440 x 2560 পিক্সেল ডিসপ্লে
          • কোয়াডকোর প্রসেসার
          • 6/8/10 GB RAM
          • Qualcomm Snapdragon 821 MSM8996
          • 64GB স্টোরেজ
          • 13MP ক্যামেরা
          • 16MP ফ্রন্ট ক্যামেরা
          • 3900mAh ব্যাটারি
          •  

            Xiaomi Mi MIX 2

            Xiaomi Mi MIX 2

            কি স্পেশিফিকেশান হতে পারে?

            • ৬.৪ ইঞ্চি IPS LCD 1080 x 2040 পিস্কেল ডিসপ্লে
            • লেটেস্ট Android
            • অক্টাকোর প্রসেসার
            • 6/8/10 GB RAM
            • Qualcomm Snapdragon 835 MSM8998 প্রসেসার
            • 128 GB স্টোরেজ
            • 16 MP ক্যামেরা
            • 8MP ফ্রন্ট ক্যামেরা
            • 4500 mAh ব্যাটারি
            •  

              Samsung Galaxy C10 Plus

              Samsung Galaxy C10 Plus

              কি স্পেশিফিকেশান হতে পারে?

              • ৬.২ ইঞ্চি AMOLED ডিসপ্লে
              • লেটেস্ট Android
              • ২টি কোয়াডকোর প্রসেসার
              • 6/8/10 GB RAM
              • Qualcomm Snapdragon 660 প্রসেসার
              • 3250 mAh ব্যাটারি
              •  

                Huawei Mate 10

                Huawei Mate 10

                কি স্পেশিফিকেশান হতে পারে?

                • ৬.০ ইঞ্চি IPS-NEO LCD 1080 x 2040 পিস্কেল ডিসপ্লে
                • লেটেস্ট Android
                • অক্টাকোর প্রসেসার
                • 6/8/10 GB RAM
                • HiSilicon Kirin 960 প্রসেসার
                • 128 GB স্টোরেজ
                • 20 MP ক্যামেরা
                • 8MP ফ্রন্ট ক্যামেরা
                • 3500 mAh ব্যাটারি
                •  

                  Asus Zenfone 4 Deluxe

                  Asus Zenfone 4 Deluxe

                  কি স্পেশিফিকেশান হতে পারে?

                  • ৫.৫ ইঞ্চি Super AMOLED 1080 x 2040 পিস্কেল ডিসপ্লে
                  • লেটেস্ট Android
                  • কোয়াডকোর প্রসেসার
                  • 6/8/10 GB RAM
                  • 128 GB স্টোরেজ
                  • 16 MP ক্যামেরা
                  • 8MP ফ্রন্ট ক্যামেরা
                  • 3500 mAh ব্যাটারি
                  •  

                    Samsung Galaxy note 8

                    Samsung Galaxy note 8

                    কি স্পেশিফিকেশান হতে পারে?

                    • ৬.৪ ইঞ্চি Super AMOLED 4K 3840 x 2160 পিস্কেল ডিসপ্লে
                    • লেটেস্ট Android
                    • অক্টাকোর প্রসেসার
                    • 6/8/10 GB RAM
                    • Qualcomm Snapdragon প্রসেসার
                    • 64/128 GB স্টোরেজ
                    • 16 MP ক্যামেরা
                    • 13MP ক্যামেরা
                    • 4000 mAh ব্যাটারি
                    •  

Best Mobiles in India

Read more about:
English summary
The smartphone manufacturers are now offering handsets with 8GB RAM. Asus and OnePlus have already launched smartphones wit 8GB RAM and more companies should follow the same path in the coming days.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X