মার্চে ভারতে আসছে এই স্মার্টফোনগুলি

By Gizbot Bureau
|

বছরের অন্যান্য মাসের মতোই মার্চের ভারতে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ হবে। বাজেট থেকে প্রিমিয়াম সব সেগমেন্টেই ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করবে তাবড় কোম্পানিটি। এর মধ্যে বেশিরভাগ কোম্পানি নিজের স্মার্টফোন লঞ্চের দিন জানিয়ে দিয়েছে। গত মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠান বাতিল হয়েছিল। করোনাভাইরাস সংক্রমণের কারণে বছরের সবথেকে বড় মোবাইল ইভেন্ট বাতিল করতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। এই অনুষ্ঠান থেকে বিভিন্ন স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা ছিল। সেই ফোনগুলি ধীরে ধীরে বাজারে আসতে শুরু করছে।

ইনফিনিক্স এস৫ প্রো

ইনফিনিক্স এস৫ প্রো

৫ মার্চ এই ফোন লঞ্চ হবে। এই ফোনের পিছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। থাকছে ১৬ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা। এই ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ইনফিনিক্সের নতুন ফোনে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে।

রেডমি নোট ৯

রেডমি নোট ৯

১২ মার্চ লঞ্চ হবে রেডমি নোট ৯। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। থাকতে পারে একটি ৯০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে।

রিয়েলমি ৬

রিয়েলমি ৬

৯,৯৯৯ টাকা দামে এই ফোন লঞ্চ হতে পারে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে। ফোনের পিছনে থাকবে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে।

রিয়েলমি ৬

রিয়েলমি ৬

১৩,৯৯৯ টাকা দামে এই ফোন লঞ্চ হতে পারে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে। থাকবে ডুয়াল সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকবে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে।

মটোরোলা রেজার ২০১৯

মটোরোলা রেজার ২০১৯

এই ফোনে রয়েছে একটি ফোল্ডেবল ডিসপ্লে। এটাই কোম্পানির প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন চিপসেট। মাল্টিটাস্কিংয়ের জন্য এই ফোনে একাধিক প্রিমিয়াম ফিচার ব্যবহার হয়েছে। ফোনের বাইরে একটি ছোট ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লে থেকে ফোনের ভাঁজ না খুলেই নোটিফিকেশন দেখে নেওয়া যাবে।

Best Mobiles in India

English summary
We have added five best devices that will get along your way in March 2020. Find out each phone in details and go for purchasing once they arrive.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X