২০১৯ সালে লঞ্চ হবে এই স্মার্টফোনগুলি

By Gizbot Bureau
|

স্মার্টফোনের দুনিয়ায় আরও একটি উল্লেখযোগ্য বছর হতে চলেছে ২০১৯। গত কয়েক বছরের মতোই এই বছরেও একাধিক আকর্ষনীয় স্মার্টফোন নিয়ে আসছে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানিগুলি। গুগল, অ্যাপেল, ওয়ানপ্লাস, শাওমি মোটোরোলা সব কোম্পানিগুলি নতুন বছরে আকর্ষনীয় ডিজাইনের স্মার্টফোন নিয়ে আসছে। এছাড়াও ২০১৯ সালের শেষের দিকে বাজারে আসবে একের পর এক ৫জি স্মার্টফোন।

২০১৯ সালে লঞ্চ হবে এই স্মার্টফোনগুলি

মে মাসে বাজারে আসছে ওয়ানপ্লাস ৭ প্রো। এই ফোনে রয়েছে একটি ৯০ হার্টজ ডিসপ্লে। এছাড়াও নচ বিহীন ডিসপ্লের জন্য এই ফোনে পপ আপ সেলফি ক্যামেরা ব্যবহার করেছে চিনের কোম্পানিটি। এই প্রথম কোন ফ্ল্যাগশিপ ফোনে পপ আপ সেলফি ক্যামেরা দেখা যাবে। ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা।

নতুন বছরে মোটোরোলার বাজি যেড৪। এই ফোনে থাকবে সার্কুলার ক্যামেরা। তবে এই ফোনের পিছনে একটি মাত্র ক্যামেরা ব্যবহার করতে পারে কোম্পানিটি। ফোনের পিছনে ১৬ পিন কানেক্টার ব্যবহার করে এই ফোনে একাধিক মড ব্যবহার করা যাবে। এছাড়াও বাজারে আসবে গুগল পিক্সেল ৩এ মোটোরোলা ওয়ান ভিশানের মতো ফোনগুলি।

ওয়ানপ্লাস ৭ প্রো

ওয়ানপ্লাস ৭ প্রো

  • ৬.৬ ইঞ্চি অপটিক অ্যামোলেড ডিসপ্লে।
  • অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে অক্সিজেন ওএস স্কিন।
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট।
  • ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
  • ১৬ মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা।
  • ৪০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
  • গুগল পিক্সেল ৩এ এক্সএল

    গুগল পিক্সেল ৩এ এক্সএল

    • ৬ ইঞ্চি আইপিএস ডিসপ্লে।
    • অ্যানড্রয়েড পাই।
    • স্ন্যানপড্রাগন ৭১০ চিপসেট।
    • ৪জিবি র‍্যাম।
    • ১২.২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
    • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
    • ৩৭০০ মিলি অয়াম্প আওয়ার ব্যাটারি।
    • মোটোরোলা যেড ৪
       

      মোটোরোলা যেড ৪

      • ৬.২২ ইঞ্চি ডিসপ্লে।
      • অ্যানড্রয়েড পাই।
      • স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট
      • ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা
      • ৩৬০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
      • ওয়ানপ্লাস ৭

        ওয়ানপ্লাস ৭

        • ৬.২ ইঞ্চি অপটিক অ্যামোলেড ডিসপ্লে।
        • অ্যানড্রয়েড পাই।
        • স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট।
        • ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা।
        • ৪১৫০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
        • পিক্সেল ৩এ

          পিক্সেল ৩এ

          • ৫.৬ ইঞ্চি ওলেড ডিসপ্লে।
          • স্ন্যাপড্রাগন ৬৭০ চিপসেট।
          • ৩,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
          •  

            মোটোরোলা ওয়ান ভিশান

            মোটোরোলা ওয়ান ভিশান

            • ৬.২ ইঞ্চি ডিসপ্লে।
            • অ্যানড্রয়েড পাই।
            • অক্টাকোর প্রসেসার।
            • ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা।
            • ৩৫০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।

Best Mobiles in India

English summary
Upcoming smartphones to wait for in 2019: OnePlus 7 Pro, Google Pixel 3a XL, Motorola Moto Z4 and more

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X