আপনার পরবর্তী স্মার্টফোনে থাকতে পারে ইসরোর তৈরি এই প্রযুক্তি

By Gizbot Bureau
|

সম্প্রতি গ্লোবাল পজিশনিং ও ন্যাভিগেশনের জন্য নতুন ন্যাভআইসি প্রযুক্তি নিয়ে এসেছিল ইসরো। আমেরিকার জিপিএস, রাশিয়ার গ্লোনাস, চিনের বেইডু ও ইউরোপিয়ান ইউনিয়নের গ্যালিলিওর মতো গ্লোবাল পজিশনিং সিস্টেমকে টেক্কা দিতে ভারতের বাজি ন্যাভআইসি। সম্প্রতি জনপ্রিয় মার্কিন চিপসেট প্রস্তুতকারী কোম্পানি কোয়ালকম স্মার্টফোনের জন্য একাধিক নতুন ৪জি চিপসেট লঞ্চ করেছে। নতুন এই চিপসেটগুলিতে ইসরোর তৈরি ন্যাভআইসি সাপোর্ট থাকছে।

আপনার পরবর্তী স্মার্টফোনে থাকতে পারে ইসরোর তৈরি এই প্রযুক্তি

ন্যাভআইসি সাপোর্ট সহ কোয়ালকম ৭২০জি, ৬৬২ ও ৪৬০ চিপসেট নিয়ে এসেছে কোয়ালকম। বাজেট সেগমেন্ট ও মিডরেঞ্জ সেগমেন্টের ফোনে নতুন এই চিপসেটগুলি ব্যবহার হবে। ইতিমধ্যেই নতুন এই চিপসেট ব্যবহার করে স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে জনপ্রিয় চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা শাওমি ও রিয়েলমি।

জিপিএস-এর থেকেও নির্ভুলভাবে কাজ করবে ইসরোর তৈরি ন্যাভআইসি। ইসরোর তৈরি এই প্রযুক্তি গোটা বিশ্বে ৫ মিটার পর্যন্ত নির্ভুল লোকেশন জানাতে পারবে। ন্যাভআইসিতে থাকছে ডুয়াল ব্যান্ড (এস ও এল ব্যান্ড) সাপোর্ট। যদিও জনপ্রিয় মার্কিন প্রযুক্তি জিপিএস-এ থাকছে শুধুমাত্র এল ব্যান্ড সাপোর্ট। এই কারণেই জিপিএস-এর থেকে অনেকটা এগিয়ে থাকবে ন্যাভআইসি।

বিশ্বব্যাপী ৮ টি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ন্যাভআইসি কাজ করবে। তিনটি নতুন কোয়ালকম চিপসেটে ন্যাভআইসি ব্যবহার করেই ন্যাভিগেশন সার্ভিস ব্যবহার করা যাবে।

ভারতের পরিবেষের কথা মাথায় রেখে বিশেষভাবে ন্যাভআইসি প্রযুক্তি তৈরি করেছে ইসরো। ঘন বসতি পূর্ণ অঞ্চলেও সঠিক লোকেশন দেখাবে এই ন্যাভিগেশন সার্ভিস। যে সব এলাকায় কানেক্টিভিটির সমস্যা রয়েছে সেখানেও ন্যাভআইসি সঠিক লোকেশন দেখাবে।

ড্রাইভিংয়ের সময় ন্যাভআইসি ব্যবহার করেই প্রতিটি টার্নের সঠিক নির্দেশ পাওয়া যাবে। ইতিমধ্যেই ভারতের বায়ুসেনা আরও ভালো লোকেশন সার্ভিসের জন্য যুদ্ধবিমানে এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে।

Best Mobiles in India

Read more about:
English summary
Upcoming Smartphones In India Will Have A ISRO Made Technology

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X