৮জিবি র‍্যাম সহ চলতি বছর ভারতে আসছে এই ফোনগুলি

By Gizbot Bureau
|

বিগত কয়েক বছরে স্মার্টফোন স্পেসিফিকেশনের বিপ্লব এসেছে। এখন বেশিরভাগ স্মার্টফোনেই থাকছে ৮জিবি র‍্যাম। তুলনামূলক কম দামের এই ফোনগুলিতে প্রিমিয়াম অভিজ্ঞতা পাওয়া যাবে। ২০২০ সালেও একের পর এক স্মার্টফোনে থাকবে ৮জিবি র‍্যাম। দেখে নিন সেই ফোনগুলি।

হুয়ায়েই পি৪০

হুয়ায়েই পি৪০

এই ফোনে রয়েছে অক্টা-কোর কিরিন ৯৯০ ৫জি চিপসেট। অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের এই ফোনে ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ থাকবে। এই ফোনে থাকবে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

এলজি ভি৬০ থিঙ্ক

এলজি ভি৬০ থিঙ্ক

এই ফোনে থাকবে একটি ৬.৮ ইঞ্চি পি-ওলেড ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট, ১২৮জিবি স্টোরেজ ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

ভিভো ওয়াই৫০

ভিভো ওয়াই৫০

এই ফোনে থাকবে ৬.৫৩ ইঞ্চি ডিসপ্লে, ৮জিবি র‍্যাম ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ১২৮জিবি স্টোরেজে পাওয়া যাবে ওয়াই৫০।

অনর ৩০এস

অনর ৩০এস

৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে সহ লঞ্চ হবে এই ফোন। থাকছে কিরিন ৮২০ চিপসেট, ৪,০০০ এমএএইচ ব্যাটারি, ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ।

হুয়ায়েই পি৪০ প্রো

হুয়ায়েই পি৪০ প্রো

এই ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চি ওলেড ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে কিরিন ৯৯০ চিপসেট, ৪,২০০ এমএএইচ ব্যাটারি, ৮জিবি র‍্যাম।

হুয়ায়েই পি৪০ প্রো প্লাস

হুয়ায়েই পি৪০ প্রো প্লাস

এটা পি৪০ সিরিজের সবথেকে দামী মডেল। থাকছে ৬.৫৮ ইঞ্চি ডিসপ্লে, অ্যানড্রয়েড ১০, অক্টা-কোর প্রসেসর, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Best Mobiles in India

Read more about:
English summary
Upcoming Smartphones With 8GB RAM To Arrive In India Soon

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X