লকডাউনের পরেই এই ফোনগুলি নিয়ে আসছে রেডমি

By Gizbot Bureau
|

২০২০ সালে ইতিমধ্যেই একের পর এক নতুন ফোন নিয়ে এসেছে স্যামসাং। যদিও লকডাউনের কারণে সব কোম্পানির মতোই স্মার্টফোন লঞ্চ বাতিল করেছে শাওমি। ভারতে শাওমির সবথেকে জনপ্রিয় ব্র্যান্ড রেডমি। কম দামে চোখ ধাঁধানো ফিচার দিয়ে মধ্যবিত্তের মন জয় করেছে রেডমি স্মার্টফোনগুলি। কোম্পানির রেডমি নোট সিরিজ বিগত কয়েক বছরে ভারতের 'বেস্ট সেলিং’ স্মার্টফোন।

 

লকডাউনের

লকডাউনের কারণে স্মার্টফোন লঞ্চ স্থগিত থাকলেও করোনাভাইরাস লকডাউন সরলেই একের পর এক রেডমি স্মার্টফোন বাজারে আসতে পারে। রেডমি ছাড়াও কোম্পানির এমআই ও পোকো ব্র্যান্ডের অধীনের লঞ্চ হতে পারে নতুন স্মার্টফোন। ইতিমধ্যেই এর মধ্যে কয়েকটা ফোন বিশ্বের অন্যান্য দেশে লঞ্চ হয়ে গিয়েছে। এক নজরে সেই ফোনের তালিকা দেখে নিন।

শাওমি রেডমি ১০এক্স

শাওমি রেডমি ১০এক্স

এমআইইউআই১২ স্কিন সহ লঞ্চ হবে রেডমি ১০এক্স। এই ফোনে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলবে। রেডমি ১০এক্স-এ থাকছে মিডিয়াটেক হিলিও জি৮০ চিপসেট, ৬জিবি র‍্যাম। ছবি তোলার জন্য এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

শাওমি এমআই ১০ ইউথ এডিশন
 

শাওমি এমআই ১০ ইউথ এডিশন

এই ফোনে ৫জি সাপোর্ট থাকবে। এমআই ১০ ও এমআই ১০ প্রোর পরে এই সিরিজের তৃতীয় স্মার্টফোন এটা। নতুন ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৭৬৫জি চিপসেট । থাকছে হোল পাঞ্চ ডিসপ্লে। শাওমির নতুন ৫জি ফোনে থাকছে অ্যানড্রয়েড ১০।

শাওমি রেডমি কে৩০আই ৫জি

শাওমি রেডমি কে৩০আই ৫জি

রেডমি ব্র্যান্ডের এই ফোনেও ৫জি কানেক্টিভিটি থাকবে। নতুন ফোনে থাকবে মিডিয়াটেক ফ্ল্যাগশিপ চিপসেট। এই ফোনে ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ পাওয়া যাবে। ভারতে পোকো ব্র্যান্ডের অধীনে এই ফোন লঞ্চ করতে পারে বেজিংয়ের কোম্পানিটি।

শাওমি এমআই নোট ১০ লাইট

শাওমি এমআই নোট ১০ লাইট

এমআই নোট সিরিজে এই ফোন বাজারে আসতে চলেছে। এই ফোনের পিছনে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হতে পারে। থাকবে মিডরেঞ্জ প্রসেসর।

Best Mobiles in India

English summary
List Of Upcoming Redmi Smartphones To Wait For In India.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X