পপ আপ সেলফি ক্যামেরা, বেজেল লেস ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল Vivo NEX

By GizBot Bureau
|

ভারতে লঞ্চ হল Vivo-র নতুন ফ্ল্যাগশিপ Vivo NEX। এই ফোনের প্রধান আকর্ষণ ফোনের পপ আপ সেলফি ক্যামেরা, ফুন স্ক্রিন ডিসপ্লে, আর লেটেস্ট Snapdragon 845 চিপসেট। ভারতে Vivo NEXএর দাম ৪৪,৯৯০ টাকা। শুধুমাত্র অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। আগামী ২১ জুলাই থেকে ভারতে Vivo NEX বিক্রি শুরু হবে।

পপ আপ সেলফি ক্যামেরা, বেজেল লেস ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল Vivo NEX

ডিজাইনের দিক থেকে একাধিক নতুন ফিচার এসেছে এই ফোনে। Vivo NEX এর ডিসপ্লের উপরে কালো নচ দেখা যাবে না। বরিং Vivo NEX এর সামনের দিকে পুরো জায়গা জুড়েই ডিসপ্লে থাকবে। এই কারনের ফোনের সেলফি ক্যামেরাটি ফোনের ভিতরে রাখা হয়েছে। প্র্যোজনে একটি মোটরের সাথেয্যে ফোনের উপরের দিকে এই সেলফি ক্যামেরা বেরিয়ে আসে।

ফোনের ভিতর থেকে এই ক্যামেরা বেরিয়ে আসতে মাত্র ০.৮ সেকেন্ড সময় লাগবে। পুরো ফোন জুড়ে ডিসপ্লে ব্যবহারের জন্যই এই ফোনে ইয়ারপিস ব্যবহার হয়নি। তাই ফোনের ডিসপ্লেতে সাউন্ড কাস্টিং টেকনোলজি ব্যবহার করে এই ফোন থেকে ফোন করা যাবে। এক কথায় কানে ফোন লাগিয়ে কথা শোনার সময় গোটা ডিসপ্লেটি কাঁপবে। সেই কম্পন থেকেই শব্দ উৎপন্ন হবে। এছাড়াও ফোনের ডিসপ্লের নীচে Vivo NEX এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। এর ফলে ডিসপ্লের উপরে আঙুল রাখলেই ফোন আনলক হয়ে যাবে।

একাধিক আধুনিক ফিচার ও ডিজাইন সহ নতুন Vivo NEX বাজারে OnePlus 6, Apple iPhone X, Huawei P20 Pro এর মতো বাঘা ফোনগুলিকে প্রতিযোগিতার সামনে নিয়ে আসবে।

Vivo NEX স্পেসিফিকেশান

আগেই জানানো হয়েছে এই ফোনের প্রধান আকর্ষণ ফোনের ফুল স্ক্রিন ডিসপ্লে। Vivo NEX এ রয়েছে ৬.৫৯ ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৩:৯। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১.২৪%। এই প্রথম কোন ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯০% এর বেশি হল। Vivo NEX এর ভিতরে আছে লেটেস্ট Snapdragon 845 চিপসেট, 8GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ।

Google Maps ব্যবহার করে তেলের খরচ কমাবেন কীভাবে?Google Maps ব্যবহার করে তেলের খরচ কমাবেন কীভাবে?

Vivo NEX এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 12MP। এর সাথেই আছে চার অ্যাক্সিস অপটিকাল স্টেবিলাইজেশান। আর রয়েছে একটি 5MP সেন্সার। সামনের ক্যামেরাটি ফোনের ভিতর থেকে বেরিয়ে আসে। এই ক্যামেরায় রয়েছে একটি 5MP সেন্সার। Vivo NEX S এর ভিতরে রয়েছে একট 4000 mAh ব্যাটারি।

Best Mobiles in India

Read more about:
English summary
The device packs in a lot of innovative features which include the first ever in-display fingerprint sensor where the entire bottom half of the screen can scan your fingerprint.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X