ফ্লিপকার্টে ধামাকা সেল, কোন ফোনে কত ছাড়?

By Gizbot Bureau
|

ফ্লিপকার্টে শুরু হয়েছে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসে অবিশ্বাস্য সেল। এই সেল এ সস্তা হয়েছে একাধিক জনপ্রিয় স্মার্টফোন। অনেকদিন ধরে নতুন স্মার্টফোন কেনার মন করে থাকলে এই সেল এক আদর্শ সময়। কোন ফোনে কর ছাড় পাওয়া যাচ্ছে? দেখে নিন।

Samsung Galaxy M20

Samsung Galaxy M20

দাম: ১২,৮৯৯ টাকা

Samsung Galaxy M20 ফোনে থাকছে 6.3 ইঞ্চি TFT ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Exynos 7904 চিপসেট, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। থাকছে বিশাল 5,000 mAh ব্যাটারি।

ছবি তোলার জন্য Samsung Galaxy M20 ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে ১৩ মেগাপিক্সেল আর ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের সামনে থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

Redmi Note 6 Pro

Redmi Note 6 Pro

দাম: ১০,৯৯৯ টাকা থেকে শুরু

Redmi Note 6 Pro ফোনে রয়েছে একটি ৬.২৬ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। আগেই জানাও হয়েছে Redmi Note 6 Pro ফোনের হার্ডওয়্যারে তেমন পরিবর্তন আসেনি। তাই Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও থাকবে Snapdragon 636 চিপসেট। সাথে থাকবে 4GB RAM আর 64GB স্টোরেজ।

Redmi Note 6 Pro ফোনে ডুয়াল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা থাকবে। ফোনের পিছনের ডুয়াল ক্যামেরায় থাকবে একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার।

সেলফি তোলার জন্য Redmi Note 6 Pro ফোনের রিয়ার ক্যামেরার মতোই ফোনের সামনেও ডুয়াল ক্যামেরা ব্যবহার করেছে শাওমি। ফোনের সামনের ডুয়াল ক্যামেরায় থাকবে একটি ২০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। Redmi Note 6 Pro এর ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি দিয়ে খুব সহজে একবার চার্জ করে দুই দিন ব্যবহার করা যাবে এই ফোন।

Realme 2 Pro

Realme 2 Pro

দাম: ১২,৯৯৯ টাকা

কোম্পানির তৃতীয় ফোন Realme 2 Pro। আগের দুটি ফোনের থেকে ডিজাইনে আমুল পরিবর্তন এসেছে এই ফোনে। ডায়মন্ড কাট ব্যকের পরিবর্তে Realme 2 Pro তে ব্যবহার হয়েছে গ্লাস ব্যাক।

Realme 2 Pro তে রয়েছে ৬.৩ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট কালো নচ। Oppo F9 Pro ও Vivo V11 Pro ফোনেও একই ধরনের নচ দেখা গিয়েছে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 4GB/ 6GB/ 8GB RAM আর 64GB/ 128GB স্টোরেজ।

Realme 2 Pro তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি ১৬ মেগাপিক্সেল। এর সাথেই থাকবে একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। ফোনের সামনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে সব ক্যামেরাতেই দারুন ছবি উঠবে বলে দাবি করেছে Realme। Realme 2 Pro এর ভিতরে রয়েছে একটি 3500 mAh ব্যাটারি।

Realme U1

Realme U1

দাম: ১১,৭৪৯ টাকা

Realme U1 ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে একটি ওয়াটারড্রপ নচ। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P70 প্রসেসার, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।

Realme U1 ফোনে বিশেষ নজর দেওয়া হয়েছে ক্যামেরায়। Realme U1ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। এইন ক্যামেরার প্রাইমারি সেন্সার ১৩ মেগাপিক্সেল। এর সাথেই Realme U1 ফোনের রিয়ার ক্যামেরায় একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা থাকবে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি ২৫ মেগাপিক্সেল ক্যামেরা। Realme U1 ফোনের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। ফোনের ব্যাটারি 3,500 mAh ব্যাটারি। তবে এই ফোনে ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে না।

Honor 10 Lite

Honor 10 Lite

দাম: ১৩,৯৯৯ টাকা

ডুয়াল সিম Honor 10 Lite ফোনে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে ৬.২১ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ। Honor 10 Lite এর ভিতরে থাকছে Kirin 710 চিপসেট। এছারাও থাকবে 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Honor 10 Lite এর পিছনে থাকবে ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। সাথে থাকবে ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Honor 10 Lite এর ভিতরে থাকবে 3400 mAh ব্যাটারি।

Realme 2

Realme 2

দাম: ৯,৪৯৯ টাকা

Realme 2 তে রয়েছে একটি ৬.২ ইঞ্চি HD+ ডিসপ্লে। Realme 2 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। Realme 2 এর ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে Realme 2 ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

Realme 2 ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এই ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার থাকবে।। এর সাথেই থাকবে একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। ছবির ডেপ্ত মাপার জন্য এই সেকেন্ডারি সেন্সার ব্যবহার হবে। এর সাথেই ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। সেলফি তোলার জন্য Realme 2 তে থাকবে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। Realme 2 তে রয়েছে একটি 4230 mAh ব্যাটারি।

Asus ZenFone Max Pro M2

Asus ZenFone Max Pro M2

দাম: ৯,৯৯৯ টাকা

ডুয়াল সিম Asus ZenFone Max Pro M2 তে চলবে অ্যানড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে একটি ৬.২৬ ইঞ্চি ১৯:৯ অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Asus ZenFone Max Pro M2 ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় থাকছে Sony IMX486 সেন্সার। ডেপ্ত সেন্সিং এর জন্য ব্যবহার হবে এই ফোনের ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সামনে ও পিছনে ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ। Asus ZenFone Max Pro M2 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি।

Honor 8X

Honor 8X

দাম: ১৪,৪৯৯ টাকা

Honor 8X ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে রয়েছে কালো নচ। ফোনের ভিতরে রয়েছে Kirin 710 AIচিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ। ফোনের ভিতরে থাকবে অ্যানড্রয়েড অপারেটিং সিটেম। তার উপরেই থাকবে কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন।

ছবি তোলার জন্য Honor 8Xফোনের পিছনে থাকবে ২০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের সামনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Honor 8Xফোনের ব্যাটারি 3750 mAh ব্যাটারি।

Honor 9N

Honor 9N

দাম: ১১,৯৯৯ টাকা

ডুয়াল সিম Honor 9N এ Android 8.0 Oreo এর উপরে কোম্পানির নিজস্ব EMUI 8.0 স্কিন চলবে। Honor 9N তে রয়েছে একটি ৫.৮৪ ইঞ্চি FHD+ ডিসপ্লে। Honor 9N এর ভিতরে থাকবে HiSilicon Kirin 659 চিপসেট, 3GB/ 4GB RAM আর 32GB/ 64GB/ 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য HiSilicon Kirin 659 Honor 9N তে থাকবে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার ও একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার থাকবে। Honor 9N এর সামনে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।

Motorola One Power

Motorola One Power

দাম: ১৩,৯৯৯ টাকা

Motorola One Power এ থাকবে একটি ৬.২ ইঞ্চি ম্যাক্স ভিশান FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Motorola One Power এ থাকবে ১৬ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকবে একটি ১২ মেগাপিক্সেল সেলফি শুটার। Motorola One Power এর ভিতরে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।

Best Mobiles in India

Read more about:
English summary
Women's Day gift ideas: Budget smartphones to gifts for Mom Wife Girlfriend Sister Online

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X