For Daily Alerts
Just In
১৮,০০০ টাকার কম দামে রেডমি নোট ৯ প্রো ও অন্যান্য স্মার্টফোনগুলি দেখে নিন
Mobile
lekhaka-Satyaki bhattacharyya
By Gizbot Bureau
|
চলতি বছরে বাজারে এসেছে রেডমি নোট ৯ প্রো। মিডরেঞ্জ সেগমেন্টে বিগত কয়েক বছর ধরেই রেডমি নোট সিরিজের ফোনগুলি বিপুল জনপ্রিয়। নোট ৯ প্রো-তে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট। যদিও অন্যান্য বছরের রেডমি নোট সিরিজ ফোনের তুলনায় সম্প্রতি রেডমি নোট সিরিজের ফোনের দাম অনেকটাই বেড়েছে। রেডমি নোট ৯ প্রো কিনতে খরচ হবে প্রায় ১৮,০০০ টাকা। যদিও এই দামে স্যামসাং, রিয়েলমি সব বিভিন্ন প্রতিযোগী কোম্পানির একাধিক স্মার্টফোন বাজারে রয়েছে। এক নজরে সেই ফোনগুলি দেখে নিন।

স্যামসাং গ্যালাক্সি এম৩১
দাম: ১৬,৪৯৯ টাকা
স্পেসিফিকেশন
- ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে
- অক্টা কোর এক্সিনস ৯৬১১ চিপসেট
- ৬জিবি র্যাম, ১২৮জিবি স্টোরেজ
- অ্যানড্রয়েড ১০
- ডুয়াল সিম
- ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ক্যামেরা
- ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৬,০০০ এমএএইচ ব্যাটারি
- ৬.৫ ইঞ্চি এইচডিআর ১০ ডিসপ্লে
- স্ন্যাপড্রাগন ৭৩০জি চিপসেট
- ৬জিবি র্যাম, ১২৮জিবি স্টোরেজ
- ডুয়াল সিম
- অ্যানড্রয়েড ১০
- ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা
- ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৫,০০০ এমএএইচ ব্যাটারি
- ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্জ এইচডিআর ১০ ডিসপ্লে
- স্ন্যাপড্রাগন ৭৩০জি চিপসেট
- ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ
- অ্যানড্রয়েড ১০
- হাইব্রিড ডুয়াল সিম
- ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা
- ২০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৪,৫০০ এমএএইচ ব্যাটারি
- ৬.৪ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
- স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট
- ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ
- ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা
- ৩২মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৪,৩০০ এমএএইচ ব্যাটারি
- ৬.৩৮ ইঞ্চি ডিসপ্লে
- স্ন্যাপড্রাগন ৭১২ চিপসেট
- ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ
- ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা
- ৩২মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৪,৫০০ এমএএইচ ব্যাটারি
- ৬.৪ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
- স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট
- ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ
- ১২ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা
- ৮মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৫,০০০ এমএএইচ ব্যাটারি

মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস
দাম - ১৭,৪৯৯ টাকা
স্পেসিফিকেশন

পোকো এক্স২
দাম: ১৭,৪৯৯ টাকা
স্পেসিফিকেশন

রিয়েলমি ৬ প্রো
দাম: ১৭,৯৯৯ টাকা
স্পেসিফিকেশন

ভিভো জেড১ক্স
দাম: ১৬,৯৯০ টাকা
স্পেসিফিকেশন

ওপ্পো এ৫২
দাম: ১৬,৯৯০ টাকা
স্পেসিফিকেশন
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
To stay updated with latest technology news & gadget reviews, follow GizBot on Twitter, Facebook, YouTube and also subscribe to our notification.
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Xiaomi Redmi Note 9 Pro Vs Other Mid-range Smartphones Under Rs. 18,000
Story first published: Saturday, August 29, 2020, 14:51 [IST]
Other articles published on Aug 29, 2020