১০,০০০ টাকার কম দামে ৫টি সেরা স্মার্টফোন

১০,০০০ টাকার কম দামে বাজারের সেরা ৫ টি স্মার্টফোনের খবর পেতে পড়ে দেখুন।

|

সম্প্রতি ভারতের স্মার্টফোন বাজারে সফলভাবে ব্যাবসা করছে Xiaomi। বিশেষ করে বাজেট স্মার্টফোন বাজারে গ্রাহকদের মন জয় করে নিয়ে প্রথম স্থান দখল করেছে এই চিনা কোম্পানিটি।

১০,০০০ টাকার কম দামে ৫টি সেরা স্মার্টফোন

সম্প্রতি ১০,০০০ টাকার কম দামের ফোনগুলির মধ্যে সবথেকে বেশি বিক্রি হয়েছে Xiaomi-এর Redmi note 4 আর Redmi 4। আর তৃতীয় স্থানে রয়েছে Samsung Galaxy J2।

এই রকম হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার বাজারে আসুন দেখে নেওয়া যাক ১০,০০০ টাকার কম দামের সেরা ৫টি স্মার্টফোন...

Xiaomi Redmi Note 4

Xiaomi Redmi Note 4

দাম ৯,৯৯৯ টাকা

স্পেসিফিকেসান

  • ৫.৫ ইঞ্চি IPS LCD 1080 x 1920 pixels ডিসপ্লে
  • অক্টাকোর 2.0 GHz Snapdragon 625 প্রসেসার
  • 2/3/4 GB RAM 32/64 GB স্টোরেজ
  • Android 6.0 Marshmallow
  • ডুয়াল সিম (মাইক্রো+ন্যানো)
  • 13MP রিয়ার ক্যামেরা
  • 5MP ফ্রন্ট ক্যামেরা
  • 4100 mAh ব্যাটারি
  •  

    Xiaomi Redmi 4

    Xiaomi Redmi 4

    দাম ৬,৯৯৯ টাকা

    স্পেসিফিকেসান

    • ৫ ইঞ্চি IPS LCD 720 x 1280 pixels ডিসপ্লে
    • অক্টাকোর 1.4 GHz Qualcomm Snapdragon 435 প্রসেসার
    • 2/3/4 GB RAM 16/32/64 GB স্টোরেজ
    • Android 7.0 Nougat
    • ডুয়াল সিম (মাইক্রো+ন্যানো)
    • 13MP রিয়ার ক্যামেরা
    • 5MP ফ্রন্ট ক্যামেরা
    • 4100 mAh ব্যাটারি
    •  

      Samsung Galaxy J2

      Samsung Galaxy J2

      দাম ৭,৫০০ টাকা

      স্পেসিফিকেসান

      • ৫ ইঞ্চি AMOLED 720 x 1280 pixels ডিসপ্লে
      • কোয়াডকোর 1.5 GHz Cortex-A7 প্রসেসার
      • 1.5GB RAM 8GB স্টোরেজ
      • Android 6.0.1 Marshmallow
      • ডুয়াল সিম (মাইক্রো)
      • 8MP রিয়ার ক্যামেরা
      • 5MP ফ্রন্ট ক্যামেরা
      • 2600 mAh ব্যাটারি
      •  

        OPPO A37

        OPPO A37

        দাম ৯,৪৮০ টাকা

        স্পেসিফিকেসান

        • ৫ ইঞ্চি IPS LCD 720 x 1280 pixels ডিসপ্লে
        • কোয়াডকোর 1.2 GHz Qualcomm Snapdragon 410 প্রসেসার
        • 2GB RAM 16 GB স্টোরেজ
        • Android 5.1 Lollipop
        • ডুয়াল সিম (ন্যানো)
        • 8MP রিয়ার ক্যামেরা
        • 5MP ফ্রন্ট ক্যামেরা
        • 2630 mAh ব্যাটারি
        •  

          Samsung Galaxy J7 (2016)

          Samsung Galaxy J7 (2016)

          দাম ১১,৮৫০ টাকা

          স্পেসিফিকেসান

          • ৫.৫ ইঞ্চি Super AMOLED 720 x 1280 pixels ডিসপ্লে
          • অক্টাকোর 1.6 GHz Samsung Exynos 7 Octa 7870 প্রসেসার
          • 2GB RAM 16GB স্টোরেজ
          • Android 6.0.1 Marshmallow
          • ডুয়াল সিম (মাইক্রো)
          • 13MP রিয়ার ক্যামেরা
          • 5MP ফ্রন্ট ক্যামেরা
          • 3300 mAh ব্যাটারি
          •  

Best Mobiles in India

English summary
Xiaomi tops in under Rs.10000 smartphones category in India Q2. Models are Redmi Note 4, Samsung Galaxy J2, Opp A37, Galaxy J7 and more.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X