দশটা জনপ্রিয় অ্যাপ, যেগুলো ভুলেও ফোনে ইনস্টল করবেন না

By GizBot Bureau
|

প্লে স্টোরে গুচ্ছের অ্যাপ রয়েছে। কিন্তু তারমধ্যে অনেকগুলোকে মনে হয় বেশ ভাল। কিন্তু তারা আবার ব্যাটারির জন্য যথেষ্ট কালো। ভালো যাদের মনে হয়, তারা আদৌ কি ভাল? প্রশ্ন রয়েইছে।

দশটা জনপ্রিয় অ্যাপ, যেগুলো ভুলেও ফোনে ইনস্টল করবেন না

আসলে অনেক সময়েই সো কল্ড ভাল অ্যাপ আপনার ফোনের বারোটা বাজাতে পারে। ফোনের ডেটা হ্যাক হতে পারে, ক্ষতি হতে পারে নানা রকম। আসুন এই রকম খতরনাক ভদ্রবেশী দশটা অ্যাপ সম্পর্কে জেনে নেওয়া যাক। ভুলেও ডাউনলোড করবেন না, থাকলেও আনইনস্টল করে ফেলুন।

QuickPic

QuickPic

এটা একটা ফোন গ্যালারি। ইজি টু ইউজ বলে এর পপুলারিটি। গত বছর চিতা মোবিল এই অ্যাপ আনে। গ্রাহকদের ডেটাবেস থেকে ডেটা নিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে।

ES File Explorer

ES File Explorer

ফাইল এক্সপ্লোরার অ্যাপ। নির্দিষ্ট ফাইল ফোল্ডার খুঁজতে ভালই কাজ করে। কিন্তু এরমধ্যে গুচ্ছের adware এবং bloatware থাকে। এটা আরও পাঁচটা উল্টোপাল্টা অ্যাপ ডাউনলোড করতে বলে

UC Browser

UC Browser

অ্যান্ড্রয়েডে বেশ পপুলার এটি। কিন্তু অভিযোগ প্রচুর ডেটা জমিয়ে রাখে। চিনের সংস্থা, তাই ভারতীয়দের তথ্য চুরিরও অভিযোগ আছে।

CLEAN it

CLEAN it

জাঙ্ক ফাইল ক্লিনার। কিন্তু নানান সমস্যাও নিয়ে আসে। ফোন স্লো করে। প্রচুর ব্যাটারি নষ্ট হয়।

Music Player

Music Player

গানটান শোনার জন্য। গুচ্ছের অ্যাড এতে। একইসঙ্গে মোবাইল ডেটা হাসিল করে, ব্যাটারি নষ্ট করে।

DU Battery Saver and Fast Charge

DU Battery Saver and Fast Charge

ব্যাটারি বাঁচায় বলে দাবি করে।জলদি চার্জ হয় বলেও দাবি। কিন্তু আসলে কোনও অ্যাপই এই কাজ করতে পারে না। স্রেফ ভাঁওতাবাজি। নানান অ্যাপসের অ্যাড আসে এতে। এমনকি লক স্ক্রিনকেও রেয়াত করে না।

স্মার্টফোনে উটকো নম্বর ব্লক করবেন কীভাবেস্মার্টফোনে উটকো নম্বর ব্লক করবেন কীভাবে

Dolphin Web Browser

Dolphin Web Browser

অ্যাড ফ্রি বলে দাবি। কিন্তু গ্রাহকদের নানা জিনিসে নজরদারি চালায়। ইনকগনিটো মোডে কাজ করলেও এ তাতে নজর দেয়।

Photo Collage

Photo Collage

ছবি কোলাজ করার জন্য। ১২০টার মতো ফ্রেমিং ও আছে। কিন্তু ওই ডিইউ কুইক চার্জারের মতো অ্যাড জোর করে দেখায়।

Clean Master

Clean Master

বেশ পপুলার। কিন্তু এ ইচ্ছে করে RAM-এর ওপর চাপ ফেলে। দেখায় যে চাপ হালকা করছে। কিন্তু আজকাল এটা কোনও সমস্যা নয়। এই অ্যাপ না রাখাই বাঞ্ছনীয়।

 Anti-Virus apps

Anti-Virus apps

বাজারে প্রচুর অ্যান্টি ভাইরাস অ্যাপ ঘুরে বেড়ায়। যে সবের আপনার কোনও দরকারই নেই। শুধু শুধু স্পেস আর ব্যাটারি নষ্ট।


Best Mobiles in India

Read more about:
English summary
There are millions of apps out there. You can literally find an app for everything. We end up downloading an app even for saving battery as if that app won’t be consuming any energy. There are many apps that claim to be making things better and easier for you but that’s not true.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X