হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর চিহ্নিত করার ১০টি সহজ উপায়

By GizBot Bureau
|

হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আজকাল খুব সহজেই ভুয়ো খবর রটানো সম্ভব। ইত্মধ্যেই দেশ জুড়ে একাধিক ভুয়ো খবরের ঘটনায় বহু মানুষের প্রাণহানী হয়েছে। সম্প্রতি ভারত সরকারের তরফ থেকে ভুয়ো খবর রটানোয় নিয়ন্ত্রন আনতে হোয়াটসঅ্যাপকে নির্দেশ দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর চিহ্নিত করার ১০টি সহজ উপায়

ভারতে প্রায় ২০ কোটি সক্রিয় হোয়াটসঅ্যাপ গ্রাহক রয়েছেন। এঁদের মধ্যে বেশিরভাগ জীবনে প্রথম ইন্টারনেট ব্যবহার শুরু করেছেন। তাই ইন্টারনেটে কোন খব সত্যি আর কোনটি ভুয়ো তা বুঝতে পারেন না অনেকেই। আর এই সুযোগ নিয়েই দুষ্কৃতিরা ভুয়ো খবর ছড়াতে থাকে। সম্প্রতি ভুয়ো খব ঠেকাতে একাধিক পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ। তবে হোয়াটসঅ্যাপে যে কোন খবর চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবেন না। জেনে নিন হোয়াটসঅ্যাপে প্রচারিত খবর সত্যি না ভুয়ো তা জাচাই করার উপায়।

ফরওয়ার্ড করা মেসেজ

সম্প্রতি হোয়াটসঅ্যাপ নতুন এই ফিচার লঞ্চ করেছে। কোন মেসেজ ফরওয়ার্ড করা হলে তা জানিয়ে দেওয়া হয়। আর ফরওয়ার্ড করা এই খবরগুলি বেশিরভাগ সময় ভুয়ো হয়।

খারাপ লাগলে সতর্ক হোন

কোন খবর পড়ে আপনার খুব রাগ হলে খেয়াল রাখুন আপনাকে রাগানোর জন্যই চক্রান্তকারীরা এই ধরনের মেসেজ তৈরী করে। এই ধরনের মেসেজ শেয়ার করা থেকে বিরত থাকুন।

তথ্য যাচাই করুন

হোয়াটসঅ্যাপে পাওয়া যে কোন খবর চোখ বুজে বিশ্বাস করা বন্ধ করুন। এই খবরে যে সব তথ্য দেওয়া হয় সেগুলি ইন্টারনেটে আলাদা ভাবে জাচাই করে তবেই বিশ্বাস করুন।

আলাদা দেখতে মেসেজ থেকে সতর্ক হোন

বেশিরভাগ ভুয়ো মেসেজের ব্যকারণে একাধিক ভুল চোখে পড়বে। এর সাথেই একাধিক বানানেও ভুল থাকে এই ধরনের মেসেজে।

নিয়মিত ফটো চেক করুন

খবরের সাথে যে ফটো গুলি আসে সেগুলি দেখেই বিশ্বাস করবেন না। কম্পিউটারে এডিট করে ফটো বা ভিডিওকে বদলে ভুয়ো খবর প্রচার আজকাল হামেশাই হয়ে থাকে।

লিঙ্ক যাচাই করুন

অনেক সময় এই ধরনের খবরের সাথে লিঙ্ক পাঠানো হয়। সাধান লিঙ্কে বানান ভুল থাকে।

অন্য জায়গা থেকে খবর সংগ্রহ করুন

ফোন থেকেই অন্য ওয়েবসাইট থেকে একই খব সার্চ করে খবরের সত্যতা যাচাই করুন।

শেয়ার করার আগে ভাবুন

কোন খবরের সত্যতা ১০০ শতাংশ নিশ্চিত না হলে সেই খবর শেয়ার করা বন্ধ করুন

আপনি কী দেখবেন তা নিয়ন্ত্রণ করুন

যদি কোন গ্রুপে একাধিক ভুয়ো খবর প্রচারিত হয় সেই গ্রুপ থেকে বেরিয়ে আসুন।

ভুয়ো খবর সহজেই ভাইরাল হয়

একাধিক জায়গা থেকে একই খবর আপনার কাছে এলেও তা বিশ্বাস করবেন না। ভুয়ো খবর সত্যি খবরের আগে ভাইরাল হয়।

Best Mobiles in India

Read more about:
English summary
Here's how you prevent yourself from fake news on WhatsApp.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X