অজানা ১০ টি গুগুল অ্যাপ

|

অ্যানড্রয়েড প্লে স্টোরে রয়েছে হাজার রকমের অ্যাপ। কোন অ্যাপে যেমন খেলা যায় গেম তো কোনটায় ট্র্যাক করতে পারবেন আপনার ফিটনেস। তেমনি পড়াশুনো করে কাটিয়ে ফেলতে পারবেন সময়। এর মধ্যে রয়েছে জিমেল বা ইউটিউবের মতো গুগুলের অ্যাপও। কিন্তু প্লে স্টোরে রয়েছে গুগুলের এমন অনেক অ্যাপ যা আমরা যানি না। আসুন দেখে নেওয়া যাক গুগুলের এমনি কিছু কম জনপ্রিয় অ্যাপ।

Wallpapers

Wallpapers

অ্যানড্রয়েডের অন্যতম প্রধান আকর্ষন অবশ্যই ওয়ালপেপার আর লঞ্চার সেট করার ক্ষমতা। এই অ্যাপে রয়েছে অসংখ্য হাই কোয়ালিটি ওয়ালপেপার। এছাড়াও রোজ ওয়ালপেপার শাফল করা যায় এই অ্যাপের মাধ্যমে।

PhotoScan

PhotoScan

ছবির প্রিন্ট থেকে ডিজিটাল কপি করতে পারে এই অ্যাপ। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে আড়াল করা যায় ফ্লেয়ার । এছাড়াও নিজের মতো এডিত করতে পাআরবেন ফটোস্ক্যানের মাধ্যমে।

Google Trips

Google Trips

আপনার ঘুরতে আওয়ার সব তথ্য এবার সেভ করে রাখা যাবে অফলাইনে। এছাড়াও এই অ্যাপ আপনাকে সাজেস্ট করবে আপনার আর কোথায় ঘুরতে যাওয়া উচিৎ।

Google Fit

Google Fit

অনেকেই হয়তো শুনেছেন এই অ্যাপের কথা। এই অ্যাপ আপনার সব মুভমেন্ট ট্র্যাক করে। দেখে নিতে পারবেন আপনি কতটা হেঁটেছেন বা কতটা সাইকেল চালিয়েছেন। এছাড়াও ওয়ারেবেল ডিভাইসের সাথে লিঙ্ক করা যায় এই ডিভাইস।

ওরিও আপডেট এলো Xperia R1 এবং Xperia R1 Plus এওরিও আপডেট এলো Xperia R1 এবং Xperia R1 Plus এ

Opinion Rewards

Opinion Rewards

এই অ্যাপ দিয়ে আপনি নিজের ফোন থেকে রোজগার করতে পারবেন। লোকাল গাইড হয়ে, বা সার্ভের উত্তর দিয়ে আপনি টাকা রোজগার করতে পারবেন। এই টাকা আপনি কগরচ করতে পারবেন গুগুল প্লে স্টোর, বা প্লে মুভি বা গুগুলের অন্য যে কোন সার্ভিসে।

Files Go

Files Go

এটি একটি খুব সাধারন ফাইল ম্যানেজার। এই অ্যাপ আপনাকে ফোনের মেমোরি ক্লিন রাখনে সাহায্য করে।

Google Keep

Google Keep

সংক্ষেপে এটি একটি মেমো অ্যাপ। এক অ্যাপে একই সাথে আপনি সেভ করতে পারবেন নোট, রিমাইন্ডার বা লিস্ট।

Datally

Datally

যদি আপনার ফোনে ডাটা ফুরিয়ে যাওয়ার চিন্তা থাকে তবে এই অ্যাপে আপনি মনিটার করতে পারবেন আপনার ফোনের ডাটা ইউসেজ।

Google Classroom

Google Classroom

এই সার্ভিস শিক্ষক ও ছাত্রদের মধ্যে যোগসূত্র স্থাপন করার কাজ করে। নিজেদের হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট আপডেট করা যায় এই অ্যাপে। ফলে যাতায়াতের পথেও সসেরে নেওয়া যায় হোমওয়ার্কের কাজ।

Arts and Culture

Arts and Culture

শিল্পীদের জন্য আশীর্বাদ এই অ্যাপ। এই অ্যাপে আপনি নিয়ে নিতে পারবেন ভার্চুয়াল ট্যুর। এছাড়াও এই অ্যাপে দেখে নিতে পারবেন কাছের শিল্পকর্ম।

Best Mobiles in India

Read more about:
English summary
There are countless numbers of Google apps available out there. You might be using at least three-four on your phone. However, we will tell you about 10 unique Google apps you may not have heard of. These apps are not only useful, but they will peak your interest as well.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X