Just In
শিঘ্রই হোয়াটসঅ্যাপে যোগ হবে এই ফিচারগুলি
বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ। গোটা বিশ্বে কয়েকশো কোটি গ্রাহক এই মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করেন। প্রায় প্রতি সপ্তাহেই হোয়াটসঅ্যাপে একের পর এক ফিচার যোগ হচ্ছে। শুরুতে বিটা মোডে পৌঁছালেও কয়েক দিনের মধ্যেই বেশিরবাগ ফিচার স্টেবেল আপডেটে পৌঁছে যাচ্ছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে যোগ হয়েছে এই ফিচারগুলি।

১। ইতিমধ্যেই আইফোনে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে চ্যাট সুরক্ষিত রাখার ফিচার যোগ হয়েছে হোয়াটসঅ্যাপে। এবার অ্যানড্রয়েড বিটা ভার্সানে এই ফিচার পৌঁছেছে। এই ফিচার ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখা যাবে।
২। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চ্যাট সুরক্ষিত রাখলে আর হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট নেওয়া যাবে না। ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন এনেবেল করলে এই ফিচার ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ।
৩। ইতিমধ্যেই ফরওয়ার্ড করা মেসেজের উপরে আলাদা লেবেল বসাতে শুরু করেছে হোয়াটসঅ্যাপ। এবার ঘন ঘন ফরওয়ার্ড করা মেসেজের উপরে আলাদা ব্যাজ বসাতে চলেছে মেসেজিং কোম্পানিটি। এর ফলে কোন মেসেজ একাধিকবার ফরওয়ার্ড করা হলে তা জানা যাবে।
৪। বিটা আপডেটে অডিও ফাইল পাঠানোর আগে তা শুনে নেওয়া যাবে। এছাড়াও নতুন ফিচারে একসাথে ৩০ টা অডিও ফাইল পাঠানো যাবে।
৫। হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে ডার্ক মোড। এই ফিচারে হোয়াটসঅ্যাপে ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যাবে। এর ফলে এক দিকে যেমন ফোনের ব্যাটারি বাঁচবে অন্যদিকে সুস্থ থাকবে চোখ।
৬। পরপর একাধিক ভয়েস মেসেজ পাঠালে আগে প্রত্যেক মেসেজে প্লে বাটন করে তা শুনতে হত। নতুন ফিচারে একবার প্লে বাটন ট্যাপ করলে পরপর তা নিজে থেকেই চলতে থাকবে।
৭। ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্ম থেকে পাঠানো লিঙ্কের ভিডিও প্লে করলে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাওয়ার পরেও ছোট উইন্ডোতে তা চলতে থাকবে।
৮। হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে নতুন ব্রাউজার। এবার এই ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে পাঠানো সব লিঙ্ক ওপেন করা যাবে।
৯। এছাড়াও যোগ হচ্ছে অ্যানিমেটেড স্টিকার। জিয়াইএফ ফাইল একবার প্লে হয়ে বন্ধ হয়ে যায়। তবে নতুন অ্যানিমেটেড স্টিকার চ্যাটের মধ্যে চলতেই থাকবে।
১০। নতুন আর্কাউভ চ্যাট ফিচারে চ্যাট লুকানো আরও সহজ হবে। এর ফলে কোন চ্যাট আর্কাইভ করা হলে সেখানে নতুন মেসেজ এলেও তালিকায় উপরে উঠে আসবে না।
১১। ছবি সার্চ করে তা আসল না নকল জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ। এর জন্য হোয়াটসঅ্যাপে পাওয়া ছবিতে ক্লিক করলে হোয়াটসঅ্যাপের মধ্যে নতুন সার্চ অপশান যোগ হয়েছে।
১২। সম্পূর্ণ নতুন ইমোজি প্যাক নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। তবে শুধু চ্যাটে নয়, স্টেটাসেও ব্যবহার করা যাবে নতুন ইমোজিগুলি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470