১২৩পে কী? ইন্টারনেট কানেকশন ছাড়াই কীভাবে হচ্ছে ইউপিআই পেমেন্ট?

By Gizbot Bureau
|

নতুন ইউপিআই সার্ভিস ১২৩পে নিয়ে হাজির হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের ৪০ কোটি গ্রাহকের কাছে ইউপিআই পেমেন্টের সুবিধা পৌঁছে দিতে এই পরিষেবা নিয়ে হাজির হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সম্প্রতি ১২৩পে এর ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। এতদিন শুধুমাত্র স্মার্টফোন অ্যাপ ও ইউএসএসডি বেসড সার্ভিসের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যেত। দেশের একাধিক প্রান্তে মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে দ্বিতীয় উপায়ে পেমেন্ট সম্ভব হচ্ছে না।

১২৩পে কী? ইন্টারনেট কানেকশন ছাড়াই কীভাবে হচ্ছে ইউপিআই পেমেন্ট?

১২৩পে কী?

ফিচার ফোন থেকে সহজে ডিজিটাল পেমেন্টের জন্য হাজির হয়েছে ১২৩পে। এই উপায়ে পেমেন্টের জন্য ফোনে ইন্টারনেট কানেকশন বাধ্যতামূলক নয়। তিনটি ধাপে সহজে ১২৩পে এর মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যাবে।

মোড় চারটি পৃথক উপায়ে ফিচার ফোন থেকে ব্যবহার করা যাবে ১২৩পে। আইভিআর এ কল করে, ফিচার ফোনে অ্যাপ ব্যবহার করে, প্রক্সিমিটি সাউন্ড বেসড সাউন্ডের মাধ্যমে ও মিসড কলের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যাবে।

১২৩পে ব্যবহার করে আর্থিক লেনদেন ছাড়াও ফাস্ট্যাগ রিচার্জ, বিল পেমেন্ট করা যাবে। এছাড়াও জেনে নেওয়া যাবে অ্যাকাউন্ট ব্যালেন্স। এছাড়াও নতুন ফিচারে ইউপিআই পিন বদল করতে পারবেন। ১২৩পে এর সাপোর্টের জন্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া একটি ২৪ ঘণ্টা হেল্পলাইন শুরু করেছে। যে কোন রকম সমস্যার সম্মুখীন হলে এনপিসিআই ওয়েবসাইট অথবা ১৪৪৩১ ও ১৮০০ ৮৯১ ৩৩৩৩ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।

১২৩পে এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন ছাড়া ইউপিআই পেমেন্ট করবেন কীভাবে?

আইভিআর এর মাধ্যমে খুব সহজে ১২৩পে ব্যবহার করে ইন্টারনেট কানেকশন ছাড়া ইউপিআই পেমেন্ট করতে পারবেন। কীভাবে এই কাজ করবেন? দেখে নিন;

ফোন থেকে ০৮০৪৫১৬৩৬৬৬ নম্বর ডায়াল করুন

  • পছন্দের ভাষা বেছে নিন
  • টাকা পাঠাতে ১ সিলেক্ট করুন
  • যে ব্যাঙ্কের সঙ্গে ইউপিআই লিঙ্ক আছে সেই ব্যাঙ্কের নাম বলুন
  • ১ ডায়াল করে কনফার্ম করুন
  • মোবাইল নম্বরের মাধ্যমে টাকা পাঠাতে ১ ডায়াল করুন
  • যে নম্বরে টাকা পাঠাবেন সেই নম্বর ডায়াল করুন
  • তব তথ্য নিশ্চিত করুন
  • যে অঙ্কের টাকা পাঠাবেন তা সিলেক্ট করুন
  • এবার ইউপিআই পিন ডায়াল করে টাকা পাঠিয়ে দিন
Best Mobiles in India

Read more about:
English summary
123Pay UPI Payments For Feature Phones Launched: Here's All You Need To Know

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X