আপনার উইন্ডোজ কম্পিউটারের ১৫ টি প্রয়োজনীয় কমান্ড প্রম্পট

|

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ফাইল ব্রাউজ করার অনেক উপায় আছে। কিন্তু সবথেকে ভরসাযোগ্য উপার সবসময় উইন্ডোজের কমান্ড প্রম্পট। তাই যেকোন কম্পিউটার প্রেমীর ফাইল ব্রাউজের সবথেকে পছন্দের উপায় এটি।

আপনার উইন্ডোজ কম্পিউটারের ১৫ টি প্রয়োজনীয় কমান্ড প্রম্পট

আসুন দেখে নেওয়া যাক এমন ১৫টি কমান্ড যা রোজ কাজে লাগে,

১। %temp% - এই কমান্ডের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের সব টেম্পোরারি ফাইল ডিলিট করে দিতে পারবেন।

২। cmd - এই কমান্ডের মাধ্যমে উইন্ডোজ DOS চমান্ড প্রমট খুলে যাবে।

৩। MSConfig - এই কমান্ডের মাধ্যমে উইন্ডোজ সিস্টেম কনফিগারেশান খুলে যাবে যেখানে বুট অপশান, স্টার্ট আপ অপশান ইত্যাদি এডিট করতে পারবেন।

৪। powershell – এই কমান্ডে পাওয়ার শেল অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ছাড়া খোলা যাবে।

৫। lusrmgr.msc -এই কমান্ডে লোকাল ইউজার ও গ্রুপ ম্যানেজারের বিভিন্ন জিনিস এডিট করতে পারবেন।

৬। perfmon.msc - আপনার কম্পিউটারের পারফর্মেন্স মনিটার করার জন্য ব্যাবহার করুন এই কমান্ড।

৭। appwiz.cpl – এই কমান্ডের মাধ্যমে জলদি প্রোগ্রাম এন্ড ফিচার ওপেন করে আনইনস্টল করতে পারবেন যেকোন সফটওয়ার।

৮। devmgmt.msc – এই কমান্ডে খুলে যাবে উইন্ডোজ ডিভাইস ম্যানেজার।

৯। regedit - এই কমান্ডে খুলে যাবে উইন্ডোজ রেজিস্ট্রি এডিটার। এডিট করতে পারবেন যেকোন রেজিস্ট্রি এন্ট্রি।

১০। .. (দুটি ডট) - এই কমান্ডে খুলে যাবে C ড্রাইভের ডিরেক্টলি লোকেটেড ইউজার ফোলডার।

১১। . (একটি ডট) - এই কমান্ডে খুলবে কারেন্ট ইউজারের হোম ফোলডার যাতে থাকে ডাউনলোড, ডকুমেন্টস, ডেস্কটপের মতো ফোলডারগুলি।

১২। Control - খুলে যাবে আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেল

১৩। Notepad - কিছু নোট নিতে টাইপ করুন Notepad।

১৪। taskmgr - আপনার কম্পিউটারের টাস্ক ম্যানেজার খুলতে টাইপ করুন taskmgr।

১৫। sysdm.cpl - এই কমান্ডে খুলবে সিস্টেম প্রপার্টিস ইউন্ডো।

দেখে নিন নতুন কি ফিচার আনল ফেসবুক?দেখে নিন নতুন কি ফিচার আনল ফেসবুক?

Best Mobiles in India

Read more about:
English summary
When it comes to accessing files and folders, there are a lot of ways in Windows operating system and one of the most efficient ways is the Windows Run Command box. Today we have compiled a list of 15 commands you should know if you love computers.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X