কম্পিউটারের ১০ টি সেরা ফ্রি সফটওয়ার

Windows কম্পিউটারের ১০ টি সেরা ফ্রি সফটওয়ার

|

কম্পিউটারের দুনিয়ায় সবথেকে বহুল ব্যাবহৃত অপারেটিং সিস্টেম Windows। তাই আপনার Windows কম্পিউটারটি আরও প্রোদাক্টিভ ও পাওয়ারফুল করার জন্য ব্যাবহার করে দেখতে পারেন এই ১০টি ফ্রি সফটওয়ার।

Firefox

Firefox

আপনি যদি এখনো ইন্টারনেট ব্যাবহারের জন্য Internet Explorer ব্যাবহার করেন তাহলে আপনার জন্য সেরা অপশান Firefox। এটই Internet Explorer এর থেকে অনেক স্মুদ, ফাস্ট এবং আরও সিকিওর ভাবে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন Firefox এর মাধ্যমে। এছাড়াও প্লাগ-ইন ব্যাবহার করে আরও ভালো করে ব্যাবহার করতে পারবেন ইন্টারনেট।

Thunderbird

Thunderbird

Thunderbird একটি ইমেল ক্লায়েন্ট। এই ক্লায়েন্টের অনেক ফিচারের মধ্যেই অন্যতম গুরুত্বপুর্ণ ফিচার হল ফিসিং প্রতিরোধে সক্ষম এই ইমেল ক্লায়েন্টটি। এছাড়াও খুব ফাস্ট এই Thunderbird।

দিল্লি পুলিশের সাথে হাত মিলিয়ে মহিলা সুরক্ষা অ্যাপ আনলো Uberদিল্লি পুলিশের সাথে হাত মিলিয়ে মহিলা সুরক্ষা অ্যাপ আনলো Uber

CCleaner
 

CCleaner

আপনার কম্পিউটার কি স্লো হয়ে গিয়েছে? সিস্টেম ক্লিন করার কথা ভাবছেন? তাহলে ব্যাবহার করুন CCleaner।

Recuva

Recuva

CCleaner এর বিপরীত কাজ করে এই সফটওয়ারটি। আপনার কম্পিউটার থেকে ডিলিট হওয়া ফাইল রিকভার করে সফটোয়ার।

VLC media player

VLC media player

প্রায় সমস্ত মিডিয়া ফাইল ফর্মাট আপনার কম্পিউটারে চালানো সম্ভব VLC media player দিয়ে। তাই ব্যাবহার করে দেখতে পারেন সফটওয়ারটি।

Adobe Reader ও Flash PLayer

Adobe Reader ও Flash PLayer

আপনি যদি কম্পিঊটারে PDF আথবা e-Book পড়েন তবে ব্যাবহার করুন Adobe Reader। আপনার ব্রাউজারে ভিডিও দেখার জন্য অবশ্যি ইন্সটল করুন Adobe Flash PLayer।

Team Viewer

Team Viewer

রিমোট ডেস্কটপ ভিউইং এর জন্য সেরা সফটয়ার Team Viewer। এই সফটওয়ারের মাধ্যমে পৃথিবীর যেকোন প্রান্তে আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে পারবেন।

Cyberghost VPN

Cyberghost VPN

আপনি যদি গোপনে ইন্টারনেট ব্রাউজ করতে চান তাহলে ব্যাবহার করুন Cyberghost VPN। এছাড়াও ব্যাবহার করতে পারেন অন্য VPN সফটওয়ার।

7ZIP

7ZIP

এটি একটি Zip ফাইল ম্যানেজার। ZIP বা RAR এর মতো যেকোন কম্প্রেসড ফাইলকে আনকম্প্রেস করতে ব্যাহহার করুন 7ZIP

Keyscrambler

Keyscrambler

আপনার পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে ব্যাবহার করুন Keyscrambler।

Best Mobiles in India

Read more about:
English summary
Today, we have curated a list of 20 apps that you can avail from Windows stores for free to make your system more productive and powerful.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X