লোকসভা ভোটের আগে এই চারটি কাজ করলে আপনাকে ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ

By Gizbot Bureau
|

ইতিমধ্যেই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। ১১ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহন শেষ হয়েছে। আরও ছয় দফায় গোটা দেশের ভোটগ্রহন শেষ হবে। এই প্রথম ভারতের লোকসভা নির্বাচনে বড় ভুমিকা নিতে চলেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক ও হোয়াটসঅ্যাপ এর মতো অ্যাপ ব্যবহার করে ভোটের সময় ভুয়ো ও বিভ্রান্তিকর খবর প্রচার করছেন অনেকেই।

লোকসভা ভোটের আগে এই চারটি কাজ করলে আপনাকে ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ

এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে শুরু করল হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যেই একাধিক গ্রাহককে ব্লক করেছে হোয়াটসঅ্যাপ। ভোটের সময় রাজনৈতিক কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার আগে সতর্ক হোন। এই চারটি কাজ করলে আপনাকে নিষিদ্ধ করে দেবে এই মেসেজিং সার্ভিস।

অপ্রয়োজনে একসাথে একগুচ্ছ মেসেজ পাঠানো

একসাথে একগুচ্ছ মেসেজ পাঠালে আপনাকে নিষিদ্ধ করতে পারে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ জানিয়েছে কোম্পানির মেশিন লার্নিং প্রযুক্তি কোন গ্রাহক বাল্ক মেসেজ পাঠালে তা নিজে থেকেই বুঝে নিয়ে সেই গ্রাহককে ব্লক করে দেবে। এছাড়াও যে কোন ধরনের থার্ড পার্টি ক্লায়েন্ট ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও ব্লক হতে হবে।

অন্যের কনট্যাক্ট লিস্ট ব্যবহার করা

হোয়াটসঅ্যাপ গ্রাহককে অন্যের ফোন নম্বর শেয়ার করতে বারন করে। তাই নিজের কনট্যাক্ট লিস্টে নেই এমন গ্রাহককে ক্রমাগত মেসেজ পাঠাতে থাকলে সেই গ্রাহককে ব্লক করে দেবে জনপ্রিয় মেসেজিং সার্ভিসটি।

ব্রডকাস্ট লিস্ট

বিভিন্ন ব্রডকাস্ট লিস্ট ব্যবহার করে অনেকেই মেসেজ পাঠান। হোয়াটসঅ্যাপ জানিয়েছে জিনি ব্রডকাস্ট মেসেজ পাঠিয়েছেন তার নম্বর যাকে মেসেজ পাঠানো হচ্ছে তার কনট্যাক্ট লিস্টে সেভ থাকলে তবেই সেই মেসেজ ডেলিভার হবে। ঘনঘন ব্রডকাস্ট মেসেজ ব্যবহার করলে আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করা হতে পারে।

হোয়াটসঅ্যাপের শর্তাবলী লঙ্ঘন

হোয়াটসঅ্যাপ ব্যবহারের একাধিক শর্তাবলী রয়েছে। কোন ভাবে এই শর্তাবলী লঙ্ঘন করলে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক হতে হবে।

Best Mobiles in India

English summary
4 things that can get your number blocked on WhatsApp during these Lok Sabha elections

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X