Windows 10 -এ ৫টি নেটওয়ার্ক ট্রাফিক মনিটর

|

যখন আপনি কোন ফাইল ডাউনলোড করতে যাবেন তখন আপনার ডাটা শেষ হয়ে গেল। এমন ঘটনা নিশ্চই ঘটেছে আপনার জীবনেও। সাধারনত প্রতি মাসে আপনি একটি নির্দিষ্ট পরিমান ডাটার জন্যই টাকা দেন আপনার ইন্টারনেট প্রোভাইডারকে। সেই ডাটার সীমা ছাড়িয়ে গেলেই শুরু হয় আতিরিক্ত টাকা নেওয়া।

 
Windows 10 -এ ৫টি নেটওয়ার্ক ট্রাফিক মনিটর

তাই মাসের কতটা ডাটা আপনি ব্যাবহার করেছেন তা দেখে নেওয়া খুব গুরুত্বপুর্ণ। আশূণ দেখে নেওয়া যাক এমন পাঁচটি টুল যার মাধ্যমে মনিটর করতে পারবেন আপনার ইন্টারনেট কানেকশান।

BitMeter OS

BitMeter OS

এই ফ্রি ওপেন সোর্স সফটওয়ারের মাধ্যমে আপনি ম্যাক, উইনডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেমের নেটওয়ার্ক স্পিড মনিটর করতে পারবেন। বিভিন্ন গ্রাফের মাধ্যমে এই সফটওয়ারে আপনাকে দেখিয়ে দেবে আপনার নেটওয়ার্কের ডিটেইলস।

প্রতি সেকেন্ডে আপডেট হবে এই গ্রাফ। এছাড়াও আপনি যদি আপনার ডাটা লিমিট অতিক্রম করে যান তবে নোটিফিকেশানের মাধ্যমে আপনাকে সেই কথা জানিয়ে দেবে এই সফটওয়ার।

FreeMeter Bandwidth Monitor

FreeMeter Bandwidth Monitor

ইউজার ফ্রেইন্ডলি লাইটওয়েট এই টুল দিয়ে দেখে নিতে পারবেন আপনার কানেকশান স্পিড। এছাড়াও এই টুল দিয়ে দেখতে পাবেন রিয়েল টাইম ভিসুয়াল রিপ্রেসেন্টেশান। একটি ছোট মনিটর আপনার ডিসপ্লের যে কোন জায়গাতে রেখে দেখতে পারবেন সেই ডাটা।

এদেশে দ্বিতীয় স্টোর খুলে ফেলল কুলপ্যাডএদেশে দ্বিতীয় স্টোর খুলে ফেলল কুলপ্যাড

ShaPlus Bandwidth Meter
 

ShaPlus Bandwidth Meter

একটি ছোট উইন্ডোতে আপনার নেটওয়ার্ক ট্রাফিকের স্ট্যাটাস দেখতে পারবেন এই টুলের মাধ্যমে। খুব ছোট এই টুলটি কম্পিউটারকে কোনভাবে স্লো করে না।

BandwidthD

BandwidthD

এটি আরও একটি ফ্রি টুল যার মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন আপনার নেটওয়ার্ক ট্রাফিকের ডিটেইলস। সবসময় ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এই সফটওয়ারটি। আপনার প্রত্যেক লগ ইন-এর আইপি অ্যাড্রেস সেভ থাকে এই সফটওয়ারে।

Monitor Bandwidth Usage Software

Monitor Bandwidth Usage Software

এই ছোট্ট টুল-এ খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার নেটওয়ার্ক ট্রাফিকের ডিটেইলস।

Best Mobiles in India

Read more about:
English summary
At times, it gets really annoying when you are about to download a file from the Internet and all of a sudden, your bandwidth quota is over. In this article, today, we have listed out 5 top free bandwidth monitoring tools that will help you monitor internet consumption.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X