বর্ষায় মোবাইলে এই ৫ অ্যাপস থাকা মাস্ট

বর্ষায় আপনার প্রয়োজনের ৫টি অ্যাপস।

By Sabyasachi Chakraborty
|

অগত্যা বর্ষা এসে গেছে পুরোদমে। আর এই বর্ষায় আমাদের এক্সপেক্টেশনটা কীরকম? ঘরে বসে থাকব গুটিসুটি মেরে, চায়ে চুমুক দেব, গরম গরম তেলেভাজা সাঁটাবো আরামসে। বাইরে যত কম যাওয়া যায় ততই ভালো। কিন্তু তাতো হয় না। শহরের রাস্তার প্যাঁচপ্যাঁচে কাদা মাড়িয়ে, হাঁটুজল ভেঙে, ছাতা মাথায় কোনও রকমে কাজেকম্মে বেরোনো।

বর্ষায় মোবাইলে এই ৫ অ্যাপস থাকা মাস্ট

কিন্তু ওই যেটুকু সময় বাড়িতে কাটাবেন, সেইটুকু সময় কেন বর্ষায় মেজাজিয়ানা থাকবে না? বর্ষার মেজাজ আনতে তাই এই পাঁচটি অ্যাপস আপনার ফোনে মাস্ট। আপনার বর্ষালু মুড অনুযায়ী কাজে লাগবে সবকটি, পড়ে ফেলুন।

UberEATS

UberEATS

মশালাদার চা, কফি, সঙ্গে ইয়াম্মি স্ন্যাক্সে কামড়। বর্ষায় মশাই এ কমবেশি প্রায় সবারই প্রাণেচ্ছা। আর সেই ইচ্ছে পূরণেই হাজির উবের ইটস। ইচ্ছে পূরণের জন্য জল মাড়িয়ে বাইরে যাওয়ার কোনও প্রয়োজন নেই। ডাউনলোড করুন উবের ইটস। আশেপাশের খাবারের দোকান থেকে এই অ্যাপস থেকেই খাবার আনিয়ে নিন। আর যদি মনে হয় একটু রেঁস্তোরাতে ঢুঁ মারবেন, তাহলে খোঁজাখুঁজির ঝামেলা এড়িয়ে, উবের ইটসই নিয়ে যাবে আপনার ইচ্ছে রেঁস্তোরায়। গাড়ি নিয়ে বেরোলে গাড়ি পার্কিং-এরও সুলুক সন্ধান পাবেন এতে।

Groffers

Groffers

বৃষ্টি এসেছে ঝেঁপে, আর মা, দিদি বা বউ ঘ্যান ঘ্যান করছে মুদিখানার দোকান থেকে এটা আন, সেটা আন বলে? অথবা বর্ষায় মুড হয়েছে জমিয়ে কোনও আইটেম রান্নার, অথচ ভাঁড়ার খালি। চিন্তা নেই, ডাউনলোড করে ফেলুন গ্রোফার্স। দোকানে বা সুপার মার্কেটে গিয়ে ভারী ভারী ব্যাগ ঘাড়ে করে বয়ে আনার দরকার নেই, দরকার নেই বর্ষায় হ্যাপা পোহানোর। গ্রোফার্সে গিয়ে আইটেম সিলেক্ট করে ফেলুন। কবে লাগবে, কোথায়, কখন মাল পৌঁছতে হবে জানিয়ে দিন। মালপত্র আপনার দোরগোড়ায়।

Urban Clap

Urban Clap

বর্ষা অনেক কিছুরই ভরসা জোগায়। কিন্তু অনেকের এ বর্ষাতেই রূপচর্চার টেনশন বাড়ে। তেলতেলে ত্বক, নোংরা নোখ, উস্কোখুস্কো চুল, বর্ষা এলে প্রকৃতি যত সুন্দর হয়, আপনি ততই অসুন্দর হতে থাকেন, বেখেয়ালেই। ওই ভিজে ভিজে সেলুনের দরজায় কড়া নাড়ার দরকার নেই। সেজেগুজে বেরোবেন আর জলে ভিজে কাক বনে গিয়ে পুনর্মুশিক ভবঃ গোছের ব্যাপারস্যাপারেও নো এন্ট্রি লাগান। ডাউনলোড করুন আর্বান ক্ল্যাপ। বাড়িতেই পৌঁছে যাবে সবকিছু। আপনার ঘরের পছন্দের জায়গায় বসে চলুক প্যাডিকিওর বা ম্যাসাজ। বাইরে বৃষ্টি পড়ুক আর ঘরেই চলুক রূপচর্চা।

Nykaa

Nykaa

বৃষ্টির খেয়ালে মেক আপ কিটে টান? কাজল পড়তে গিয়ে দেখলেন কাজল শেষ? কিংবা পছন্দের নেলপলিশটাও তলানিতে? বর্ষায় দোকানে দোকানে ঘোরা নিষ্প্রয়োজন। ডাইনলোড করে ফেলুন স্পেশাল অ্যাপ নায়েকা। বাল্কে মেক আপের জিনিসপত্র কিনলে এরা আকর্ষণীয় ছাড়ও দিয়ে থাকে। মহিলাদের জন্য, বিশেষ করে কর্মরতাদের জন্য তো এই অ্যাপ চাই ই চাই।

Practo

Practo

বর্ষা যতই সুন্দরী হোক না কেন। এই কাল, রোগ ভোগেরও কাল। আগের দিন রাতে জমিয়ে বৃষ্টি ভিজে সকালে উঠে দেখলেন কেলোর কীর্তি। নাক বন্ধ, গলা ব্যথা, মাথা টিপটিব! কোথায় এখন ডাক্তারবাবুকে খুঁজে মরবেন বলুন তো? বর্ষায় গাছ সবুজ হয়, বর্ষায় জীবানুরাও হয় সতেজ। তাই পাল্লা দিতে ডাউনলোড করে ফেলুন প্র্যাক্টো। আশেপাশে কোথায় কোন ডাক্তারবাবু বসেন, সমস্ত ডিটেলস পাবেন এই অ্যাপটিতে। তাহলে আর দেরী কেন....

Best Mobiles in India

Read more about:
English summary
5 must-have smartphone apps this monsoon.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X