অ্যানড্রয়েড ব্যবহার করেন? এখনই সতর্ক না হলে হ্যাক হতে পারে ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম

|

ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে আমরা যতটা সুরক্ষিত বলে মনে করি আদতে তা নয়। প্রযুক্তিগত বিদ্যা থাকলেই হ্যাক করা যায় জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি। হ্যাকাররা আপনার স্মার্টফোন অথবা কম্পিউটারে ম্যালওয়্যার এর মাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম হ্যাকিং এর কাজ করার চেষ্টা করে।

অ্যানড্রয়েড ব্যবহার করেন? এখনই সতর্ক না হলে হ্যাক হতে পারে ফেসবুক

সম্প্রতি এক রিপোর্টে অ্যানড্রয়েড ডিভাইসের জন্য এমনই এক ম্যালওয়্যারের খবর সামনে এসেছে। এই ম্যালওয়্যার ব্যবহার করে হ্যাকাররা স্মার্টফোন থেকে সহজেই বিভিন্ন তথ্য হাতিয়ে নিচ্ছে।

রিপোর্টে জানানো হয়েছে এই ধরনের ম্যালওয়্যার সহ অ্যাপগুলি প্লে স্টোর থেকে ১০ লক্ষ বারের বেশি ডাউনলোড হয়েছে। সম্প্রতি এক সুরক্ষা বিশেষজ্ঞ সংস্থা এই ছরনের ছয়টি অ্যাপের নাম ঘোষণা করেছে। এই অ্যাপগুলিতে রয়েছে বিশেষ ম্যালওয়্যার, যা গ্রাহকের ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করতে সাহায্য করবে। প্লে স্টোর থেকে এই অ্যাপ গুলি ডাউনলোড করা যায়। ম্যালওয়্যার সহ এই ছয়টি অ্যাপ হল Flappy Birr Dog, FlashLight, HZPermis Pro Arabe, Win7imulator, Win7Launcher আর Flappy Bird। ম্যালওয়্যার থাকার খবর পেয়ে ইতিমধ্যেই প্লে স্টর থেকে এই অ্যাপগুলি সরিয়ে দিয়েছে গুগল।

রিপোর্টে জানানো হয়েছে এই ম্যালওয়্যারের মাধ্যমে হ্যাকাররা গ্রাহকের লোকেশান, এসএমএস, কল লগ ও ক্লিপবোর্ডের তথ্য দেখতে পায়। এই সব তথ্য সার্ভারে নিয়ে শুরু হয় হ্যাকিং এর কাজ। এই ছয়টি অ্যাপের যে কোন একটি ওপেন করলে শুরুতেই অ্যাপ ফোনের নেটওয়্যার্ক পরীক্ষা করতে শুরু করবে। এর পরে ফোনের ভিতরে পাঠাবে একটি XML কোডিং।

এই ম্যালওয়্যারের মাধ্যমে ফোনের বিভিন্ন তথ্য জানার সাথেই ফোনে ফেসবুক, হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফাইল সার্ভারে নিয়ে নিতে পারে। এরপরে এই সব তথ্য ব্যবহার করে চলতে থাকে হ্যাকিং এর কাজ।

Best Mobiles in India

English summary
6 apps that can hack your Facebook, WhatsApp, Instagram data

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X