গুগুল ম্যাপের ৬ টি গুরুত্বপূর্ণ ফিচার

|

আমাদের রোজকার জীবনে অন্যতম প্রয়োজনীয় অ্যাপ গুগুল ম্যাপ। কয়েজ কোটি মানুষের জীবন সহজ করে দিয়েছে গুগুল ম্যাপ। আমরা সবাই জানি গুগুল ম্যাপের প্রাইমারী ফাংশান কোন জায়গা খুঁজে বার করা বা ট্রাফিল এর তথ্য পাওয়া বা নেভিগেশান।

গুগুল ম্যাপের ৬ টি গুরুত্বপূর্ণ ফিচার

কিন্তু এছাড়াও রয়েছে গুগুল ম্যাপে রয়েছে অনেক লুকানো ফিচার। আসুন দেখে নেওয়া যাক তেমনি ৬টি ফিচার।

আপনার লোকেশান স্ট্যাটাস শেয়ার করুন

আপনার লোকেশান স্ট্যাটাস শেয়ার করুন

তৃতীয় ব্যাক্তির সাথে নিজের লোকেশান স্ট্যাটাস শেয়ার করা যায় গুগুল ম্যাপে। এছাড়াও আপনি এইভাবে আপনি কোন ব্যাক্তির লাইভ লোকেশান ফলো করতে পারবেন।

কিছু কাজের জেসচার

কিছু কাজের জেসচার

গুগুল ম্যাপের সবথেকে জনপ্রিয় জেসচার অবশ্যই পিঞ্চ করে জুম করার অপশান। যদিও রয়েছে এছাড়াও অনেক নতুন ফিচার। আপনি দুই আঙ্গুল ঘুরিয়ে ফেলতে পারেন ম্যাপ। এর মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন সেই জায়গা সম্পর্কে অতিরিক্ত তথ্য।

জেনে নিন আপনার গাড়ি কোথায় আছে
 

জেনে নিন আপনার গাড়ি কোথায় আছে

পার্কিংএ নিজের গাড়ি খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায়। কিন্তু এখন আপনি গুগুল ম্যাপের মাধ্যমে খুঁজে নিতে পারবেন নিজের গাড়ি। গুগুল ম্যাপে আপনি যেখানে গাড়ি পার্ক করলেন সেই যায়গাটি পিন করে রাখতে পারবেন। পরে নেভিগেশান ব্যাবহার করে সহজেই পৌঁছে যেতে পারবেন গাড়ির কাছে।

গুগুলকে আপনার কথা শনা থেকে বিরত করবেন কি করে?গুগুলকে আপনার কথা শনা থেকে বিরত করবেন কি করে?

 অফলাইন ম্যাপ

অফলাইন ম্যাপ

অন্য শহরে বা বিদেশে গেলে নিজের ফোনের নেটওয়ার্ক কাজ করে না অনেক সময়। তখন ম্যাপ খোলা সম্ভব হয় না। কিন্তু গুগুল ম্যাপে আপনি সেভ করে রাখতে পারবেন যে কোন যায়গার ম্যাপ। পরে অফলাইনে দেখে নিতে পারবেন সেই অ্যাপ। এছাড়াও নেভিগেশান ব্যাহহার করতে পারবেন অফলাইন ম্যাপে।

অতিরিক্ত ফিচার

অতিরিক্ত ফিচার

আপনার ডেস্টিনেশান নেভিগেশানে দিলেই গুগুল জানিয়ে দেবে কোন রাস্তা দিয়ে গেলে সব থেকে কম সময়ে পৌঁছতে পারবেন আপনার ডেস্টিনেশানে। এছাড়াও আপনি নিজের ট্রিপে অ্যাড করতে পারবেন আপনার স্টপ। পরে বদলে নিতে পারবেন আপনার ডিরেকশান।

কাছের এলাকা এক্সপ্লোর করুন

কাছের এলাকা এক্সপ্লোর করুন

এক্সপ্লোর অপশান ট্যাপ করে এই এক্সপ্লোর এ ক্লিক করলে আপনি জেনে নিতে পারবেন আপনার কাছে ভালো রেস্টুরান্ট বা সময় কাতানোর জায়গা। এছাড়াও দেখে নিতে পারবেন কাছের ATM বা পেটল পাম্পের মতো তথ্য।

Best Mobiles in India

Read more about:
English summary
Google Maps is one of the essential apps for most smartphone users. The app has been updated multiple times to enhance the user experience. Here are the six handy features of Google Maps that you might find useful while you are navigating with the help of this app.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X