WhatsApp Web ব্যবহারের সাতটি সহজ টোটকা

By GizBot Bureau
|

WhatsApp Web এর আগমন এর ফলে কম্পিউটারে WhatsApp ব্যবহার সহজ হয়ে গিয়েছে। এখন আর গুরুত্বপূর্ণ মেজেস চোখ এড়িয়ে যাওয়ার সভাবনা নেই। ওয়েবসাইটে QR কোড মোবাইলে WhatsApp ওপেন করে স্ক্যান করলেই কম্পিউটার থেকে WhatsApp ওপেন হয়ে যাবে।

WhatsApp Web ব্যবহারের সাতটি সহজ টোটকা

ফোনের নোটিফিকেশান থেকে অথবা WhatsApp Web সেকশানে গিয়ে লগ আউটে ট্যাপ করলেই কমপিউটার থেকে WhatsApp লগ আউট হয়ে যাবে। WhatsApp Web এর সাধারন ব্যবহার খুব সহজ হলেও এই কয়েকটি টোটকা ব্যবহার করে WhatsApp Web এর ব্যবহার আরও মঋণ করে তুলতে পারেন।

WhatsApp-এর কি-বোর্ড শর্টকাট

১। Ctrl+N: নতুন চ্যাট

২। Ctrl+Shift+ ] : পরের চ্যাট

৩। Ctrl+Shift+ [ : আগের চ্যাট

৪। Ctrl+E: চ্যাট আর্কাইভ

৫। Ctrl+Shift+M: মিউট চ্যাট

৬। Ctrl+Backspace: ডিলিট চ্যাট

৭। Ctrl+Shift+U: আনরিড মার্ক

৮। Ctrl+Shift+N: নতুন গ্রুপ

৯। Ctrl+P: প্রোফাইল স্ট্যাটাস ওপেন

ইমোজি সার্সে কি-বোর্ড

টেক্সট এর পাশে ইমোজি আইকনে সিলেক্ট করে যে ইমোশানের ইমোজি খুঁজছেন সেই এমোশানের প্রথম দুট শব্দ কি-বোর্ডে টাইপ করুন। এরপরে অ্যারো কি দিয়ে নেভিগেট করে পছন্দের ইমোজি সিলেক্ট করে এন্টার প্রেস করে তা সেন্ড করে দিন।

অটোমেটিক ইমোজি

সবসময় কোলোন দিয়ে ইমোজি টাইপের প্রয়োজন হয় না। টেক্সটগুলিকে WhatsApp নিজে থেকেই ইমোজি করে দিতে পারে। WhatsApp Emoticon Preserver নামের একটি স্ক্রিপ্ট ব্যবহার করে এই কাজ করা যায়।

একই কম্পিউটারে একাধিক WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার

Opera ব্রাউজারে ইনকগনিটো ট্যাবে প্রথমে একটি WhatsApp অ্যাকাউন্ট ওপেন করুন। এরপরে নতুন ট্যাবে dyn.web.whatsapp.com এর মতো প্রক্সি সার্ভার দিয়ে অন্য অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন।

নীল টিক ছাড়াও WhatsApp এর মেসেজ পড়ুন

নীল টিক ছাড়াই WhatsApp মেসেজ পড়তে নীচের পদ্ধতি অবলম্বন করুন

১। WhatsApp Web উইন্ডতে একটি চ্যাট ওপেন করুন।

২। নতুন একটি উইন্ডো ওপেন করে তার সাইজ ছোট করুন। এমন ভাবে যেন পিছনে WhatsApp Web দেখা যায়।

৩। নতুন উইন্ডো ওপেন রেখে মাউস কার্সারটি সেখানেই রাখুন।

৪। এবার পিছনে মেসেজ আসতে থাকলে আপনি তা পড়ে নিতে পারবেন কিন্তু সেই মেসেজে নীল টিক মার্ক পড়বে না।

৫। তবে পরে WhatsApp Web এর উপরে ক্লিক করলেই এই মেসেজে নীল টিক মার্ক পড়ে যাবে।

WAToolkit এক্সটেনশান

WAToolkit এক্সটেনশানের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড নোটিফিকেশান ও ফুল উইথ চ্যাট বাবল পাওয়া সম্ভব।

প্লে ব্যাক স্পিড ও ভলিউম বদল

ফোন করা না গেলেও WhatsApp Web এর মাধ্যমে ভয়েস নোট পাঠানো সম্ভব।

Zapp ক্রোম এক্সটেনশানের মাধ্যমে অডিও মেসেজের ভলিউম ও প্লে ব্যাক স্পিড কমানো বাড়ানো সম্ভব।

WhatsApp এ আপনাকে কেউ ব্লক করলে তা বোঝার সহজ উপায়WhatsApp এ আপনাকে কেউ ব্লক করলে তা বোঝার সহজ উপায়

Best Mobiles in India

Read more about:
English summary
Logging out is also a piece of cake as all you have to do is go to settings and tap on WhatsApp Web and then click log out to do so from all computers.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X