অ্যানড্রয়েডের সেরা ৭টি স্ট্র্যাটিজি গেম

|

আমরা সবাই নিজেদের অ্যানড্রয়েডে গেম খেলে সময় কাটাতে ভালোবাসি। যদিও রেসিং থেকে আর্কেড সবরম গেমিং সেগমেন্টেই অ্যানড্রয়েডে রয়েছে আকর্ষনীয় সব গেম, কিন্তু আজ আমরা কথা বলব গেমিং জগতে অন্যতম জনপ্রিয় সেগমেন্ট স্ট্র্যাটিজি গেম নিয়ে। নীচে দেখে নিন এই মুহুর্তে প্লে স্টোরের সেরা স্ট্র্যাটিজি গেমগুলি।

অ্যানড্রয়েডের সেরা ৭টি স্ট্র্যাটিজি গেম

সবকটি গেম বিনামূল্যে ডাউনলোড করা যাবে প্লে স্টোর থেকে। তবে মাথায় রাখবেন গেম খেলার সময় টাকা খরচ করতে হতে পারে আপনাকে। বন্ধুদের সাথেও খেলা যাবে এই সব গেমগুলি।

Grow Empire: Rome

Grow Empire: Rome

টাওয়ার ডিফেন্স, স্ট্র্যাটিজি মেকানিজম ও রোল প্লেইং এলিমেন্টের সংমিশ্রন এই গেমটি। এর ফলে এই গেমটি প্লে স্টোরের অন্যতম জনপ্রিয় স্ট্র্যাটিজি গেম। এই গেমে আপনি একজন মহান নেতা সিজার। আর আপনাকে নিজের নাগরিকদের বাঁচাতে অন্য সেনাদের পরাজিত করতে হবে।

Lords Mobile

Lords Mobile

২০১৭ সালের সেরা অ্যানড্রয়েড গেমের সিরোপা জিতেছিল এই গেমটি। বিশ্বব্যাপী প্রায় ১৩০ মিলিয়ানের বেশি ইউজার এই গেমটি খেলেন। এই গেমে আপনাকে মুখোমুখি হতে হবে শক্তিশালী শরুপক্ষের। এছাড়াও আপনি ঠিক কিরে নিতে পারবেন কোন চরিত্রটি নিয়ে আপনি খেলবেন।

Clash of Clans

Clash of Clans

এটি সম্ভবত অ্যানড্রয়েডে সমথেকে জনপ্রিয় গেম। শুরুতে আপনার নিজের গ্রাম বানাতে হবে। এরপর তৈরী করতে হবে নিজের ক্ল্যান। এরপরেই শুরু হবে যুদ্ধ। নিজের যুদ্ধনীতি ব্যাবহার কওরে জিততে হবে সেই যুদ্ধগুলি।

Iron Throne

Iron Throne

জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনস এর থেকে অনুপ্রানিত হয়ে তৈরী এই গেমটি। এখানে আপনাকে নিজের ক্যাসেল তৈরী করতে হবে। এরপর বানাতে হবে নিজের সেনাবাহিনী। এরপরে বিশ্বের যে কোন খেলোয়াড়ের বড় যুদ্ধে নামতে পারেন এই গেমে। যদিও নিজের কুটনীতি ঠিক রাখা অত্যন্ত প্রয়োজনীয় এই গেমে।

Clash Royale

Clash Royale

এটি একটি রিয়েল টাইম গেম। ক্ল্যাশ অফ ক্ল্যানের ডেভেলপাররা তৈরী করেছেন এই গেমটি। এই গেমে রয়েছে প্রিন্স, নাইট, বেবি ড্রাগন সব জনপ্রিয় চরিত্রই। এখানে আপনাকে যুদ্ধে নেতৃত্ব দিতে হবে।

পালকের মতো হালকা ল্যাপটপ লঞ্চ করল এই কোম্পানিপালকের মতো হালকা ল্যাপটপ লঞ্চ করল এই কোম্পানি

Plant vs Zombies

Plant vs Zombies

এই গেমে নিজের প্ল্যান্ট গুলি দিয়ে যম্বিদের সাথে লড়াই করতে হবে। এর অন্য আপনাকে বড় করতে হবে প্ল্যান্টগুলিকে। এরপর এই প্ল্যান্টগুলি লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেলে লড়াই শুরু হয়ে যাবে যম্বিদের সাথে।

Talking Tom Camp

Talking Tom Camp

একটু স্বাদ বদলের জন্য আপনি দেখে নিতে পারেন এই গেমটি। নিজের ওয়াটার বেলুন ও ওয়াটার গান দিয়ে তৈরী হয়ে যেতে হমে নিজের মিশনের জন্য। এরপর অ্যাটাক করতে হবে বিপক্ষকে।

Best Mobiles in India

Read more about:
English summary
Are you a fan of strategy games? Here are few of the best you can try on your Android phone.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X