শিঘ্রই ১০ টার মধ্যে ৯ টা অ্যাপ আসবে ভারত থেকে: রিপোর্ট

By Gizbot Bureau
|

ভারতের স্মার্টফোন দুনিয়ায় শুরু হয়েছে বিপ্লব। এর ফলে ভারতের ডেভেলপাররা আরও বেশি স্মার্টফোন অ্যাপ বানাতে শুএরু করেছেন। আগামী ৫-১০ বছরের মধ্যে প্লে স্টোরে প্রত্যেক ১০ টির মধ্যে ৯টি অ্যাপ ভারতে তৈরী হবে। সম্প্রতি এই খবর জানিয়েছেন জিজিভিসি ম্যানেজিং পার্টনার হান্স টাং।

শিঘ্রই ১০ টার মধ্যে ৯ টা অ্যাপ আসবে ভারত থেকে: রিপোর্ট

ভারতের অষ্টম ইন্টারনেট দিবস উপলক্ষ্যে ভাষন দেওয়ার সময় টাং এই কথা জানিয়েছেন। কয়েক বছর আগে যখন চীনে স্মার্টফোন বিপ্লব শুরু হয়েছিল ভারতে একই ভাবে শুরু হয়েছে স্মার্টফোনের রমরমা। জানিয়েছেন তিনি।

এই ইভেন্টের মুল উদ্দেশ্য ছিল ইন্টারনেট সার্ভিসের উপর নির্ভর করে স্টার্ট আপ কোম্পানিগুলিকে উদ্ধুদ্ধ করা।

এই ইভেন্টে ভারতে মাইক্রোসফট প্রধান জানিয়েছেন ভারতে স্টার্ট আপ শুরুর জন্য বাদর্শ পরিবেশ রয়েছে।

জোমাটো প্রধান দিপেন্দর গোয়েল জানিয়েছেন, এই কোম্পানিগুলি দেশের বাইরে থেকে দেশের মধ্যে সম্পত্তি নিয়ে আসতে সাহায্য করছে।

ভারতের স্মার্টফোন বাজারে সবথেকে সুরুত্বপূর্ণ বাজারে ১০,০০০ টাকার নীচের সেগমেন্ট। সব কোম্পানি এই সেগমেন্টে একের পর এক স্মার্টফোন লঞ্চ করে বাজার দখল নেওয়ার চেষ্টা করছে।

এছাড়াও টেলিকম কোম্পানিগুলির মধ্যেও চলছে নিরন্তর প্রতিযোগিতা। নিজের গ্রাহক ধরে রাখতে নিত্য নতুন প্ল্যান লঞ্চ করছে টেলিকম কোম্পানিগুলি। প্রতিদিনই আরও বেশি ডেটা দেওয়ার সাথেই টেলিকম কভারেজ উন্নতিতে জোর দিচ্ছে কোম্পানিগুলি। গত এক বছরে গোটা দেশে আরও বেশি এলাকায় পৌঁছে গিয়েছে ৪জি নেটওয়ার্ক। এর ফলে ভারতবাসীর কাছে সহজলভ্য হয়েছে ইন্টারনেট ব্যবহার। প্রত্যেক মাসেই ভারতে আরও বেশি গ্রাহক ইন্টারনেট ব্যবহার শুরু কছেন। এর ফলে নিয়মিত বাজার বড় হচ্ছে। তাই ইনয়টারনেট সার্ভিস ব্যবহার করে নতুন অ্যাপ নিঃসন্দেহে ডেভেলপারদের আরও বেশি সক্রিয় করবে।

Best Mobiles in India

Read more about:
English summary
9 out of top 10 apps to come from India soon: GGVC Managing Partner

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X