আকাশছোঁয়া মাইনের এই আইটি চাকরি সম্পর্কে অজানা কিছু তথ্য

|

সম্প্রতি হ্যাকারদের বাড়বাড়ন্ত চরমে পৌঁছেছে। তাই সব কোম্পানির সাইবার সিকিউরিটি নিয়ে চিন্তিত। তাই আইটি জগতে সাইবার সুরক্ষা বিশেশজ্ঞদের (CISO) কদর বাড়ছে। এই মুহুর্তে সবথেকে বেশি মাইনে পান সুরক্ষা বিশেষজ্ঞরাই। আগামী বছর এই পদের চাহিদা আরও ২০ শতাংশ বাড়বে। হ্যাকারদের বাড়বাড়ন্তই এই সুরক্ষা বিশেষজ্ঞদের জনপ্রিয়তার প্রধান কারন।

আকাশছোঁয়া মাইনের এই আইটি চাকরি সম্পর্কে অজানা কিছু তথ্য

এই মুহুর্তে বিশ্বব্যাপী ৩০ লক্ষ সাইবার বিশেষজ্ঞের চাহিদা রয়েছে। তবে ভালো মানের সাইবার বিশেষজ্ঞের অভাব তৈরী হয়েছে। অনেক কোম্পানি গাঁটের টাকা খরচ করে সাইবার বিশেষজ্ঞদের ট্রেনিং এর ব্যবস্থা করেছে। সারা বিশ্বের বেশিরভার সুরক্ষা বিশেষজ্ঞ এই মুহুর্তে এশিয়াতে রয়েছেন। ফলে বিশ্বের অন্য প্রান্তে চাহিদা আরও বাড়ছে এই প্রফেশানালদের চাহিদা। এক নজরে সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের সমর্কে অজানা কিছু তথ্য দেখে নেওয়া যাক।

১। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা (CISO) বছরে ৬০ লক্ষ টাকা থেকে ১.২ কোটি টাকা রোজগার করেন।

২। তবে টেকনিকাল অফিসারের থেকে ২০ শতাংশ কম মাইনে পান এই সিকিউরিটি অফিসাররা।

৩। আইটি চাকরির তুলনায় তিন গুন দ্রুত বাড়ছে সাইবার বিশেষজ্ঞদের চাহিদা।

৪। ব্যাঙ্ক, স্বাস্থ্য, ই-কমার্স, ইঞ্জিনিয়ারিং, সহ সব গ্রাহক কেন্দ্রিক পরিষেবার প্রয়োজন সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ।

৫। চাহিদা তুঙ্গে থাকলেও এই ম্নুহুর্তে ভাল মানের সাইবার সুরক্ষা বিশেষজ্ঞের অভাব রয়েছে। এই মুহুর্তে সারা বিশ্বে ৩০ লক্ষ সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ প্রয়োজন।

৬। একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে থাকেন এই সুরক্ষা বিশেষজ্ঞরা।

৭। এই সুকিউরিটি অফিসারসা টেকনিকাল অফিসার অথবা ইনফরমেশান অফিসারকে রিপোর্ট করেন।

৮। কিছু কোম্পানি ভিতর থেকেই এই অফিসারদের নয়োগ করে।

৯। অনেক কোম্পানি এই সিকিউরিটি অফিসারদের ট্রেনিং এর অনেক টাকা বিনিয়োগ করছে।

Best Mobiles in India

Read more about:
English summary
9 things to know about one of the 'highest-paid' jobs in the IT industry

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X