সামনে এল নতুন আধার অ্যাপ, কী কী থাকছে?

By Gizbot Bureau
|

অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকদের জন্য নতুন এমআধার অ্যাপ লঞ্চ করেছে ইউআইডিএআই। সব গ্রাহককে আগের অ্যাপ আন ইন্সটল করে নতুন অ্যাপ ডাউনলোড করার অনুরোধ করা হয়েছে। শীঘ্রই পুরনো আধার অ্যাপ কাজ করা বন্ধ করে দেবে।

 
সামনে এল নতুন আধার অ্যাপ, কী কী থাকছে?

নতুন এমআধার অ্যাপ ব্যবহার করবেন কীভাবে? দেখে নিন।

এম আধার অ্যাপ সেট আপ করা

 

নতুন অ্যাপটি ব্যবহার করতে প্রথমে আপনাকে অ্যাপটিতে লগ ইন করতে হবে এবং আপনার মোবাইল নম্বরটি যাচাই করতে হবে। এর পরে, আপনাকে আপনার আধার কার্ডটি রেজিস্টার করতে হবে এবং তারপরে এটি ভেরিফাই করতে হবে। এটি করতে আপনি অ্যাপের উপরে থাকা ব্যানারে ক্লিক করে "আপনার আধার নিবন্ধন করুন" ক্লিক করতে পারেন। এটি ক্লিক করে আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাবে যেখানে আপনাকে আপনার আধার নম্বরটি ইনপুট করতে হবে এবং তারপরে আপনার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি আসার অপেক্ষা করতে হবে। ওটিপি আসার পরে অ্যাপের মধ্যে তা দিতে হবে। এইভাবে অ্যাপের সাথে আধার কানেক্ট করা যাবে।

নতুন প্রিন্টের আবেদন

আধার কার্ড হারিয়ে গেলে অথবা চুরি হলে এই অ্যাপ ব্যবহার করেই নতুন প্রিন্টের আবেদন জানাতে পারবেন। অ্যাপ ওপেন করলে 'আধার কার্ড রি-প্রিন্ট’ অপশন দেখতে পাবেন। সেখানে সিলেক্ট করে আপনার মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে। এর পরে ৫০ টাকা অনলাইনে পেমেন্ট করে আবেদন সম্পূর্ণ করতে হবে। শেষ হলে আপনার ঠিকানায় কয়েক দিনের মধ্যে স্পিড পোস্টে আধার চলে আসবে।

বেনামে আধারের তথ্য শেয়ার

অনেক সময় এমন অনেক জায়গায় আধারের তথ্য শেয়ার করতে হয় যেখানে খুব বেশি সুরক্ষিত মনে হয় না। সেই কারণে একটি ভার্চুয়াল আধার আইডি তৈরি করে নেওয়া যাবে। এই অ্যাপ ব্যবহার করেই সেই কাজ করে নেওয়া যাবে। ভার্চুয়াল আধার আইডি আসল আধার আইডির মতোই কাজ করবে। তবে সুরক্ষায় আপোষ করতে হবে না।

ওটিপি ব্যবহার

অনেক সময় মোবাইলের ওটিপি ঠিক করে কাজ করে না। ওটিপি না পৌঁছনোর জন্য অনেক কাজ আটকে থাকে। এই অ্যাপ ব্যবহার করলে অ্যাপ থেকে ওটিপি আপনার কাছে পৌঁছে যাবে।

অথেনটিকেশন হিস্ট্রি

আপনার আধার কখন কোথায় ব্যবহার হয়েছে তা এই অ্যাপ থেকে দেখে নেওয়া যাবে। ঠিক কোন ধরনের ইতিহাস দেখতে চান তা সিলেক্ট করলেই এই উত্তর দেবে অ্যাপ।

Best Mobiles in India

Read more about:
English summary
Aadhaar App Gets New Update With Revamped UI

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X