ডিজিটাল ওয়ালেটে আধার লিঙ্কঃ জেনে নিন প্রযোজনীয় সব তথ্য

|

গত কয়েক বছরে ভারতে বিপুল জনপ্রিয় হয়েছে মোবাইল ওয়ালেট। টেক শ্যাভি থেকে সাধারন মানুষ সবাই তাদের স্মার্টফোনের মাধ্যমে শুরু করেছেন মোবাইল ওয়ালেট ব্যাবহার।

ডিজিটাল ওয়ালেটে আধার লিঙ্কঃ জেনে নিন প্রযোজনীয় সব তথ্য

আপনাকে KYC আপডেটের নোটিফিকেশান হয়তো অনেকবার পাঠানো হয়েছে মোবাইল ওয়ালেটের তরফে। আসুন দেখে নি কিভাবে আপডেট করবেন KYC।

কিভাবে আপডেট করবেন KYC?

আপনার মোবাইল ওয়ালেটে যদি টাকা থাকে তবে আপনি কোন ভাবেই সেই টাকা হারাবেন না। কিন্তু আপনি কিছু ফিচার ব্যাবহার থেকে বঞ্চিত থেকে যাবেন। যে কোন মোবাইল ওয়ালেট কোম্পানি নিচের ডকুমেন্টগুলি KYC হিসাবে গ্রহণ করছে,

১। পাসপোর্ট

২। ড্রাইভিং লাইসেন্স

৩।। প্যান কার্ড

৪। ভোটার আইডি কার্ড

কেন এই আপডেট আবশ্যিক?

আপনি যদি কোন প্রাইভেট সংস্থাকে আপনার নিজস্ব ডিটেলস দিতে না চান তবে আপনার মোবাইল ওয়ালেট থেকে বন্ধ হয়ে যাবে মানি ট্রান্সফার ফিচার। যদিও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নার বি পি কানুংগ জানিয়েছেন KYC আপডেট না করলে মোবাইল ওয়ালেটের টাকা নষ্ট হবে না গ্রাহকদের।

Vodafone mPesa

Vodafone mPesa

KYC আপডেট না করালে নিজের অ্যাকাউন্টে টাকা ভরতে পারবেন না গ্রাহকরা। যদিও রিচার্জ বা অন্য সব ফিচার চালু থাকবে এই মোবাইল ওয়ালেটে। আপণার টাকা ব্লক করবে না কোম্পানি।

Paytm

Paytm

Paytm একমাত্র মোবাইল ওয়ালেট অ্যাপ যেখানে আপনি KYC আপডেট না করেও নিজের ওয়ালেটে টাকা ভরতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন ভেন্ডারের কাছে টাকা খরচও করতে পারবেন এই মোবাইল ওয়ালেটে। যদিও আপনি অন্য গ্রাহকদের বা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন না KYC আপডেট না করালে।

রিলায়েন্স জিও মানি
 

রিলায়েন্স জিও মানি

রিলায়েন্স জিও মানি তে আপনি KYC আপডেট না করালে শুধুমাত্র নতুন করে আর কোন টাকা ভরতে পারবেন না। তবে চালু থাকবে বাকি সব ফিচার।

অ্যানড্রয়েডের সেরা ৫টি মিউজিক উইজেটঅ্যানড্রয়েডের সেরা ৫টি মিউজিক উইজেট

অ্যামাজন পে ব্যালেন্স

অ্যামাজন পে ব্যালেন্স

একইরকম নিজের অ্যাকাউন্টে নতুন করে আর কোন টাকা ভরতে পারবেন না এই মোবাইল ওয়ালেটে। তবে চালু থাকবে বাকি সব ফিচার।

Best Mobiles in India

Read more about:
English summary
"Please update your KYC de..." If you, like many, are part of the tribe who have stopped reading this sentence completely when it pops up every time you use your e-wallet to pay for something or transfer funds online, you might wish to learn about what would happen if you choose not to update your details before the KYC deadline.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X