বিনামূল্যে আমাজন মিউজিক ব্যবহার করবেন কীভাবে?

By Gizbot Bureau
|

এতদিন আমাজন মিউজিক অ্যাপ ব্যবহারের জন্য আমাজন প্রাইম সাবস্ক্রিপশন বাধ্যতামূলক ছিল। এবার বিনামূল্যে এই পরিষেবা ব্যবহার করা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে আমাজন প্রাইম সাবস্ক্রিপশনে মাসে ৯.৯৯ ডলার খরচ করতে হয়। এর সাথে বিনামূল্যে আমাজন মিউজিক ব্যবহারের সুযোগ থাকে। এবার সাবস্ক্রিপন ছাড়াই আমাজন মিউজিক ব্যবহার করা যাবে।

বিনামূল্যে আমাজন মিউজিক ব্যবহার করবেন কীভাবে?

চলতি বছর সেপ্টেম্বর মাসে আমাজন ইকো গ্রাহকদের জন্য আমাজন মিউজিকের একটি ফ্রি ভার্সান লঞ্চ করেছিল মার্কিন কোম্পানিটি। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ১৪ কোটি গ্রাহক বিনামূল্যে স্পটিফাই ব্যবহার করেন। সেই সার্ভিসের সাথে গ্রাহককে বিজ্ঞাপন শুনতে হয়। একই পথে হেঁটে এবার বিনামূল্যে আমাজন মিউজিক ব্যবহারের সুযোগ করে দিন। তবে তবে আমাজন মিউজিক ব্যবহার করলে গ্রাহককে বিজ্ঞাপন শুনতে হবে।

সম্প্রতি এক ব্লগ পোস্টে আমাজন জানিয়েছে, “আজ থেকে, অ্যামাজন মিউজিক গ্রাহকরা যাদের এখনও প্রাইম সদস্যপদ নেই, বা অ্যামাজন মিউজিক আনলিমিটেডের সাবস্ক্রিপশন নেই, তারা এখন তাদের পছন্দের ডিভাইসে শীর্ষস্থানীয় প্লেলিস্ট এবং হাজার হাজার স্টেশনগুলির একটি বিজ্ঞাপন সমর্থিত নির্বাচন শুনতে পারবেন listen পূর্বে কেবল ইকো ডিভাইসে থাকা গ্রাহকদের জন্য উপলব্ধ, আজকের সংবাদ আইওএস, অ্যান্ড্রয়েড এবং ফায়ারটিভিতে অ্যামাজন সঙ্গীত অ্যাপ্লিকেশন ব্যবহার করে গ্রাহকদের অ্যাক্সেস প্রসারিত করে। গ্রাহকরা ওয়েবে এই সঙ্গীতটি শুনতে পারেন ... এখন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানি গ্রাহকরা সাবস্ক্রিপশন বা ক্রেডিট কার্ডের প্রয়োজন ছাড়া আরও সংগীত উপভোগ করতে পারবেন।”

যদিও বিজ্ঞাপন ছাড়া আমাজন মিউজিক ব্যবহার করতে এখনও প্রাইম সাবস্ক্রিপশন বাধ্যমামুলক রয়েছে। আমাজন প্রাইম সাবস্ক্রিপশনের সাথেই বিনামূল্যে দ্রুত ডেলিভারি, আমাজন প্রাইম ভিডিও আর আমাজন প্রাইম মিউজিকের সুবিধা পাওয়া যায়। ভারতে আমাজন প্রাইম সাবক্রিপশনের বার্ষিক খরচ ৯৯৯ টাকা। যদিও মাসিক চুক্তিতে আমাজন প্রাইম ব্যবহার করতে প্রতি মাসে ১২৯ টাকা খরচ হবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Ad-Supported Amazon Prime Music Now Available For Android And iOS Users

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X