এসে গেল এয়ারটেল ব্ল্যাক প্ল্যান, পেয়ে যাবেন দুর্দান্ত সুবিধা

By Gizbot Bureau
|

বিলিং আরও সহজ করতে গত সপ্তাহে লঞ্চ হয়েছে এয়ারটেল ব্ল্যাক। এর ফলে পোস্টপেড মোবাইল কানেকশন, ডিটিএইচ ও ব্রডব্যান্ডের বিল একসঙ্গে দেখা যাবে। এয়ারটেল প্ল্যানের মাধ্যমে দুটি অথবা তাঁর বেশি এয়ারটেল সার্ভিসকে যুক্ত করতে পারবেন গ্রাহকরা। এইভাবে তাঁরা এয়ারটেল ব্ল্যাক সাবস্ক্রাইবার হয়ে উঠবেন।

 
এসে গেল এয়ারটেল ব্ল্যাক প্ল্যান, পেয়ে যাবেন দুর্দান্ত সুবিধা

ব্ল্যাক প্ল্যানে গ্রাহকরা মূলত চারটি সুবিধা পাবেন। একটি বিলে সব পেমেন্ট, গ্রাহকের জন্য ব্যক্তিগত সহযোগী, সমস্যার দ্রুত সমাধান ও বিনামূল্যে এয়ারটেল এক্সট্রিম বক্স। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে এয়ারটেল ব্ল্যাক প্ল্যান ব্যবহার শুরু করা যাবে। চাইলে নিজের প্ল্যান কাস্টোমাইজ করা যাবে।

 

এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে কীভাবে এয়ারটেল ব্ল্যাক ব্যবহার শুরু করবেন?

প্রথমেই এয়ারটেল থ্যাঙ্ক অ্যাপ আপডেট করতে হবে।

স্টেপ ১। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ ওপেন করে বাঁ দিকে আপগ্রেড টু এয়ারটেল ব্ল্যাক অপশন সিলেক্ট করুন।

স্টেপ ২। এবার "গেট স্টার্টেড" বাটন ক্লিক করুন।

স্টেপ ৩। এবার আপনি এয়ারটেল ব্ল্যাক পেজে পৌঁছে যাবেন। এখানে কোম্পানির বিভিন্ন সার্ভিস কাস্টোমাইজ করা যাবে।

স্টেপ ৪।

এয়ারটেল ব্ল্যাক প্ল্যান

৯৯৮ টাকা থেকে এয়ারটেল ব্ল্যাকের প্ল্যান শুরু হচ্ছে। শুরুতে মোট চারটি প্ল্যান থাকছে।

৯৯৮ টাকা প্ল্যানে: দুটি পোস্টপেড কানেকশন ও একটি ৪১৩ টাকার ডিটিএইচ কানেকশনের সুবিধা মিলবে।

১,৩৪৯ টাকা: এই কানেকশনে তিনটি পোস্টপেড কানেকশন ও 413 টাকা ডিটিএইচ প্ল্যান পাওয়া যাবে।

১,৫৯৮ টাকা: এই প্ল্যানে দুটি পোস্টপেড প্ল্যান ও ৯৯৯ টাকা মূল্যের ২০০ এমবিপিএস ব্রডব্যান্ড কানেকশন মিলবে।

২,০৯৯ টাকা: এই প্ল্যানে তিনটি পোস্টপেড কানেকশন, ৫০১ টাকার ডিটিএইচ সার্ভিস ও ২০০ এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যান ব্যবহার করা যাবে।

নতুন সার্ভিস যুক্ত করবেন কীভাবে?

নতুন কানেকশনের জন্য ব্ল্যাক প্ল্যান সিলেক্ট করে একটি একটি করা সার্ভিস পছন্দ করুন। পোস্টপেডের জন্য প্রথমে সবুজ বক্সে ক্লিক করে তারপরে পোস্টপেড কানেকশন অ্যাড করুন। এর পরে কানেকশনের তথ্য দিয়ে দিন। নতুন নম্বর যুক্ত করতে একই পদ্ধতি অনুসরণ করুন।

শেষ হলে নীচে সেভ বাটন সিলেক্ট করুন। সাবমিশনের আগে সব তথ্য মিলিয়ে নিন।

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel Black Plan: Check Plans, Personalize Service, More With Airtel Black

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X