১৪ এপ্রিল পর্যন্ত এয়ারটেল ডিজিটাল টিভিতে বিনামূল্যে দেখা যাবে এই চ্যানেলগুলি

By Gizbot Bureau
|

লকডাউনের সময় নিরবচ্ছিন্ন পরিষেবা চালিয়ে যেতে বিশেষ ব্যবস্থা নিল ভারতি এয়ারটেলের ডিটিএইচ পরিষেবা এয়ারটেল ডিজিটাল টিভি। ১৪ এপ্রিল পর্যন্ত চারটি চ্যানেল বিনামূল্যে দেখা যাবে। এই জন্য অতিরিক্ত খরচ করতে হবে না গ্রাহককে। সম্প্রতি একই ধরনের ঘোষণা করেছিল টাটা স্কাই ও ডিশ টিভির মতো অপারেটরগুলি। লকডাউনের সময় প্রথম বিনামূল্যে ফিটনেস সার্ভিস দিতে শুরু করেছিল টাটা স্কাই। এর পরে ইমার্জেন্সি ক্রেডিটের সুবিধা ও দশটি প্ল্যাটফর্মের চ্যানেল সম্পূর্ণ বিনামূল্যে দেখার সুবিধা করে দিয়েছিল টাটা স্কাই।

১৪ এপ্রিল পর্যন্ত এয়ারটেল ডিজিটাল টিভিতে বিনামূল্যে দেখা যাবে এই চ্যান

এয়ারটেল ডিজিটাল টিভিতে এই মুহূর্তে ৩০টির বেশি ভ্যালু অ্যাডেড চ্যানেল রয়েছে। এসএমএস এর মাধ্যমে গ্রাহকদের কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে চারটি প্ল্যাটফর্মের চ্যানেল ও প্রিমিয়াম সার্ভিস ব্যবহার বকরা যাবে। লেটসড্যান্স, আপকি রাসোই, এয়ারটেল সিনিয়র টিভি ও এয়ারটেল কিউরিওসিটি স্ট্রিম ১৪ এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে দেখার ব্যবস্থা করে দিইয়েছে কোম্পানিটি।

লকডাউন শুরুর পরেই বিভিন্ন প্ল্যাটফর্ম বিনামূল্যে দেখার ঘোষণা করলেও এয়ারটেল ডিজিটাল টিভি মাত্র এক সপ্তাহ বিনামূল্যে পরিষেবা দেওয়ার ঘোষণা করেছে।

গত সপ্তাহে এয়ারটেল কিউরিওসিটি স্ট্রিম চ্যানেল শুরু করেছে কোম্পানি। ৪১৯ নম্বর চ্যানেলে এয়ারটেল ডিজিটাল টিভি গ্রাহক বিনামূল্যে এয়ারটেল কিউরিওসিটি স্ট্রিম দেখতে পাবেন। ১১৩ নম্বরে দেখা যাবে লেটসডান্স, ৪০৭ নম্বরে দেখা যাবে আপকি রাসোই, ৩২৩ নম্বরে দেখা যাবে সিনিয়র্স টিভি।

এই মুহূর্তে ভ্যালু অ্যাডেড চ্যানেলে টাটা স্কাই ও ডিশ টিভিতে অনেকটাই পিছনে ফেলেছে এয়ারটেল ডিজিটাল টিভি। এমন অনেক চ্যানেল রয়েছে যা শুধুমাত্র এয়ারটেল ডিজিটাল টিভি গ্রাহকরাই দেখতে পাবেন। হিন্দি ও ইংরাজি ভাষা ছাড়াও বিভিন্ন প্রাদেশিক ভাষায় এই চ্যানেলগুলি দেখা যাবে।

যদিও ৩০টির বেশি চ্যানেল থাকলেও মাত্র চারটি চ্যানেল গ্রাহকদের এক সপ্তাহের জন্য বিনামূল্যে দেখার সুযোগ করে দিয়েছে কোম্পানিটি।

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel Digital TV Platform Service Channels For Free Now: Check Full List

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X